একটি ভিন্ন রকম ম্যান্ডেলা আর্ট।

in আমার বাংলা ব্লগ7 months ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

20240720_223923.jpg

আজকে আপনাদের মাঝে একট ম্যান্ডেলা আর্ট শেয়ার করার জন্য এসেছি। আসলে এই ম্যান্ডেলাটা করেছিলাম অনেক দিন আগে। কিন্তু আপনাদের মাঝে সময় সুযোগ করে শেয়ার করা হয়ে উঠছিল না। তাই ভাবলাম এটা শেয়ার করেই ফেলি। গতকাল রাত থেকে এটা তৈরি করার চেষ্টা করেছি। তবে বিভিন্ন কারণে আর করা হয়ে ওঠেনি। তাই সকালের কাজকর্ম সেরে আপাতত চলে এলাম আপনাদের মাঝে এই আর্টটা শেয়ার করার জন্য।

আর্টের জন্য উপকরণসমূহ

  • ড্রয়িং খাতা
  • পেন্সিল
  • মার্কার
  • কালো কলম

20240720_214749.jpg

প্রথম ধাপ

প্রথম ধাপে আমি ম্যান্ডেলাটিকে পেন্সিলের সাহায্যে এঁকে নিলাম। ফুলগুলোকেও এঁকে নিলাম।

20240720_214835.jpg

20240720_215038.jpg

দ্বিতীয় ধাপ

এই ধাপে কালো মার্কার দিয়ে আবারো পেন্সিলের দাগের উপরে দাগ টেনে নিলাম।

20240720_215251.jpg

20240720_215340.jpg

তৃতীয় ধাপ

এখন ফুলগুলোকেও ধীরে ধীরে এঁকে নিলাম। সাথে পাতার ডিজাইন এঁকে নিলাম।

20240720_215449.jpg

20240720_215604.jpg

চতুর্থ ধাপ

মাঝখানের যে অর্ধগোলাকার অংশ আছে সেটার উপরে কালো মার্কার দিয়ে ডিজাইন করে নিলাম।তার উপরে আবার পুরোটা ভরাট করে নিলাম।

20240720_215901.jpg

20240720_220214.jpg

পঞ্চম ধাপ

এই ধাপে পরে দুইটা অংশেই পাতার মত করে শেপ দিয়ে দিলাম ভিন্ন ভিন্নভাবে।

20240720_220602.jpg

20240720_220750.jpg

ষষ্ঠ ধাপ

এখন একদম কিনারার পাতাগুলোর মাঝখানে গোল গোল করে কিছু ডিজাইন করে নিলাম। তারপর আবার ভেতরের অংশগুলোতে ভিন্ন রকম ডিজাইন করলাম।

20240720_220832.jpg

20240720_221216.jpg

সপ্তম ধাপ

বাইরের দিকের অংশে পাতার মত যে ডিজাইনগুলো করেছি তার ভেতরে আবার ভিন্ন রকম দুটো করে ডিজাইন করে নিলাম।

20240720_221502.jpg

20240720_221736.jpg

অষ্টম ধাপ

নিচের দিকে লম্বালম্বি ভাবে কয়েকটা দাগ টেনে নিলাম। আবার বিন্দু বিন্দুর মত ঝরকা দিয়ে দিলাম।

20240720_222734.jpg

20240720_223302.jpg

নবম ধাপ

ভেতর অংশে ফুল এবং পাতাগুলোকে হালকা ডিজাইন করে নিলাম। নিচের দিকেও আরো কিছু ডিজাইন করলাম।

20240720_223556.jpg

20240720_223923.jpg

ফাইনাল আউটলুক

এইতো অবশেষে তৈরি করে ফেললাম খুব সুন্দর একটি মেন্ডেলা। যেটা আসলে একটু ভিন্নরকম ভাবে তৈরি করলাম।

20240720_223912.jpg

20240720_223901.jpg

20240720_223937.jpg

20240720_223930.jpg

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 7 months ago 

আসলে প্রথমে ছবিটি দেখে আমার মনে হয়েছিল যে এটি আপনি হাতের মাধ্যমে দেওয়ালে ঝুলানোর জন্য একটা অ্যারিগেমি তৈরি করেছেন। আসলে এই ধরনের ক্রিয়েটিভ আর্ট কিন্তু সবার মাথায় আসে না। যদি আপনি খুব সুন্দর ভাবে এই ছবিটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন এবং ছবি আঁকার প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে বর্ণনা করেছেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 7 months ago 

গতকাল রাত থেকে চেষ্টা করে খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন আপনি। তৈরির ধাপ সমূহ সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপনা করেছেন আপনি, এই ধরনের ম্যান্ডেলা আর্ট গুলো সকলের দৃষ্টি আকর্ষণ করে। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট উপহার দেওয়া জন্য।

 7 months ago 

আপু আপনার ম্যান্ডেলা আর্টটি আমার কাছে দারুন লাগলো।আপনি সময় ও ধৈর্য ধরে সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করলেন।এ রকমের সাদা কালো আর্ট গুলো দেখতে সব সময় ই ভালো লাগে।আর তা যদি হয় ম্যান্ডেলা আর্ট, তবে ভালো লাগার পরিমানটা ও বৃদ্ধি পায়। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সুন্দর একটি আর্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 7 months ago 

নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে অনেক সুন্দর একটি ভিন্ন রকম ম্যান্ডেলা আর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। সময়ের সাথে যুদ্ধ করতে করতে শেষ পর্য্যন্ত্য সকালে কাজ সম্পন্ন করে এই র্আটটি আমাদের মাঝে শেয়ার করতে পেরেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এরকম একটি ভিন্ন রকম ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 7 months ago 

ম্যান্ডেলা আর্ট করা অনেক সময় এবং ধৈর্যের ব্যাপার। বেশ ভালো লাগলো আপনার এই ম্যান্ডেলা আর্ট দেখে। ছোট ছোট এই কাজগুলো খুব নিখুঁত হয়েছে। ভালো লাগলো পুরো ম্যান্ডেলা আর্ট দেখে। আপনাকে ধন্যবাদ আপু এত চমৎকার একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 7 months ago 

বেশ চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন আপু।ছোট বড় ফুলের মাধ্যমে করা ম্যান্ডেলা আর্ট টি বেশ লাগছে দেখতে।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 7 months ago 

এই ধরনের ভিন্ন কিছু আর্ট দেখতে খুবই ভালো লাগে। একদিকে ফুলের আর্ট করেছেন অন্যদিকে ম্যান্ডেলা আর্ট করলেন। সবকিছু মিলিয়ে চমৎকার একটি আর্ট হয়ে গেল। যদিও অনেকদিন আগে করেছেন এখন শেয়ার করলেন দেখে ভালো লাগলো।

 7 months ago 

গত রাত থেকেই এই ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করেছেন কিন্তু ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি। যাইহোক শেষ পর্যন্ত সম্পূর্ণ করে আমাদের সাথে শেয়ার করতে পেরেছেন দেখতে অনেক ভালো লাগছে। সাধারণত যেসব ম্যান্ডেলা আর্ট গুলো দেখে থাকি সব একই ধরনের কিন্তু এইটা একটু ভিন্ন ধরনের লাগছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 7 months ago 

গতকাল রাত থেকে চেষ্টা করেছেন আর শেষ পর্যন্ত সুন্দর করে ম্যান্ডেলা আর্ট করেছেন দেখে খুবই ভালো লাগলো। নকশাটি এবং ডিজাইনটি দুটোই অসাধারণ হয়েছে। অসাধারণ একটি আর্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপু।

 6 months ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া।আসলে ম্যান্ডেলা করতে খুব ভালো লাগে কিন্তু সময় হয় না।