বন্ধুর আম বাগানে আড্ডা এবং বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
রবিবার, ১৩ই জুলাই ২০২৫ ইং
একটি নিরিবিলি দুপুরে আমরা দুজন বন্ধু মিলে গিয়েছিলাম এক বন্ধুর আম বাগানে। প্রকৃতির মাঝে একটু সময় কাটানোর ইচ্ছা ছিল, আর তার সঙ্গে যদি তাজা পাকা আম খাওয়ার জন্য। বন্ধুর এই আমবাগানটি অনেকটাই বড় এবং পরিচ্ছন্নভাবে সাজানো। সারি সারি আমগাছ, গাছে ঝুলে থাকা সবুজ ও হলুদাভ আম সব মিলিয়ে এক মনভরানো পরিবেশ।বাগানে ঢোকার সঙ্গে সঙ্গেই মনটা আনন্দে ভরে উঠলো। গাছের নিচে ছায়া, হালকা বাতাস আর পাখির কিচিরমিচির সব কিছু মিলিয়ে এক অপার্থিব অনুভূতি। আমরা গাছের নিচে বসে গল্প করছিলাম, পুরোনো দিনের স্মৃতি নিয়ে হাসাহাসি করছিলাম। কেউ একজন গাছে চড়ে হাত দিয়ে পাকা আম পেড়ে আনল। তারপর সেখানেই ছুরি দিয়ে কেটে মিষ্টি, রসালো আম খাওয়া শুরু হলো।
এই আমের নাম বারী-৪ আম।এক কামড়ে মুখে যে স্বাদ ছড়িয়ে পড়লো, তা ভাষায় বোঝানো কঠিন। তাজা পাকা আমের গন্ধ, তার মিষ্টি রস আর নরম টেক্সচার যেন সব ক্লান্তি এক নিমেষে দূর করে দিলো। বাগানের কিছু গাছে আবার আম প্যাকেট করে রাখা হয়েছে পোকা থেকে রক্ষার জন্য। দেখেই বোঝা যায়, এই বাগানটি যত্ন করে লালন পালন করা হয়েছে। আমরা হাঁটছিলাম সারি সারি গাছের মাঝ দিয়ে, মাঝে মাঝে আম তুলে খাচ্ছিলাম। একসময় বাগানের মাঝেই বসে পড়েছিলাম সবাই মিলে। কারো হাতে ক্যামেরা, কেউ ছবি তুলছে, কেউ আবার সেলফি নিয়ে ব্যস্ত। প্রকৃতির মাঝে এই ধরনের আড্ডা আসলেই অমূল্য।
আম খাওয়ার ফাঁকে চলছিল আমাদের আড্ডা ছোটবেলার গল্প, কলেজ লাইফ, প্রেম বিরহ, ভবিষ্যতের স্বপ্ন, সব কিছু মিলিয়ে যেন এক জীবনস্মৃতি হয়ে গেল সেদিনটা। অনেকেই ছবি তুলল, কেউ আবার ভিডিও করল স্মৃতি ধরে রাখার জন্য। সেখানেই হঠাৎ দেখি, একজন বন্ধু গাছের ডালে চড়ে বসে গেছে, আরেকজন নিচে দাঁড়িয়ে বলছে, এই ভাই, ওই পাকারটা দে তো , হাসি আর মজায় ভরে উঠেছিল গোটা বিকেলটা।বাগানের শেষে আমরা গাছতলায় বসে একটু বিশ্রাম নিলাম। বাতাস বইছে, চারপাশে শুধু আমগাছ আর প্রকৃতির শব্দ একটা অদ্ভুত শান্তি যেন জীবনের ব্যস্ততা থেকে একটু বিরতি।ফেরার সময় মনটা ভার হয়ে গেল। বন্ধুর আমবাগানটা আমাদের শুধু আমের স্বাদ দেয়নি, দিয়েছে অকৃত্রিম ভালোবাসার, বন্ধুত্বের আর প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার একটা দুর্লভ সুযোগ।
এই একদিনের ছোট্ট সফরটা প্রমাণ করে দিলো সুখ খুঁজতে খুব দূরে যেতে হয় না, বন্ধু আর প্রকৃতির মাঝে থাকলেই সেটা খুঁজে পাওয়া যায়।সেই দিনটার জন্য, সেই আড্ডার জন্য, আর সেই অসাধারণ মিষ্টি আমের জন্য আমাদের হৃদয়ের গভীর থেকে একটিই কথা আসে, ধন্য তুমি, আমার বন্ধু।বন্ধুর কাছ থেকে আমরা আম চাষের নানা দিক সম্পর্কে অনেক কিছু জানতে পারি। কীভাবে বাগানের মাটি প্রস্তুত করতে হয়, কোন সময় সার দিতে হয়, আমে কী ধরনের পোকা আক্রমণ করে, আবার সেগুলো থেকে রক্ষা করার জন্য কী ব্যবস্থা নিতে হয় এসব বাস্তব অভিজ্ঞতা সরাসরি চোখে দেখার সুযোগ পাওয়া সত্যিই শিক্ষণীয় ছিল। আমাদের অনেকেই আগে বুঝতাম না কী পরিশ্রম আর যত্নের ফসল এই একটি পাকা আম।
বাগানের মাঝে কয়েক ঘণ্টা কাটানোর পর বুঝতে পারলাম, প্রকৃতির সঙ্গে কিছুটা সময় কাটানো মানসিকভাবে কতটা প্রশান্তি দেয়। মোবাইল,ইন্টারনেট, দূষণমুক্ত এই পরিবেশে শুধু শ্বাস নেওয়াটাই যেন এক নতুন স্বস্তি। পাখির ডাক, গাছের পাতা নাড়ার শব্দ, আর মাঝে মাঝে হালকা বাতাসের ছোঁয়া সব মিলে প্রকৃতির এক গভীর জাদু অনুভব করেছিলাম সেদিন।এই দুটি অভিজ্ঞতা আমাদের শুধু খাওয়া দাওয়া বা আড্ডার গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখেনি, বরং একটি গভীর উপলব্ধি এনে দিয়েছে জীবন ও প্রকৃতি একে অপরের সঙ্গে কত গভীরভাবে জড়িয়ে।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
https://x.com/Riyadx2P/status/1944402657348641052?t=5xJsvlsdNmBwA7RguhxuZQ&s=19
https://x.com/Riyadx2P/status/1944403109226147997?t=fN4qpwcQPUnXwZp2uX0DdA&s=19
https://x.com/Riyadx2P/status/1944403318966772000?t=m8Xf5WIwbNg80fkWnKQ9kQ&s=19
https://x.com/Riyadx2P/status/1944403591885996485?t=Id2UcYHbisX-oH2QloU_6Q&s=19
https://x.com/Riyadx2P/status/1944403646462013731?t=lhw2dUKsS-HngxC6eU4ruw&s=19
ভাইয়া আপনার বন্ধুর আম বাগানে গিয়ে দারুন সময় কাটিয়েছেন। এই সময় আম খেতে অনেক ভালো লাগে। আর এরকম জায়গায় আড্ডা দিতেও ভালো লাগে।