স্বামী বিবেকানন্দ মন্দির

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার।
আসাকরি সকলকেই খুব ভালো আছেন।আমিও ভালো আছি।চলুন আজ আপদের আমার কলকাতা শহরের একটি বিশেষ যায়গায় ঘুড়িয়ে আনি।

ফেরিঘাটে গিয়ে স্টিমারের জন্য অপেক্ষা।
তারপর স্টিমার আসলে তাতে উঠে গঙ্গা পার করা। এইপারে রয়েছে স্বামী বিবেকানন্দজির আশ্রম।
20220726_131359.jpg

20220726_131532.jpg
আমরা এখানে পৌঁছাই ৩ নাগাদ।এসে দেখি গেট বন্ধ। ৪ টের সময় খুলবে।তাই পাশের দোকান থেকে কিছু খাবার খেয়ে নিলাম।তারপর আশেপাশে একটু ঘোরাঘুরি করলাম।
Screenshot_20221022-114627_Photos.jpg
অবশেষে আশ্রমের সিন্ধু দুয়ার খুলল। প্রবেশ করলাম কি প্রশান্তি খেলে গেল মনে।শান্ত পরিবেশ,নদীর পাশে কিছুক্ষণ সময় কাটালাম।মন্দির গুলোতে ঘুরলাম। এখানেও ছবি তোলা নিশেধ।মন্দিরের ভিতর ছবি তোলা যাবেনা।বাইরে থেকেই তুলতে হবে।
অনেকক্ষন ঘোড়ার পর বাড়ির দিকে রওনা দিলাম।
20220726_161654.jpg

20220726_161320.jpg

Screenshot_20221022-115229_Photos.jpg

                            ।ধন্যবাদ।