ম্যান্ডেলা আর্টঃ রঙিন কলম দিয়ে ম্যান্ডেলা আর্ট তৈরি।
👰🥀🥰 আমি তানহা তানজিল তরসা । আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
হ্যালো বন্ধুরা........
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ম্যান্ডেলা আর্ট পোস্ট নিয়ে হাজির হলাম। আর্ট করতে বেশ ভালোই লাগে। কিন্তু তেমন একটা পারিনা তারপরও চেষ্টা করি একটু ভালো করে আর্ট করার জন্য। যাই হোক এখন যতটুকু পারি আর্ট করি আর সেটা আপনাদের মাঝে শেয়ার করি। আশা করি আমার আঁকা ম্যান্ডেলা আর্ট আপনাদের অনেক ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ |
---|
সাদা কাগজ |
কম্পাস |
কালার পেন |
সিগনেচার |
প্রথমে আমি একটি সাদা কাগজের উপর দুই ধাপে বাঁকা করে দুইটা করে চারটি বাঁকানো দাগ কেটে নিয়েছি কম্পাস দিয়ে।
এবার আমি কেটে নেওয়া দাগের ভেতর প্রথমে একটি ছোট পাতা বিশিষ্ট ফুল ও পরের অংশে আগের থেকে একটু বড় পাতা বিশিষ্ট ফুল এঁকে নিয়েছি। এরপর এঁকে নেওয়া ফুলের উপর দাগ কেটে নিয়ে কালো এবং লাল রঙ দিয়ে ফাকা জায়গা ভরাট করে নিয়েছি। এরপর আমি এর উপরে আরেকটা অন্য ধরনের ফুল এঁকে নিয়েছি। ফুলের ভেতর আমি কালো কালি দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি।
দুইটি ধাপ এঁকে নেওয়া হয়ে গেলে এর উপর আবার আরেক ডিজাইনের ফুল এঁকে নিয়েছি। এই ডিজাইনটা আমি কালো কালি দিয়ে করে নিয়েছি।
আমি যেই ফুলটি এঁকে নিয়েছিলাম সেই ফুলের ভেতরের ফাকা অংশে লাল কলম দিয়ে সেটা ভরাট করে নিয়েছি।
এই ধাপে আমি কালো কালি দিয়ে বেশ কয়েকটা ফুল এঁকে নিয়েছি। ফুলের ভেতরে অন্য একটি ডিজাইন এঁকে নিয়েছি। ডিজাইন করা পাপড়ি গুলো লাল রং করে নিয়েছি। উপরের বড় ফুলের মাঝখানে ছোট ছোট কলি এঁকে নিয়েছি।
উপরের বড় পাপড়ির ডিজাইনের ভিতরে হলুদ রঙের কলম দিয়ে পাপড়িগুলো রং করে ভরাট করে নিয়েছি।
আর এভাবে আমি বিভিন্ন রঙের রঙিন কলম ও সিগনেচার দিয়ে ম্যান্ডেলা আর্ট তৈরি করে নিয়েছি।
পোস্টের ধরন | আর্ট পোস্ট |
---|---|
চিত্র শিল্পী | তানহা তানজিল তরসা |
ডিভাইস | রেডমি নোট ১১ |
লোকেশন | পাবনা |

আপনার ম্যান্ডেলা আর্ট পোস্টটি দেখতে জাস্ট চমৎকার লাগছে।এই আর্ট গুলো বেশ সময় নিয়ে করতে হয়।আপনি আর্ট এর ধাপ গুলো বেশ গুছিয়ে উপস্থাপন করেছেন,যেটা দেখে সহজেই আর্ট শিখে নেওয়া সম্ভব।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
আমার তৈরি করা ম্যান্ডেলা আর্ট আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে জানতে পেরে আমার নিজের কাছে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
কলম দিয়ে খুবই সুন্দর মেন্ডেল চিত্র অঙ্কন করেছেন। মেন্ডেলা চিত্রগুলো দেখতে অনেক ভালো লাগে। আপনার এই চিত্র অংকনটি আমার অনেক ভালো লেগেছে।
আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
ম্যান্ডেলা আর্ট খুবই ধৈর্যের কাজ। এটি আমি একদমই পারিনা। আপনার ম্যান্ডেলা আর্ট দেখে খুবই ভালো লাগলো। রঙ্গিন হওয়াতে ফুটেছেও ভালো। অবাক হচ্ছি আপনার ধৈর্যশক্তি দেখে। শুভকামনা রইলো আপু।
আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করে আমার পাশে থেকে উৎসাহিত করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ম্যান্ডেলা আর্ট গুলো করতে সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। আজ আপনি রঙিন কলম দিয়ে চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট করেছেন যা দেখে বেশ ভালো লাগলো ।প্রতিটি ধাপের উপস্থাপন বেশ চমৎকার ছিল। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
আমার ম্যান্ডেলা আর্ট ভালো লাগার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপু আপনার শেয়ার করা আর্ট খুবই সুন্দর হয়েছে। আর্টের পদ্ধতি দেখে মুগ্ধ হয়েছি।রঙিন কলম দিয়ে ম্যান্ডেলা আর্ট করেছেন এবং ধাপে ধাপে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।ভালো থাকবেন সুস্থ থাকবেন।
রঙিন কালারের খুব সুন্দর মেন্ডেল আর্ট করেছেন। আপনার আটটা অনেক সুন্দর হয়েছে আপু। বেশি ভালো লাগলো দেখে। আপনার দেশ দারুণ দক্ষতা ও ধৈর্য শক্তি রয়েছে। এখানে দুইটা জিনিসই একান্ত প্রয়োজন। তা না হলে এত সুন্দর আর্ট সম্ভব নয়।
আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু। আপনার টাইপিং এর ভেতর লেখা ভুল আছে আশা করি ঠিক করে নিবেন।
রঙিন কলম ব্যবহার করে আপনি খুবই চমৎকার একটি মেন্ডেলা একেছেন আপু অনেক সুন্দর হয়েছে আপনার করা মেন্ডেলা টা। প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভ কামনা রইলো।
আপনার প্রশংসা মূলক মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
রঙিন কালার কলম দিয়ে অসাধারণ ম্যান্ডেলা আর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশি দারুণ আর্ট করতে পারেন এবং এ বিষয়ে আপনার অসাধারণ দক্ষতা রয়েছে যা বুঝলাম। আবারো নতুন একটি আর্ট দেখার অপেক্ষায় রইলাম।
ধন্যবাদ ভাইয়া আমার তৈরি করা ম্যান্ডেলা আর্ট আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। জ্বি অবশ্যই খুব শীঘ্রই আবার নতুন একটি আর্ট আপনাদের মাঝে শেয়ার করবো।
রঙিন কলম দিয়ে চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট করেছেন আপু। যা দেখতে খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আমার করা ম্যান্ডেলা আর্ট আপনার কাছে অনেক ভালো লেগেছে জানতে পেরে খুশি হলাম। উৎসাহ মূলক মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া।