আর্টঃ বৃত্তে রঙ্গিন ম্যান্ডালা অংকন।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ১৩ই আষাঢ় আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জুন ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি আর্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আর একটি নতুন ব্লগ নিয়ে হাজি্র হয়েছি। আজ একটু ভিন্ন ভাবে একটি ম্যান্ডালা আর্ট করেছি। আমি চেস্টা করি একই ধরনের ম্যান্ডালা আর্ট শেয়ার না করে ভিন্ন ভিন্ন ধরনের ম্যান্ডালা আর্ট শেয়ার করার।আর সব সময় একই ধরনের আর্ট শেয়ার না করে ভিন্ন ভিন্ন আর্ট শেয়ার করার চেস্টা করি। তাই কখন জল দিয়ে করা আর্ট শেয়ার করি কখন বা মধুবনী আর্ট, আবার কখনও বা মোম দিয়ে করা কোন আর্ট শেয়ার করার চেস্টা করি। আর সব মাধ্যমে করা আর্টটই আপনারা বেশ পছন্দ করেছেন। আর ভিন্ন ভিন্ন আর্ট করার ফলে বিভিন্ন ধরনের আর্ট এ কিছুটা হলেও আঁকতে পারছি। যা আমাকে বেশ আনন্দিত করে। তেমনই আজও বৃত্তে আঁকা ম্যান্ডালা আর্টটিও করার পর আমার বেশ ভালো লেগেছে। আশাকরি আপনাদেরও ভালো লাগবে।আজকের আর্টটি করতে ব্যবহার করেছি সাদা কাগজ,জেল পেন ও পেন্সিল কম্পাস । তাহলে চলুন দেখে নেয়া যাক, আর্টটি করার বিভিন্ন ধাপ গুলো।
প্রয়োজনীয় উপকরণ
১।সাদা কাগজ
২।গোলাপী রং এর জেল পেন
৩।পেন্সিল কম্পাস
অংকনের ধাপ সমূহ
ধাপ-১
প্রথম সাদা কাগজের চারপাশে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি। পেন্সিলের দাগের মধ্যেই ম্যান্ডালা আর্টটি করবো।।
ধাপ-২
গোলাপী জেল পেন দিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে একটি বৃত্ত এঁকে নিলাম পেন্সিলের দাগের মধ্যেই ম্যান্ডালা আর্টটি করব ।এবং সেই সাথে একটি অর্ধ বৃত্ত এঁকে নিলাম দাগের মধ্যে।
ধাপ-৩
এরপর আরও কিছু অর্ধ বৃত্ত এঁকে নিলাম।
ধাপ-৪
প্রথমে দুটো বৃত্ততে কিছু পাপড়ির ডিজাইনের ম্যান্ডালা এঁকে নিলাম গোলাপী জেল পেন দিয়ে।
ধাপ-৫
পরের বৃত্তে ট্রাইঙ্গেল ডিজাইন এঁকে নিলাম।
ধাপ-৬
সবচেয়ে বড় বৃত্তটিতে কিছু কল্কা ও পাপড়ির ডিজাইন এঁকে নিলাম। এবং ফাঁকা অংশে কিছু ডট ও তারার ডিজাইন এঁকে নিলাম।
ধাপ-৭
সবশেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়ে বৃত্তে রঙ্গিন ম্যান্ডালা আর্টটি শেষ করেছি।
উপস্থাপন
আশাকরি ,আজকের বৃত্তে রঙ্গিন ম্যান্ডালা আর্টটি আপনাদের ভালো লেগেছে। আমার সবসময় চেষ্টা থাকে নতুন নতুন আর্ট করে আপনাদের সাথে শেয়ার করতে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
শ্রেনী | আর্ট |
---|---|
ক্যামেরা | Redmi Note 5A |
পোস্ট তৈরি | @selina 75 |
তারিখ | ২৭ শে জুন, ২০২৫ ইং |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
https://x.com/selina_akh/status/1938641658259841269
Link
https://x.com/selina_akh/status/1938642422885703930
https://x.com/selina_akh/status/1938521602326683821
https://x.com/selina_akh/status/1938644484344143948
https://x.com/selina_akh/status/1938645825388978594
https://x.com/selina_akh/status/1938646517247881612
Upvoted! Thank you for supporting witness @jswit.
আজকের এই ম্যান্ডেলা আর্ট আপনি অনেক সুন্দর ভাবে করেছেন। যেটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।এই ধরনের কালারফুল ম্যান্ডেলা আর্ট গুলো সব সময় অনেক সুন্দর হয়ে থাকে। অনেক নিখুঁতভাবে আপনি এই ম্যান্ডেলা আর্ট সম্পূর্ণ করেছেন। অনেক ধন্যবাদ এটা ভাগ করে নেওয়ার জন্য।
আমার বেশ ভালো লাগে এ ধরনের ম্যান্ডালা আর্ট করতে। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।
আপনার আর্ট গুলো অনেক সুন্দর হয়ে থাকে। আমি এরকম সুন্দর আর্ট গুলো যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই। আর্ট করতে হলে অনেক দক্ষতার প্রয়োজন হয়। আর আর্টগুলো নিখুঁতভাবে অঙ্কন করা লাগে। কারণ নিখুঁত ভাবে আর্ট অঙ্কন না করলে দেখতে সুন্দর লাগে না। আর এই জন্য একটু সময়ও লাগে। তবে সময় লাগলেও অঙ্কন করার পর সুন্দর লাগে।
আমি চেস্টা করি সময় নিয়ে সুন্দর করে করার। সময় নিয়ে করলে যে কোন আর্ট সুন্দর হয়। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।
গোলাপি রঙ দিয়ে ভীষণ সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আপনি তৈরি করেছেন। সুন্দর চোখে লাগার মত কারুকার্য। বেশ সুন্দর নিখুঁত হয়েছে আপনার ডিজাইন গুলি। এত সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট দেখে ভীষণ ভালো লাগলো।
ম্যান্ডালা আর্ট এর সৌন্দর্য নির্ভর করে এর নিখুতঁ ডিজাইন এর উপর। যত নিখুঁত ডিজাইন তত সুন্দর ম্যান্ডালা আর্ট। ধন্যবাদ ভাইয়া।
বৃত্তে রঙ্গিন ম্যান্ডালা অংকন করেছেন দেখে মুগ্ধ হয়েছি আপু। অনেক সুন্দর হয়েছে আর্ট। অনেক দক্ষতার সাথে এই আর্ট করেছেন আপু। ধন্যবাদ জানাই আপনাকে।
অনেক ধন্যবাদ ভাইয়া।