আর্টঃ বৃত্তে রঙ্গিন ম্যান্ডালা অঙ্কন ।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ২৩শে আষাঢ় আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি আর্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আর একটি নতুন ব্লগ নিয়ে হাজি্র হয়েছি। আজ একটি বৃত্তে ম্যান্ডালা আর্ট করেছি। আমি চেস্টা করি একই ধরনের ম্যান্ডালা আর্ট শেয়ার না করে ভিন্ন ভিন্ন ধরনের ম্যান্ডালা আর্ট শেয়ার করার।আর সব সময় একই ধরনের আর্ট শেয়ার না করে ভিন্ন ভিন্ন আর্ট শেয়ার করার চেস্টা করি। তাই কখন জল দিয়ে করা আর্ট শেয়ার করি কখন বা মধুবনী আর্ট, আবার কখনও বা মোম দিয়ে করা কোন আর্ট শেয়ার করার চেস্টা করি। আর সব মাধ্যমে করা আর্টটই আপনারা বেশ পছন্দ করেছেন। আর ভিন্ন ভিন্ন আর্ট করার ফলে বিভিন্ন ধরনের আর্ট এ কিছুটা হলেও আঁকতে পারছি। যা আমাকে বেশ আনন্দিত করে। তেমনই আজও বৃত্তে আঁকা ম্যান্ডালা আর্টটিও করার পর আমার বেশ ভালো লেগেছে। আশাকরি আপনাদেরও ভালো লাগবে।আজকের আর্টটি করতে ব্যবহার করেছি সাদা কাগজ,জেল পেন ও পেন্সিল কম্পাস । তাহলে চলুন দেখে নেয়া যাক, আর্টটি করার বিভিন্ন ধাপ গুলো।
প্রয়োজনীয় উপকরণ
১।সাদা কাগজ
২।গোলাপী রং এর জেল পেন
৩।পেন্সিল কম্পাস
৪।পেন্সিল
৫।চাঁদা
অংকনের ধাপ সমূহ
ধাপ-১
প্রথম সাদা কাগজের চারপাশে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি। পেন্সিলের দাগের মধ্যেই ম্যান্ডালা আর্টটি করবো।
ধাপ-২
প্রথম দাগের মাঝ বরাবর একটা সোজা দাগ দিয়ে নিয়েছি। সেই দাগ এর সাথে চাঁদার সাহায্যে কিছু বিন্দু দিয়ে নিয়েছি।
ধাপ-৩
বিন্দুকে যুক্ত করে কিছু রেখা টেনে নিয়েছি স্কেল দিয়ে।
ধাপ-৪
এবার কিছু বৃত্ত একে নিয়েছি রেখাগুলোকে যুক্ত করে। বৃত্তগুলোতে কালো ও গোলাপী জেল পেন দিয়ে কিছু ডিজাইন এঁকে নিয়েছি।
ধাপ-৫
আবারও কিছু বৃত্ত এঁকে নিয়েছি। এবং কিছু ডিজাইন এঁকে নিয়েছি কালো ও গোলাপী জেল পেন দিয়ে। এবং মাঝখানের ছোট বৃত্তটি গোলাপী জেল পেন দিয়ে ভরাট করে নিয়েছি।
ধাপ-৭***
সবশেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়ে বৃত্তে রঙ্গিন ম্যান্ডালা আর্টটি শেষ করেছি।
উপস্থাপন
আশাকরি ,আজকের বৃত্তে রঙ্গিন ম্যান্ডালা আর্টটি আপনাদের ভালো লেগেছে। আমার সবসময় চেষ্টা থাকে নতুন নতুন আর্ট করে আপনাদের সাথে শেয়ার করতে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
শ্রেনী | আর্ট |
---|---|
ক্যামেরা | Redmi Note 5A |
পোস্ট তৈরি | @selina 75 |
তারিখ | ২৭ শে জুন, ২০২৫ ইং |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
রঙ্গিন ম্যান্ডালা দেখতে খুবই চমৎকার লাগে। আর এই আর্টগুলো অনেক দক্ষতার সাথে করতে হয়। এই আর্টগুলো সময় নিয়ে করেছেন আপু। অসাধারণ হয়েছে দেখতে।
এ ধরনের ম্যান্ডালা আর্টগুলো সময় নিয়ে করতে হয় তবেই সুন্দর হয়। অনেক সময় লেগেছে আর্টটি করতে।
https://x.com/selina_akh/status/1942239114360967330
Link
https://x.com/selina_akh/status/1942241578749510107
https://x.com/selina_akh/status/1942141160715354370
https://x.com/selina_akh/status/1942240875607953434
https://x.com/selina_akh/status/1942242367463190861
@selina75, টাইটেলে অঙ্কন লেখাটা ঠিক করুন
নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আর্ট করলে আর্ট গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আপনার আজকের এই আর্টটা খুব সুন্দর লাগছে। দক্ষতার সাথে আপনি পুরোটা সম্পূর্ণ করেছেন বলে পুরোটা অনেক আকর্ষণীয় লাগছে। সত্যি জাস্ট মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম আপনার আজকের এই আর্ট দেখে। ধন্যবাদ সুন্দর একটা আর্ট শেয়ার করার জন্য।
একেবারেই ঠিক বলেছেন ভাইয়া। চেস্টা করে যাচ্ছি নিজের সৃজনশীলতা কাজে লাগিয়ে কাজ করেতে।
একেবারে অসাধারণ দেখা যাচ্ছে আপনার এই বৃত্তের মধ্যে তৈরি করা এত সুন্দর একটি আর্ট৷ যেভাবে আপনি আজকের চমৎকার আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একবারে মুগ্ধ হয়ে গেলাম৷ এখানে এই আর্ট তৈরি করার মধ্য দিয়ে আপনি আপনার আর্ট করার প্রতিভাকে যেভাবে ফুটিয়ে তুলেছেন৷ তার পাশাপাশি এখানে চমৎকার আর্ট আপনার কাছ থেকে দেখে অনেক বেশি ভালো লাগছে৷
অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।
আজকে আপনি বৃত্তের মধ্যে চমৎকার রঙিন ম্যান্ডালা আর্ট করেছেন। তবে আপনার ম্যান্ডালা আর্ট অসাধারণ হয়েছে। বিশেষ করে ছোট ছোট ডিজাইনগুলোর কারণে ম্যান্ডালা আর্ট চমৎকার হয়েছে। ধন্যবাদ এত চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ম্যান্ডালা আর্ট এর সৌন্দর্য নির্ভর করে এর ছোট ছোট ডিজাইন এর উপর। ধন্যবাদ ভাইয়া।