২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ৷৷ 🇧🇩🇧🇩

in আমার বাংলা ব্লগ16 days ago

আজ ১১ই, চৈত্র | ১৪৩১ বঙ্গাব্দ, |বসন্তকাল |



নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।

patriot-1019844_1280.webp
সোর্স


সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ।

শুরুতেই সবাইকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন । আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন সেই সঙ্গে এই আমার বাংলা ব্লগের সাথেই রয়েছেন। যা হোক আজকের এই দিনটা একটা মহান দিন যেটা বাঙ্গালীদের চিরস্মরণীয় একটি দিন ।শুধু বাঙ্গালীদের মনে স্মরণের দিন তা নয় গোটা বিশ্বের বুকে এই স্বাধীনতা দিবস একটি ইতিহাস তৈরি করেছিল । সেই ১৯৭১ সালের ২৬ শে মার্চ আজকের এই দিন।

এই ২৬ শে মার্চ ইতিহাসের বুকে হয়তো চিরস্মরণীয় হয়ে থাকবে। সেই সাথে থাকবে সেই ইতিহাসের পাতায় লেখা প্রতিটি কষ্ট বেদনা দুঃখের স্মৃতি যার বিনিময়ে আজ পেয়েছি আমরা একটি সুন্দর বাংলাদেশ বা স্বাধীনতার দেশ। এই ২৬শে মার্চ হলো সেই দিন যে দিব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ঢাকার রেসকোর্স ময়দানে সাত লক্ষ বাঙালির উপস্থিতিতে এই স্বাধীনতার ডাক দিয়েছিলেন । কোথায় বলে দশের লাঠি একের বোঝা। ঠিক সেইদিন হয়তো সবার দিক চিন্তাধারা করে একাই সেদিন এই স্বাধীনতার ডাক বা ঘোষণা দিয়েছিল। যার প্রেক্ষিতেই বাঙালি জাতি একটা নতুন দিনের সূচনার আরম্ভ করেছিল। দীর্ঘ নয় মাস যুদ্ধের বিনিময়ে কত রক্তের বিনিময়ে পাওয়া এই সুন্দর একটি স্বাধীনতার রক্ত রঞ্জিত বাংলাদেশ।

হয়তো সেই সব ইতিহাস আমরা দেখিনি। কিন্তু সেই ইতিহাসের কাহিনী মূল্যায়ন করে যতটুকু বুঝতে পারছি সেদিনের দিনগুলো ছিল হয়তো করুন আর্তনাদ যে বাঙালি জাতি তার নিজের ভাষায় কথা বলতে পারেনি। পারেনি নিজের স্বাধীনতা মোতাবেক নিজেকে উজাড় করে বাঁচতে।

২৫ মার্চ কাল রাত্রির পাকিস্তানি হানাদার বাহিনীর অতর্কিত হামলার মধ্য দিয়েই অনেক নিরস্র বাঙালি ছাত্র-জনতা অনেক বুদ্ধিজীবী নিহত হয়েছিল। ঠিক তারপর মুহুর্তেই ২৬ শে মার্চের প্রথম প্রহরেই বাঙ্গালী জাতির এক জনক যিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার দেয়া ভাষনেই বাঙালি পেয়েছে এক শক্তির উদ্মাদনা । আর যার প্রেক্ষিতে পেয়েছি আমরা আছি সুন্দর একটি স্বাধীন দেশে।

পরিশেষে শ্রদ্ধা জানাই সেই সব উৎসর্গ করা ৩০ লক্ষ শহীদের এক লক্ষ মা বোনের নিম্রম অত্যাচার মৃত্যুবরণ করা প্রতিটি শহীদদের যাদের আত্মার শান্তি কামনা সেই সাথে তারা আমাদের এই বাঙালির মনে চিরজীবন চিরস্মরণীয় হয়ে থাকুক সেই প্রত্যাশাই ব্যক্ত করছি

bangladesh-4628325_1280.jpg
সোর্স




প্রিয় বন্ধুরা আজকে আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি ৷ আবার নতুন কোন ইউনিক ব্লগ নিয়ে হাজির হবো৷ এই প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা রেখে এখানেই শেষ করছি৷

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন৷

কমিউনিটিআমার বাংলা ব্লগ
বিষয়স্বাধীনতা দিসব
ডিভাইসrealme 12

লোকেশন

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

সবাইকে ধন্যবাদ

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgAaeHkUbVYHQygf4BziFrEyhjgH4bQJyLmky9bKBwALZ2h9iBsdB7ytyweg4...uHceQ2wqRonJz55fzgGqag7VnkZsWa3vJKm5kSf8xjNspoGW6oaborsjArEvvCB78WSgua6TK7Rs6TT1hChtGN8yFUUzAaZhdKYxi64CNUvAFCSmNEKoyvCw6d.gif

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

6pu4ZRycQdDVScudzd6MCPSXks2Yb5eBsm266mkDh4Ym6FB7BpriSja46xEMcWmdrpddJ2DgjV1GDyqq1t6zrWYByoJVmDSUzWxQrqnEmCewYJ8H9rpuqqVDn9jgm5cfC9e6wZ49xqhGBZwiQDbQDUVb7ywMCasr2MCyQphY4K5y9v4KLj2bDYXV5r4H6GpsDBfFL.png