দীর্ঘ দিন পর আমাদের গৌরমতি আম বাগান পরিদর্শনে গিয়েছিলাম
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
বৃহস্পতিবার, ১৭ই এপ্রিল ২০২৫ ইং
আপনারা হয়তো সকলেই অবগত আছেন যে আমাদের মিঠাপুকুর উপজেলা আমের জন্য বিখ্যাত। আমাদের এই মিঠাপুকুর উপজেলার মধ্যে প্রায় বেশ কয়েকটি প্রজাতির আম চাষ করা হয়।তার মধ্যে অন্যতম হচ্ছে হাঁড়িভাঙ্গা আম এবং গৌরমতি আম।এক সময় আমাদের এলাকার মধ্যে তেমন একটা গৌরমতি আম ছিল না। কিন্তু সময়ের পরিবর্তনের কারণে এখন প্রায় জমিতে কৃষকেরা গৌরমতি আম চাষ শুরু করেছে। আশা করছি ভবিষ্যতে এর থেকে ও বেশি আম চাষ করা হবে।এক সময় শুধু মাত্র হাঁড়িভাঙ্গা আম চাষের মধ্যে অভ্যস্ত ছিলেন আমাদের এলাকার প্রতিটি আম চাষী কৃষক। এখন হাঁড়িভাঙ্গা আম চাষের পাশাপাশি অন্যান্য সব আম চাষে অভ্যস্ত হচ্ছে।
গৌরমতি আম, নামেই একধরনের সৌন্দর্য আছে। নামটি শুনলেই যেন একটা মিষ্টি স্বাদের পূর্বাভাস পাওয়া যায়। এই আমের রঙ যেমন চোখে লাগে, স্বাদ তেমনই জিভে লেগে থাকে। কাঁচা অবস্থায় হালকা টক আর পাকলে একধরনের কোমল মাধুর্য। কেউ প্রথমবার খেলে ঠিক বুঝতে পারে না, কীভাবে এত স্নিগ্ধ একটা স্বাদ জমে থাকে একেকটা সোনালি ফলের ভেতর।এটা শুধু একটা আম না, এটা বর্ষার আগমনী বার্তা। যেই সময় গাছে গাছে ছোট ছোট গৌরমতির ঝুলন্ত ছায়া দেখা যায়, তখন থেকেই অপেক্ষা শুরু হয়। গ্রামের বাজারে, উঠানে, খোলা জানালার পাশে আম পাতায় রাখা গৌরমতির ঘ্রাণ যেন বলে দেয়, এবার সত্যি গ্রীষ্ম এসেছে।
এই আমের একটা আলাদা গুণ হলো, খুব বেশি মিষ্টি নয়, আবার অতিরিক্ত টকও নয় একটা ভারসাম্য বজায় রেখে চলে। আর এই ভারসাম্যের মধ্যেই লুকিয়ে আছে তার আসল চমক। বিশেষ করে গ্রামের মাটিতে গৌরমতির স্বাদে যে খাঁটি স্নিগ্ধতা থাকে, শহরে সেটার কাছাকাছি কিছুই পাওয়া যায় না। বিশেষ করে আমাদের উত্তর বঙ্গের মানুষেরা এই আমের সাথে পরিচিত। উত্তর বঙ্গের বেশিরভাগ মানুষ এই আমের স্বাদ গ্রহণ করেছেন। আসলে এখন পর্যন্ত যারা এই আমের স্বাদ গ্রহণ করতে পারেননি, তারা অবশ্যই চেষ্টা করবেন এই আমের স্বাদ গ্রহণ করার জন্য।আর অল্প কিছু দিনের মধ্যেই বাজারে নতুন গৌরমতি আম চলে আসবে।
বেশ কিছুদিন ধরে ভাবছিলাম যে, আমি আমাদের গৌরমতি আম বাগান পরিদর্শনে যাবো। কিন্তু যাওয়ার জন্য তেমন একটা সুযোগ হচ্ছিল না। দীর্ঘ দিন ধরে তেমন একটা যাওয়া হয়নি বাগানের মধ্যে।সেই মুকুল চলে আসার সময় গিয়েছিলাম বাগানের মধ্যে। যাইহোক, আজকে আমি বিকাল বেলা গিয়েছিলাম আমাদের গৌরমতি আম বাগানের মধ্যে। সেখানে গিয়ে দেখতে পারলাম বাগানের আম গুলো দেখতে অনেক টা বড় হয়ে গিয়েছে। আশা করছি আর অল্প কিছু সময়ের মধ্যে পরিপক্ক হয়ে যাবে। অন্যান্য সব আমের তুলনায় গৌরমতি আম একটু তাড়াতাড়ি বড় হয়ে যায়। আশা করছি আর এক মাসের মধ্যে গৌরমতি আম পাকা শুরু হয়ে যাবে।
গ্রীষ্মের শুরুতেই যখন গাছের ডালে ডালে ঝুলে পড়ে ছোট ছোট সবুজ ফল, তখন থেকেই শুরু হয় অপেক্ষা কবে পাকবে, কবে সেই বিশেষ মিষ্টি গন্ধটা ভেসে আসবে বাতাসে। অন্যান্য আমের মতো অতটা গর্জন নয়, গৌরমতির আছে একধরনের শান্ত সৌন্দর্য। রঙে হালকা হলুদ, মাঝে মাঝে একটু সবুজ রেখা, আর স্বাদে এমন এক নিখুঁত ভারসাম্য, যা একবার চেখে দেখলে মনে গেঁথে যায়এই আমের সাথে জড়িয়ে থাকে গ্রামের দুপুর, উঠোনের স্নিগ্ধ আলো, আর ঠান্ডা পানির কলসিতে ভেজানো পাকা ফল। অনেকটা পুরনো দিনের গল্পের মতো, যেখানে সবকিছু একটু ধীর, একটু কাব্যিক। গৌরমতি খাওয়া মানেই শুধু স্বাদ নেওয়া নয়, বরং একটা সময়কে ধরে রাখা, যেটা আর ফিরে আসে না—তবুও থেকে যায় মনেপ্রাণে।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
আপনার আম বাগান দেখে অনেক ভালো লাগলো। গৌরমতি আম গুলো আমাদের এদিকে তেমন দেখা যায় বলেই চলে। আপনার গাছের আম গুলো দেখে মনে হচ্ছে যদি কিছু খেতে পারতাম হা হা। ধন্যবাদ আপনাকে।
এইবার আমের ফলনটা একটু ভিন্নধর্মী হতে পারে। সেই প্রেক্ষিতে আপনার বাগানের গৌরুমতি আমের দেখতেছি বেশ ভালই ফলন হয়েছে। আশা করা যায় আপনার বাগানে আশানুরূপ ফল আপনি পাবেন। আপনার গৌরমতি আম বাগানে ঘোরার অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
এই আমের নাম তো আগে কখনো শোনা হয়নি। নামটা আসলেই খুব মিষ্টি। কাঁচা আমগুলো দেখিয়ে তো লোভ লাগিয়ে দিলেন। ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল। নতুন কিছু তথ্য জানতে পেরেও ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।
অনেকদিন পরে আপনি আপনাদের সেই গৌরমতি আম বাগানের পরিদর্শন করার জন্য গিয়েছেন শুনে খুব ভালই লাগছে৷ আসলে আমবাগান দেখার মধ্যে একটা আলাদা আনন্দ কাজ করতে থাকে৷ আর আমরা সব সময় দেখতে পাই যে আম গাছের মধ্যে যে সকল আম ধরে থাকে সেগুলো দেখার মধ্যে একটা আলাদা আনন্দ কাজ করে৷ আর যদি আম বাগানে যাওয়া হয় তাহলে সে আনন্দ যেন আরও অনেক গুণ বৃদ্ধি বেড়ে যায়৷ আর আজকে এরকম একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন যা পড়ে খুব ভালো লাগছে৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে৷
রংপুরের মিঠাপুকুর সুস্বাদু আমের জন্য বিখ্যাত এটা আমি আগে থেকেই জানতাম।কিন্তু আজ আপনার পোস্টের মাধ্যমে আরও ভালোভাবে আম সম্পর্কে জানতে পারলাম।আমার হাসবেন্ড মিঠাপুকুরে থাকে এবার মিঠাপুকুরে আপনার আম বাগের আম খেতে যাচ্ছি তাহলে...!☺️ অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং পোস্ট টি ফিচার্ড আর্টিকেল প্রকাশ হওয়ায় অভিনন্দন ও শুভকামনা জানাই।🤍
আমাদের কৃষকদের উদ্যোগ, পরিশ্রম আর সময়োপযোগী সিদ্ধান্তের ফলেই আজ এই আম এতটা জনপ্রিয়তা পেয়েছে। গৌরমতি আমের মধ্যকার টক-মিষ্টির ভারসাম্য এবং স্নিগ্ধ ঘ্রাণ কেবল জিভে নয়, মনেও এক ধরনের প্রশান্তি এনে দেয়। এটা শুধু একটা ফল না, এটা আমাদের ভূমির ঘ্রাণ, আমাদের শিকড়ের স্বাদ।