শুভ সন্ধ্যা সবাইকে,

আসসালামু আলাইকুম প্রিয় কমিউনিটির সম্মানিত ব্লগার ভাই ও বোনেরা। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে। প্রিয় বন্ধুরা সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন ব্লগে। প্রতিদিনের মতো আমি আজকে আবার হাজির হয়ে গেছি আপনাদের সাথে ধারাবাহিকতা বজায় রেখে আবারো একটি আর্ট পোস্ট করার জন্য। বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করব। চেষ্টা করি প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন টপিকস নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। মাঝে মধ্যে সময় সুযোগ পেলে আর্ট কিংবা অন্যান্য কোন কিছু তৈরি করার চেষ্টা করি। তবে সব সময় সময় সুযোগ হয় না কিন্তু সময় সুযোগ হলে হাতছাড়া করি না।

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ম্যান্ডেলা আর্ট। দুপুরে একটু করে সময় পেয়েছিলাম সেই সময় একটি আর্ট করতে বসে পড়েছিলাম। আমি চিন্তা করলাম যে একটি গোলাপ ফুল আর্ট করে সেটাকে সুন্দর নকশার মাধ্যমে সম্পন্ন করেছি। ম্যান্ডেলা আর্ট কততে যথেষ্ট পরিমাণ সময় দিয়ে করতে হয়। বিশেষ করে ছোট ছোট নকশাগুলো সময় দিয়ে ধৈর্য সহকারে করতে হয়। যখন ধৈর্য সহকারে কোন কাজ করা হয় তখন সেই কাজ দেখতেও খুব সুন্দর হয় এবং সফলতা আসে। সফলতার আরেক নাম হচ্ছে ধৈর্য ধরে কাজ করা। যার ধৈর্য ক্ষমতা যত কম সেই সফলতা অর্জন করতে পারে না। তাই আমাদেরকে চেষ্টা করতে হয় সুন্দর সময় আর ধৈর্য দিয়ে করা। তাহলে আমাদের সফলতা অনিবার্য। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি গোলাপ ফুল আর্ট করেছি এবং সেখানে খুব সুন্দরভাবে ছোট ছোট নকশা দিয়ে সেই আর্ট সম্পন্ন করার চেষ্টা করেছি।

আমি কিভাবে আজকের আর্ট সম্পন্ন করেছি সেই ধাপ সমূহ আপনাদেরকে পর্যায়ক্রমে শেয়ার করার চেষ্টা করব। প্রথমে আমি একটি গোলাপ ফুল আর্ট করেছি পেন্সিল দিয়ে। এরপরে সেটিকে জেল পেনের মাধ্যমে ছোট ছোট নকশা দিয়ে আর্ট করে সম্পূর্ণ করেছি। সেই বিস্তারিত ধাপ সমূহ আপনাদের সাথে শেয়ার করে নিব। আশা করি বন্ধুরা আপনারা বেশ ভালোভাবে বুঝতে পারবেন আমি কিভাবে আর্ট করেছি।
আর্টের এর প্রয়োজনীয় উপকরণ সমূহঃ
সাদা খাতা।
পেন্সিল।
জেল পেন।
রাবার।

আর্টের এর ধাপ সমূহঃ
প্রথম ধাপঃ
বন্ধুরা প্রথমে আমি একটি সাদা পেইজ নিয়েছি। সেখানে পেন্সিল দিয়ে সুন্দর একটি গোলাপ ফুল এঁকে নিলাম। সেখানে ছোট নকশার মাধ্যমে ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করেছি।



দ্বিতীয় ধাপঃ
এই ধাপে আপনারা দেখতে পাচ্ছেন আমি ফুলের অর্ধেক অংশ আর্ট করেছি বিভিন্ন নকশার মাধ্যমে। বিশেষ করে ফুলের অংশটা আর্ট করা শেষ হয়েছে।


তৃতীয় ধাপঃ
এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রথমে আমি ফুলের অংশ আর্ট করে নিয়েছিলত। এখন ধাপ ধাপে পাতার অংশ ছোট ছোট নকশার মাধ্যমে আর্ট করে নিয়েছি।


চতুর্থ ধাপঃ
এভাবে বিভিন্ন নকশার মাধ্যমে ধাপে ধাপে পুরো আর্ট করা সম্পন্ন করেছি যা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ফুলসহ, পাতাসহ সবকিছু মেন্ডেলা আর্ট এর মাধ্যমে সম্পন্ন করেছি। যখন আর্ট করা হয়ে যায় তখন পাশে আমার একটি সাইন দিয়ে নিলাম।


আর্টের উপস্থাপনা
প্রিয় বন্ধুরা যেকোনো ধরনের আর্ট করতে আমার খুবই ভালো লাগে। যখন আমি সময় সুযোগ পাই তখন আমার পছন্দের আর্ট গুলো তৈরি করার চেষ্টা করি। সেই আর্ট গুলো যখন আপনাদের সাথে শেয়ার করতে পারি তখন মনে হয় যে আমি সফলতা অর্জন করেছি। কারণ সুন্দর হোক বা সুন্দর না হোক আপনারা এত অনুপ্রাণিত করেন যে কোন কাজের প্রতি আরো দ্বিগুন উৎসাহ বেড়ে যায়। সেই উৎসাহ পাওয়া থেকে বারবার একই কাজগুলো করার অনুপ্রেরণা পায়। আশা করি বন্ধুরা আমার আজকের শেয়ার করা গোলাপ ফুলের ম্যান্ডেলা আর্ট আপনাদের কাছে ভালো লাগবে। বন্ধুরা কেমন লাগলো জানাতে ভুলবেন না। কারণ আপনাদের সুন্দর মতামত আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে সময় দিয়ে আমার আজকের আর্ট দেখার জন্য।





ডিভাইসের নাম | Wiko,T3 |
মডেল | W-V770 |
ফটোগ্রাফার | @samhunnahar |
ক্যাটাগরি | গোলাপ ফুলের ম্যান্ডেলা আর্ট |
আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।
💘ধন্যবাদ সবাইকে💘
@samhunnahar
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।


https://x.com/nahar_hera/status/1860395180115075184?t=0nIfaawawG46aPCMme5X9A&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপু আপনি অনেক যত্ন সহকারে এঁকেছেন এটি দেখতে খুব সুন্দর হয়েছে। নকশা গুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।
আপু আপনার ম্যান্ডেলা আর্ট চমৎকার হয়েছে। আসলে আপু এই ধরনের আর্ট করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
গোলাপ ফুলের ম্যান্ডেলা আর্টটি কি অসাধারণ হয়েছে আপু। কাছে নিয়েও দেখলাম কত নিখুঁতভাবে আপনি মেন্ডেলা আর্ট ফুটিয়ে তুলেছেন। অসীম ধৈর্য না থাকলে এসব কাজে হস্তক্ষেপ করা সম্ভব হয় না। আপনি দারুন সুন্দর ভাবে আঁকাটি ফুটিয়ে তুললেন এবং আমাদের সঙ্গে শেয়ার করলেন।
আমার আজকের টাস্কঃ-
বাহ্ দারুন এঁকেছেন তো।
মেন্ডেলা আর্ট ভীষণ কঠিন, কিন্তু আপনি চমৎকার একে দেখালেন। নিঃসন্দেহে চমৎকার কাজ ছিল এটি।
অনেক ধন্যবাদ আপু চমৎকার একটি ছবি একে পরিবেশন করার জন্য।
অনেক ভালো লাগলো আমার করা আর্টের এত সুন্দর প্রশংসা করার জন্য।
গোলাপ ফুলের ভেতর ম্যান্ডেলা আর্টের কলকা গুলো আপনি বেশ সুন্দর এঁকেছেন। এই সমস্ত কাজ করতে অনেকটা ধৈর্য লাগে এবং সময়ও লাগে। আপনার কলকার ডিজাইন গুলো খুব সুন্দর হয়েছে।
অনেক ভালো লেগেছে দিদি আপনার কাছ থেকে এত প্রশংসা শুনে।
গোলাপ ফুলের খুব সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট করেছেন আপনি। খুবই ভালো লাগলো আপনার আজকের মেন্ডেলা আর্ট দেখে। ছোট ছোট ডিজাইনগুলো খুব সুন্দর ভাবে করেছেন আপনি। ভালো লাগলো পুরো ম্যান্ডেলা আর্ট দেখে। ধন্যবাদ আপু এত সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট শেয়ার করার জন্য। ছোট প্রজাপতিটাও খুব সুন্দর হয়েছে।
একদম ঠিক বলেছেন আপু যে কোন কাজ ধৈর্য সহকারে করলে সেই কাজে সফলতা আসে। আর ধৈর্য সহকারে যেকোন কাজ করলে দেখতেও সুন্দর লাগে।ম্যান্ডেলার আর্ট করতে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন হয়। যাই হোক আপনার আজকের গোলাপ ফুলের ম্যান্ডেলার আর্টটি খুব সুন্দর হয়েছে। ভিতরের ডিজাইনগুলোর কারণে আরো বেশি ভালো লাগছে।
একদম আপু ধৈর্য না দিয়ে কোন কাজে সফলতা আসে না এবং সেই কাজের সুন্দরও বৃদ্ধি পায় না।