আম বাগান ও লিচু বাগানে ঘুরাঘুরি।🥭🥭
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি পোস্ট শেয়ার করব বলে এসেছি। প্রতিদিন আমার বাংলা ব্লগে পোস্ট করতে আমার অনেক ভালো লাগে। আগের পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ট্রেন ভ্রমণ। ট্রেনে চড়ে আমি খালামনির বাসায় বেড়াতে এসেছি। খালামনির বাসা থেকে চলে এলাম মামা বাড়ি বেড়াতে। বাসা থেকে মামা বাড়ি খুব দূরে নয়। ভাবলাম যখন এসেই পড়েছি একবারে ঘুরে যাই। মামা বাড়ি আসলে আমাদের অনেক ঘুরাঘুরি করা হয়।
মামা বাড়ির আশেপাশে ঘুরাঘুরি করার জন্য বিভিন্ন জায়গা আছে। আজকে আমরা চলে গেলাম মামা বাড়ির লিচু বাগানে। আমার মামা বাড়ি অনেক গুলো লিচু বাগান রয়েছে। লিচু আমার খুবই প্রিয় একটি ফল।
আমার যানা মতে লিচু অনেক মানুষের পছন্দের তালিকায় রয়েছে। লিচু ছোট হওয়ার কারণে অনেক টক। বড় হওয়ার পর এই লিচু অনেক মিষ্টি হয়। আমাদের খুব একটা মামা বাড়ি আসা হয় না। এর কারনে গাছ থেকে পেড়ে লিচু খাওয়া হয় না।
লিচু বড় হওয়ার পর মামা আমাদের বাসায় গিয়ে লিচু দিয়ে আসে। এবার মামা বাড়িতে এসে গাছ থেকে টক লিচু পেড়ে খেয়েছি। লিচু ছিল প্রচুর পরিমাণে টক। টক লিচু খাওয়ার নতুন একটি পদ্ধতি শিখেছি এবার।
আমাদের মত আমার অন্যান্য খালামণিরাও এবং তাদের ছেলে মেয়েরা ও এসেছে । একটা খালাতো ভাই দেখলাম টক নিচু মরিচ এবং লবণ দিয়ে মাখিয়েছে। প্রথমে আমি ভাবছিলাম লিচুর লবণ মরিচ দিয়ে খেলে কেমন লাগবে।
এই ভেবে প্রথমে খেতে চাচ্ছিলাম না। পরে যখন একটি খেয়ে দেখলাম আমার অনেক ভালো লেগেছে। শুনতেই অবাক লাগে লবণ মরিচ দিয়ে লিচু মাখা। 😊 একটি আশ্চর্য হলেও অনেক টেস্ট খেতে। আমরা সাধারণত যেমন ভাবে আম মাখিয়ে খাই ঠিক তেমন ভাবেই লিচু ও মাখিয়ে খাওয়া যায়।
আমার মনে হয় খুবই কম মানুষ আছে যে এভাবে লিচু মাখিয়ে খেয়েছে। আমরা সম্পূর্ণ বাগানটি ঘুরে দেখার পর অনেকগুলো লিচু ছিড়ে নিয়ে এসেছিলাম। লিচু মাখানো খাওয়ার জন্য। প্রতিটি লিচু গাছ অনেক পরিমাণে লিচু ধরেছে। ছোট ছোট গাছ গুলোতে এত লিচু দেখা খুবই ভালো লেগেছে। এখানে বিভিন্ন ধরনের লিচু রয়েছে।
আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে লিচু যখন পেঁকে লাল হয়ে যায়। কখন লিচু বাগানে ঘুরতে অনেক ভালো লাগে। লিচু বাগানের পাশে রয়েছে আম বাগান। আম বাগানে রয়েছে বিভিন্ন প্রজাতের আম। আমরা কয়েকটা কাঁচা আম পেড়ে নিলাম। কাঁচা আম মাখিয়ে খেতে আমার অনেক ভালো লাগে। সম্পূর্ণ বাগান কি ঘুরে আমরা বাসায় চলে এলাম।
বাসায় এসে শুরু হয়ে গেল আম কাঁটা। আমরা কয়েকটা আম মাখালাম। আর কয়েকটা আম দিয়ে কাঁচা আম এর জুস বানালাম। জুস এবং কাঁচা আম মাখানো নিয়ে আমরা সবাই মিলে চলে গেলাম পুকুর পাড়ে। পুকুর পাড়ে বসে সবাই মিলে একসাথে কাঁচা আমের জুস এবং কাঁচা মাখানো খেলাম। অনেকদিন পর সবাই একসাথে হওয়ার কারণে বিভিন্ন ধরনের গল্প হচ্ছিল। আমরা সময়টা খুব মজা করে কাটালাম।
আশা করি আজকের পোস্টটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুবই ভালো লাগলো।
ফটোগ্রাফার | @mithila19 |
---|---|
ডিভাইস | Narzo50i |
আমি মিথিলা ইসলাম।আমি একজন 🇧🇩বাংলাদেশি🇧🇩। বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ।❤️ আমার স্টিমিট একাউন্ট @mithila19
আপনি মামা বাড়ি গিয়ে অনেক ঘুরাঘুরি করেছেন এবং আনন্দ করেছেন সেটা পোস্ট পড়ে বুঝতে পেরেছি। লিচু আমারও খুব প্রিয় একটি ফল। তবে আজ নতুন একটি খাবারের নাম জানলাম, লবণ মরিচ দিয়ে লিচু মাখা। আম আর লিচুর ছবি দেখে খুব ভাল লেগেছে। ধন্যবাদ আপু।
ধন্যবাদ আপনাকে ভাইয়া আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য।
আপনার মামার লিচুবাগানটা তো অনেক সুন্দর ।আমার তো দেখেই মনে হচ্ছে লিচু বাগানে চলে যাই। পাকলে না জানি আরো কত সুন্দর লাগবে। আর লবণ ও মরিচ দিয়ে যে লিচু মাখানো যায় এটাতো আমিও প্রথম শুনলাম। এভাবে করে খেতে কেমন লাগবে জানিনা তবে আপনি তো বলছেন ভালই লাগে। ভালো লাগে দেখেই তো আপনি কতগুলো নিয়ে এসেছেন । আগে জানলে তো আপনাদের বাগান থেকে লিচে ছিঁড়ে খাওয়া যেত।
ধন্যবাদ আপনাকে আপু আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।
খালা মুনির বাড়ি থেকে মামার বাড়ি যাওয়া ৷ এরপর মামার বাড়ির লিচু বাগান আম বাগানে সুন্দর সময় অতিবাহিত করেছেন ৷ আমার ছোট বেলার অনেক কিছু মনে পড়ে আম বাগান থেকে আম চুরি লিচু চুরি ৷ কত কিছুই মনে পড়ে ভালো লাগলো পোষ্ট টি পড়ে ৷
ধন্যবাদ আপনাকে ভাইয়া। শুভ কামনা রইল আপনার জন্য।
বাগানে ঘোরাঘুরি করে ভাইয়ের লোভ দেখিয়ে দিলেন দেখছি। অবশ্য এবার আমাদের লিচু গাছের লিচু হয়নি গতবার অনেক বেশি হয়েছিল। আম গাছগুলোতে দেশ অনেক আম হয়েছে। যাই হোক আপনার এই পোস্ট পড়ে খুব ভালো লেগেছে সুন্দর একটা মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন।
ধন্যবাদ আপনাকে ভাইয়া আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য এবং এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।