প্রথমে পেন্সিলের সাহায্যে আমি অনেকগুলো দাগ টেনে নিলাম। তারপর বেগুনি রঙের কলমের সাহায্যে সে দাগগুলো আবার টেনে নিয়েছি।


এই ধাপে নিচের খালি অংশটায় লাল কলম দিয়ে তিনটি ফুল এঁকে নিলাম। তারপর মাঝখানে নীল কলম দিয়ে ডিজাইন করে নিলাম।


এখন উপরের শেপে ছোট ছোট করে ডিজাইন করে নিলাম। ২ ধাপে ডিজাইনগুলো সম্পন্ন করে নিয়েছি।


এ ধাপে উপরের দিকটায় পাতার মত করে ডিজাইন করলাম। তারপর ভেতরের অংশে কিছু দাগ টেনে দিলাম।


এর উপরের অংশে গোল গোল করে ডিজাইন করে নিলাম। তার উপরে আবার লাল রঙের কলম দিয়ে পাতার মতো ডিজাইন করে তার ভিতরে কিছু দাগ টেনে নিলাম।


এখন উপরের অংশে মার্কার কলম দিয়ে ডট ডট করে এঁকে নিলাম। খুঁটিনাটি কিছু কাজ সেরে নিলাম। তারপর হয়ে গেল এই ম্যান্ডেলাটি।


যাইহোক অবশেষে সময় নিয়ে করে ফেললাম দারুন একটা ম্যান্ডেলা আর্ট।





সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
.png)
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
.png)
💦
💦 BRISTY 💦
💦

Upvoted! Thank you for supporting witness @jswit.
✅✅🥰
চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট করেছেন আপু। কালারিং ম্যান্ডেলা দেখতে অসম্ভব সুন্দর লাগে। কয়েকটি রং ব্যবহার করে ম্যান্ডেলাটি অংকন করেছেন জন্য বেশি সুন্দর লাগছে। অনেকটা সময় ধরে কাজটি সম্পন্ন করেছেন তা দেখেই বোঝা যাচ্ছে। সম্পূর্ণ প্রসেস তুলে ধরার জন্য ধন্যবাদ আপু।
চেষ্টা করেছি আমার কাছে থাকা কয়েকটি মার্কার কলম ব্যবহার করে এটা আর্ট করার জন্য, ধন্যবাদ আপু।
ম্যান্ডেলা আর্ট গুলো আমার খুবই ভালো লাগে। আর এগুলো একটু ভিন্নভাবে তৈরি করলে আরো বেশি ভালো লাগে দেখতে। বিভিন্ন কালার হওয়ার কারণে আকর্ষণীয় লাগছে দেখতে। খুব নিখুত ভাবে করেছেন আপনি। সুন্দর একটা আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
একদম ঠিক বলেছেন আপু একটু ভিন্নভাবে আর্ট করলে খুবই সুন্দর হয়। ধন্যবাদ আপনাকেও।
কালারফুল ভাবে এত সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট করছেন দেখে খুব ভালো লাগলো। এরকম সুন্দর সুন্দর আর্ট গুলো দেখতে আমি অনেক বেশি পছন্দ করি। আপনি প্রতিনিয়ত চেষ্টা করছেন বলে এত সুন্দর ম্যান্ডেলা আর্ট করতে পারেন। আপনার এই সুন্দর কালারফুল ম্যান্ডেলা আর্টের প্রশংসা করতেই হচ্ছে। ধন্যবাদ আপনাকে এটা এত সুন্দর করে শেয়ার করার জন্য।
কালারফুল ম্যান্ডেলা গুলো দেখতে খুবই ভালো লাগে। এজন্য চেষ্টা করি কালারফুল ভাবে ম্যান্ডেলা আঁকতে, ধন্যবাদ আপনাকেও।
ম্যান্ডালা আর্টগুলো সব সময় দেখতে বেশ ভালো লাগে। হোক তা সাদা কালো বা রঙ্গিন।আপনার আজকের ম্যান্ডালা আর্টটিও বেশ সুন্দর এঁকেছেন বিভিন্ন রং ব্যবহার করার কারনে দেখতে বেশ সুন্দর লাগছে। ধন্যবাদ আর্টটি শেয়ার করার জন্য।
ম্যান্ডেলাগুলো যদি সুন্দরভাবে করা যায় তখন দেখতে খুবই সুন্দর লাগে, ধন্যবাদ আপনাকে আপু।
সুন্দর কালার কম্বিনেশনের সমন্বয়ে মেন্ডেলা আর্টটি খুব চমৎকার হয়েছে।সময় দিয়ে এই ধরনের কাজ করলে খুব সুন্দর কাজ করা যায় । আর আর্টটিও বেশ ফুটে উঠেছে। ধন্যবাদ সবার উদ্দেশ্যে শেয়ার করার জন্য।
আসলে ম্যান্ডেলা আর্ট এর ক্ষেত্রে কালার ব্যবহার করা হলে এগুলো দেখতে অনেকটাই সুন্দর হয়। ধন্যবাদ তোমাকে।