মামা,ডিমের হালি ৫২(১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)
সিন্ডিকেট মুভির এলেন স্বপনের বেশ ভাইরাল একটা ডায়লগ,
এতো বছর ধরে এতো চেষ্টা করলাম নিজেকে লুকায় রাখার,আর পারলাম না।আপনাদের কারণে বাইর হয়ে আসতেই হইলো আমারে,হতাশ!আমি খুবই হতাশ!

Location
আমার কাছে মনে হয়,এলেন স্বপনের জায়গায় যদি এই ডায়লগটা মুরগির ডিম বলতে পারতো আরো ভালো হতো।
৭ টার ওদিক বাজারে গিয়েছিলাম আমি,রাকিব আর সৌমিক।সাথে নিয়ে গিয়েছিলাম ১৩০০ টাকা।বুঝতেছেনই তো,মিলের হিসাব উনিশ বিশ করা যাবেনা।মাছ কেনাই ছিল,তাই শুধু মুরগির মাংস আর ডিম লাগবে।আর ওদিকে আলু,পেয়াজ আর মরিচ হলেই হবে।আগে মাংস আর ডিম কিনতেই গিয়েছিলাম।
দোকানে গিয়ে বললাম,মামা মুরগী কত করে কেজি?-মামা একদাম ১৮৫ টাকা।মাস সাতেক আগে যখন বগুড়া আসি তখন বোধয় ১২৫ দিয়ে কিনেছিলাম।আচ্ছা, সে হিসাব গেলো।
মামা,ডিম কত?এক হালি ৫২ এর নিচে রাখতে পারমু না।
তো আমার এই জায়গা থেকেই মনে হলো যেন,এলেন স্বপনের ডায়লগটা মুরগির ডিমের হওয়া উচিৎ ছিল।বের হইতেই চাচ্ছিলো না ভেতর থেকে,আমাদের কারনে জোর করেই বের হয়েছে আর তাই তার এতো তেজ।

হয়তোবা পারিপার্শ্বিক অবস্থার কারণে সবকিছুর বাজার এতো চড়া।কিন্তু আমাদের হবেটা কি?চাল হয়তোবা কিছুদিনের ভেতরই সেঞ্চুরি করবে,চিনির দামও বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে,মরিচ ডাবল সেঞ্চুরি করলো বলে।গরীবের আমিষ,মশুর ডাল সেটাও সর্বনিম্ন ১১৫ টাকা কেজি।অকটেন,ডিজেল সবকিছুর দাম আকাশচুম্বী।
যাইহোক, দুই কেজির একটা মুরগী নিয়েছিলাম আর সাথে এক ট্রে ডিম।মুরগী ৩৬৫ এবং ডিম ৩৮০ টাকা দিয়ে কিনে প্রায় ৮৫০ টাকা ওখানেই শেষ।
পেয়াজ দুই কেজি,আলু পাচ কেজি আর মরিচ এক পোয়ার মতো নেয়ার কথা ছিল বাসা থেকে বের হওয়ার আগে।বুঝতেই পারছেন সে হিসেব আর কুলায়নি বাজারে গিয়ে।
উচ্চবিত্তরা নাহয় বেহেস্তে আছে কিন্তু আমরা যারা মধ্যবিত্ত আর নিম্নবিত্তের লোকজনেরা আছি তারা কেমন অবস্থায় আছে?
আমি জাস্ট পরিস্থিতিটা ব্যক্ত করার চেষ্টা করছি,কোনো রাজনৈতিক আলাপচারিতা করছিনা।যদি বাসায় থাকতাম বাবা মায়ের সাথে এ বিষয়গুলো হয়তোবা তখন গায়ে লাগতো না।কিন্তু এখন একা থাকি,তাই বিষয়গুলো গায়ে লাগছে।
জিনিসপাতির উর্ধগতি ঠিকই আছে,অথচ কারো বেতন বাড়ছে না।বেকারত্ব সমস্যার সমাধান হচ্ছেনা।এভাবে চলতে থাকলে,আসন্ন দিনগুলো কেমন হবে আশা করি বুঝতেই পারছেন।
দেশের বাইরে যারা আছেন,আমি তাদের বলবো-দেশের টানে হোক বা আত্মীয়ের টানে, এই দেশে আর ঢুকিয়েন না।পারলে আত্মীয়দেরও নিজের সাথে টেনে নিন।
আজাইরা প্যাচাল পারলাম শুধু।জানিনা,আপনাদের কার অভিমত কেমন।তবে ব্যক্তিগতভাবে বলতে চাই,আমার যদি সুযোগ থাকতো বাংলাদেশ নামক এই বেহেস্ত থেকে পালিয়ে বের হয়ে গিয়ে আমি দোযখেই থাকতাম।
স্বপন সাহেবের মতো-
Cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Last 3 pictures location
ভাই আসলেই বাস্তববাদী কথা তুলে ধরেছেন। আমাদের দেশ যেন এখন প্রায় হরিলুটের বাতাসার মতো হয়ে গিয়েছে যে যেভাবে পারছে দেশ থেকে অর্থআত্মসাতে নিয়ে ব্যস্ত কেউ দেশের মানুষের খোঁজ রাখেনা।
চাচা আপন প্রাণ বাচা,,নিজের পকেট গরম না হলে আপনার আমার দিকে অন্যরা তাকাবে কি করে!
বরং বিবেকবান মানুষ হিসেবে আমাদের উচিত তাদেরকে আরো সাহায্য করা যেন তাদের আত্মসাৎ সুসম্পন্ন হয়।
বরতমানে চারদিকে যা অবস্থা।কোনদিন যেনো শুনতে হয় খাদ্যের সংকট।যাইহোক সবকিছু আবারও সাভাবিক পর্যায়ে ফিরে আসে এই চাওয়া।
মনে হয় সেই চাওয়া পূরন হবেনা।শ্রীলঙ্কা হবেই মনে হয়।
ভাইয়া আপনি খুবই সুন্দর কার্যকরী কথা তুলে ধরেছেন। যুগ উপযোগী কথা। সবচেয়ে বেশি কষ্টের মধ্যে আছে মধ্যবিত্ত পরিবারের লোকজন। আসলে কবে দেশে শান্তি ফিরবে এটাই চাওয়া এবং রবের দরবারে ফরিয়াদ। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। দোয়া রইলো আপনার জন্য।
ভালোবাসা নিবেন ☺️😊🥰
যাইহোক এলেন স্বপনের ডায়ালগ টা দিয়ে দারুণ শুরু করেছেন। আসলেই অবস্থা খুবই খারাপ। যেভাবে জিনিস পএের দাম বাড়ছে ছাএদের যারা মেসে থাকে তাদের অনেক ঝামেলা হয়ে যায়। তাদের হিসেব করে সবকিছু করতে হয়।কবে যে আবার সবকিছু ঠিক হবে আদেৎ হবে কীনা কে জানে।।
এ দেশে সমস্যার শুরু আছে কিন্তু তার সমাধান নেই।তাই সব ঠিক হওয়ার আশা করাটা বৃথা।
ভাই আপনি বাস্তব কাহিনী তুলে ধরেছেন সব জিনিসের যে দাম ভাইয়া গরিব মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে ।একবেলা খেতে পারে এবং দুই বেলা অনাহারে কাটাই এমন জীবন যাপন করছে তারা। যদি চাকুরী না থাকে তার জন্যই অনেক কষ্টের জীবনযাপন এখনকার সময়। সবজি কিনতে গেলে বা কোন কিছু কিনতে গেলে এতটা দাম যে শুনেই মাথা ঘুরে যায় ।ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
নিজ চোখেই তো দেখছি সব।সহ্য হয়না আর।
ভাই আপনি তো সবাইকে ভালো বুদ্ধ দিতেছেন বলতেছেন যে যারা এই দেশ থেকে গিয়েছেন তারা যেন দেশে না আসে। আসলে আপনি ঠিকই বলেছেন বর্তমানে বাজারের অবস্থা বাজারে গেলে তো মাথা ঘুরে যায়। ধন্যবাদ আপনাকে এই মুহূর্তগুলো শেয়ার করার জন্য।
এসে লাভ কি ভাই?হুদাই সুখ শান্তি নষ্ট করে নরকে আসার কি কোনো মানে হয়।