ম্যান্ডালা আর্টঃ অর্ধ বৃত্তে ম্যান্ডালা অঙ্কন।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ১৩ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, শরৎ-কাল, ২৮শে সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আর একটি নতুন ব্লগ নিয়ে হাজি্র হয়েছি। আজ অর্ধবৃত্তে ম্যান্ডালা আর্ট করেছি। আমি চেস্টা করি একই ধরনের ম্যান্ডালা আর্ট শেয়ার না করে ভিন্ন ভিন্ন ধরনের ম্যান্ডালা আর্ট শেয়ার করার।আর সব সময় একই ধরনের আর্ট শেয়ার না করে ভিন্ন ভিন্ন আর্ট শেয়ার করার চেস্টা করি। তাই কখন জল দিয়ে করা আর্ট শেয়ার করি কখন বা মধুবনী আর্ট, আবার কখনও বা মোম দিয়ে করা কোন আর্ট শেয়ার করার চেস্টা করি। আর সব মাধ্যমে করা আর্টটই আপনারা বেশ পছন্দ করেছেন। আর ভিন্ন ভিন্ন আর্ট করার ফলে বিভিন্ন ধরনের আর্ট এ কিছুটা হলেও আঁকতে পারছি। যা আমাকে বেশ আনন্দিত করে।আর্টটি করার পর আমার বেশ ভালো লেগেছে।আশাকরি আপনাদেরও ভালো লাগবে।আজকের আর্টটি করতে ব্যবহার করেছি সাদা কাগজ,জেল পেন সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক, আর্টটি করার বিভিন্ন ধাপ গুলো।
উপকরণ
১।সাদা কাগজ
২।কালো রং এর জেল পেন
৩।পেন্সিল কম্পাস
অংকনের ধাপ সমূহ
ধাপ-১
প্রথম সাদা কাগজের চারপাশে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি। পেন্সিলের দাগের মধ্যেই ম্যান্ডালা আর্টটি করবো।
ধাপ-২
পেন্সিল কম্পাস এর সাহায্যে কিছু অর্ধ বৃত্ত এঁকে নিয়েছি।
ধাপ-৩
ছোট অর্ধ বৃত্তটিতে পাপাপড়ির ডিজাইন এর কিছু ডিজাইন করে নিয়েছি।
ধাপ-৪
অন্যান্য অর্ধবৃত্তে বিভিন্ন ডিজাইন এঁকে নিয়েছি কালো জেল পেন দিয়ে।
ধাপ-৫
ফাঁকা জায়গায় কিছু বিন্দু এঁকে ভরাট করে নিয়েছি।
ধাপ-৬
সবশেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়ে অর্ধবৃত্তে ম্যান্ডালা আর্টটি শেষ করেছি।
উপস্থাপন
আশাকরি ,আজকে করা অর্ধবৃত্তে ম্যান্ডালা আর্টটি আপনাদের ভালো লেগেছে। আমার সবসময় চেষ্টা থাকে নতুন নতুন আর্ট করে আপনাদের সাথে শেয়ার করতে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
শ্রেনী | আর্ট |
---|---|
ক্যামেরা | Redmi Note 5A |
পোস্ট তৈরি | @selina 75 |
তারিখ | ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ ইং |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
https://x.com/selina_akh/status/1972322018642247804
Link
https://x.com/selina_akh/status/1972324434750091533
https://x.com/selina_akh/status/1972325418482159782
অনেক সুন্দর একটি চিত্র আর্ট করেছেন আপনি। অর্ধ বৃত্তে ম্যান্ডালা অঙ্কন অনেক সময় নিয়ে করেছেন। দারুন ভাবে উপস্থাপন করেছেন আপু।
সময় নিয়ে আর্টটি করেছি যাতে সুন্দর হয়।মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।
নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আর্ট করলে আর্ট গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আপনার আজকের এই আর্টটা খুব সুন্দর লাগছে। দক্ষতার সাথে আপনি পুরোটা সম্পূর্ণ করেছেন বলে পুরোটা অনেক আকর্ষণীয় লাগছে। সত্যি জাস্ট মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম আপনার আজকের এই আর্ট দেখে। ধন্যবাদ সুন্দর একটা আর্ট শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু।
আপনার আর্ট গুলো অনেক সুন্দর হয়ে থাকে। আমি এরকম সুন্দর আর্ট গুলো যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই। আর্ট করতে হলে অনেক দক্ষতার প্রয়োজন হয়। আর আর্টগুলো নিখুঁতভাবে অঙ্কন করা লাগে। কারণ নিখুঁত ভাবে আর্ট অঙ্কন না করলে দেখতে সুন্দর লাগে না। আর এই জন্য একটু সময়ও লাগে। তবে সময় লাগলেও অঙ্কন করার পর সুন্দর লাগে।
আমি চেস্টা করি আর্টগুলো সুন্দর করে করার। আপনাদের ভালো লাগে বলেই আরও সুন্দর করার চেস্টা করি।
ওয়াও আপনি তো খুব সুন্দর একটি ম্যান্ডালা আর্ট করেছেন। আপনার অর্ধ বৃত্ত ম্যান্ডালা আর্ট অসাধারণ হয়েছে। বিশেষ করে ছোট ছোট ডিজাইনগুলোর কারণে দেখতে চমৎকার লাগলো। ধন্যবাদ ম্যান্ডেলা আর্ট শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ছোট ছোট দিজাইনগুলো যত সুন্দর হবে ম্যান্ডালা আর্ট তত সুন্দর হয়। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।
সব সময় আপনার কাছ থেকে চমৎকার কিছু আর্ট দেখে থাকি৷ আজকেও যেভাবে আপনি এখানে এই চমৎকার অর্ধ বৃত্তের মধ্যে সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন তা খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন৷ তার পাশাপাশি এখানে এই আর্ট শেয়ার করার ধাপগুলো একের পর এক খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
আপনাদের ভালো লাগে বলেই সুন্দর সুন্দর আর্ট করার চেস্টা করি। অনেক ধন্যবাদ ভাইয়া।