আর্ট-:ভিন্ন ডিজাইনে ম্যান্ডেলা আর্ট।

in আমার বাংলা ব্লগ2 months ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

20250324_212658.jpg

20250324_212714.jpg

আজ আপনাদের মাঝে শেয়ার করব একটা ম্যান্ডেলা আর্ট।এই আর্টটা একটু ভিন্নভাবে করার চেষ্টা করলাম।আসলে ম্যান্ডেলা বিভিন্নভাবে করা যায়। আর এই ম্যান্ডেলা আর্টগুলো করতে খুবই ভালো লাগে। প্রতি সপ্তাহেই চেষ্টা করি কিছু আর্ট বা পেইন্টিং আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আসলে একটু সময় লাগলেও এই আর্টগুলো করতে খুবই ভালো লাগে। আজকেও ম্যান্ডেলা আর্টটাতে কিছু ভিন্নতা আনার চেষ্টা করলাম।বড় একটা ঢাকনা দিয়ে দাগগুলো টেনে তারপর এই ম্যান্ডেলার ডিজাইন করলাম।আশা করি ভালো লাগবে আপনাদের।

উপকরণসমূহ

  • খাতা
  • মার্কার কলম
  • পেন্সিল কম্পাস

প্রথম ধাপ

প্রথমে পেন্সিলের সাহায্যে আমি অনেকগুলো দাগ টেনে নিলাম। তারপর বেগুনি রঙের কলমের সাহায্যে সে দাগগুলো আবার টেনে নিয়েছি।

20250324_210440.jpg

20250324_210636.jpg

দ্বিতীয় ধাপ

এই ধাপে নিচের খালি অংশটায় লাল কলম দিয়ে তিনটি ফুল এঁকে নিলাম। তারপর মাঝখানে নীল কলম দিয়ে ডিজাইন করে নিলাম।

20250324_210823.jpg

20250324_210928.jpg

তৃতীয় ধাপ

এখন উপরের শেপে ছোট ছোট করে ডিজাইন করে নিলাম। ২ ধাপে ডিজাইনগুলো সম্পন্ন করে নিয়েছি।

20250324_211011.jpg

20250324_211108.jpg

চতুর্থ ধাপ

এ ধাপে উপরের দিকটায় পাতার মত করে ডিজাইন করলাম। তারপর ভেতরের অংশে কিছু দাগ টেনে দিলাম।

20250324_211621.jpg

20250324_211746.jpg

পঞ্চম ধাপ

এর উপরের অংশে গোল গোল করে ডিজাইন করে নিলাম। তার উপরে আবার লাল রঙের কলম দিয়ে পাতার মতো ডিজাইন করে তার ভিতরে কিছু দাগ টেনে নিলাম।

20250324_212115.jpg

20250324_212518.jpg

ষষ্ঠ ধাপ

এখন উপরের অংশে মার্কার কলম দিয়ে ডট ডট করে এঁকে নিলাম। খুঁটিনাটি কিছু কাজ সেরে নিলাম। তারপর হয়ে গেল এই ম্যান্ডেলাটি।

20250324_212611.jpg

20250324_212612.jpg

ফাইনাল আউটলুক

যাইহোক অবশেষে সময় নিয়ে করে ফেললাম দারুন একটা ম্যান্ডেলা আর্ট।

20250324_212714.jpg

20250324_212706.jpg

20250324_212658.jpg

20250324_212654.jpg

20250324_212648.jpg

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

✅✅🥰

 2 months ago 

চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট করেছেন আপু। কালারিং ম্যান্ডেলা দেখতে অসম্ভব সুন্দর লাগে। কয়েকটি রং ব্যবহার করে ম্যান্ডেলাটি অংকন করেছেন জন্য বেশি সুন্দর লাগছে। অনেকটা সময় ধরে কাজটি সম্পন্ন করেছেন তা দেখেই বোঝা যাচ্ছে। সম্পূর্ণ প্রসেস তুলে ধরার জন্য ধন্যবাদ আপু।

 2 months ago 

চেষ্টা করেছি আমার কাছে থাকা কয়েকটি মার্কার কলম ব্যবহার করে এটা আর্ট করার জন্য, ধন্যবাদ আপু।

 2 months ago 

ম্যান্ডেলা আর্ট গুলো আমার খুবই ভালো লাগে। আর এগুলো একটু ভিন্নভাবে তৈরি করলে আরো বেশি ভালো লাগে দেখতে। বিভিন্ন কালার হওয়ার কারণে আকর্ষণীয় লাগছে দেখতে। খুব নিখুত ভাবে করেছেন আপনি। সুন্দর একটা আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 months ago 

একদম ঠিক বলেছেন আপু একটু ভিন্নভাবে আর্ট করলে খুবই সুন্দর হয়। ধন্যবাদ আপনাকেও।

 2 months ago 

কালারফুল ভাবে এত সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট করছেন দেখে খুব ভালো লাগলো। এরকম সুন্দর সুন্দর আর্ট গুলো দেখতে আমি অনেক বেশি পছন্দ করি। আপনি প্রতিনিয়ত চেষ্টা করছেন বলে এত সুন্দর ম্যান্ডেলা আর্ট করতে পারেন। আপনার এই সুন্দর কালারফুল ম্যান্ডেলা আর্টের প্রশংসা করতেই হচ্ছে। ধন্যবাদ আপনাকে এটা এত সুন্দর করে শেয়ার করার জন্য।

 2 months ago 

কালারফুল ম্যান্ডেলা গুলো দেখতে খুবই ভালো লাগে। এজন্য চেষ্টা করি কালারফুল ভাবে ম্যান্ডেলা আঁকতে, ধন্যবাদ আপনাকেও।

 2 months ago 

ম্যান্ডালা আর্টগুলো সব সময় দেখতে বেশ ভালো লাগে। হোক তা সাদা কালো বা রঙ্গিন।আপনার আজকের ম্যান্ডালা আর্টটিও বেশ সুন্দর এঁকেছেন বিভিন্ন রং ব্যবহার করার কারনে দেখতে বেশ সুন্দর লাগছে। ধন্যবাদ আর্টটি শেয়ার করার জন্য।

 2 months ago 

ম্যান্ডেলাগুলো যদি সুন্দরভাবে করা যায় তখন দেখতে খুবই সুন্দর লাগে, ধন্যবাদ আপনাকে আপু।

 2 months ago 

সুন্দর কালার কম্বিনেশনের সমন্বয়ে মেন্ডেলা আর্টটি খুব চমৎকার হয়েছে।সময় দিয়ে এই ধরনের কাজ করলে খুব সুন্দর কাজ করা যায় । আর আর্টটিও বেশ ফুটে উঠেছে। ধন্যবাদ সবার উদ্দেশ্যে শেয়ার করার জন্য।

 2 months ago 

আসলে ম্যান্ডেলা আর্ট এর ক্ষেত্রে কালার ব্যবহার করা হলে এগুলো দেখতে অনেকটাই সুন্দর হয়। ধন্যবাদ তোমাকে।