বৃত্তে সাদা কালো ম্যান্ডালা অংকন।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ১৯শে ভাদ্র,শরৎকাল, ১৪৩১ বঙ্গাব্দ। ৩ রা সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ।
বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য আজ অবিস্মরণীয় দিন।দুই ম্যাচ সিরিজের টেস্ট ক্রিকেটে, পাকিস্তানের মাঠে পাকিস্তান ক্রিকেট টিমকে ধবলধোলাই করে সিরিজ জিতে নিয়েছে। দেশের ক্রিকেট ভক্তদের মাঝে আন্দনের ফোয়ারা বয়ে যাচ্ছে। সেই সাথে সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটারদের অভিনন্দনের বন্যায় ভাসিয়ে দিচ্ছে মানুষ। পাকিস্তানের মাঠে পাকিস্তানকে হারিয়ে দেওয়ায় আমিও ভিষন খুশি। অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম। বন্ধুরা, আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি একটি সাদা কালো ম্যান্ডালা আর্ট পোস্ট নিয়ে।রঙ্গিন ম্যান্ডালা আর্ট গুলো করতে আমার যেমন ভালো লাগে তেমনই ভালো লাগে সাদা কালো ম্যান্ডালা আঁকতে।তাই আজ অনেকদিন পর সাদা কালো ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ আমি বৃত্তে সাদা কালো ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করবো। আমি ম্যান্ডালা আর্টটির মাঝখান প্রমিন্যান্ট করার জন্য ডিপ কাজ করেছি। এবং অন্যান্য বৃত্তের ডিজাইন গুলো হাল্কা করেছি।একটু ভিন্নতা আনতে।আজকের ম্যান্ডালা আর্ট করতে উপকরণ হিসাবে ব্যবহার করেছি সাদা কাগজ ও জেল পেন সহ অন্যান্য আরও কিছু উপকরণ। আশাকরি আজকের সাদা কালো ম্যান্ডালা আর্টটি আপনাদের ভালো লাগবে।
উপকরণ
১.সাদা কাগজ
২।পেন্সিল
৩।পেন্সিল কম্পাস
৪।কালো রং এর জেল পেন
৫। কালো রং এর জেল পেন।
অংকনের ধাপ সমুহ
ধাপ-১
প্রথমে সাদা কাগজের চারপাশে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি।দাগের ভিতরে বিভিন্ন সাইজের কিছু বৃত্ত এঁকে নিয়েছি।
ধাপ-২
ছোট বৃত্তটিতে কিছু ডিজাইন এঁকে নিয়েছি।
ধাপ-৩
এবার কিছু পাতার ডিজাইন এঁকে নিয়েছি অন্য বৃত্ততিতে।
ধাপ-৪
অন্যান্য বৃত্তগুলোতে বিভিন্ন ডিজাইন এঁকে ভরাট করে নিয়েছি। এবং কালো রং এর সাইন পেন দিয়ে বিভিন্ন জায়গায় কিছু ডিজাইন করে নিয়েছি।
ধাপ-৫
সব শেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে সাদা কালো ম্যান্ডালা আর্টটি শেষ করেছি।
উপস্থাপনন
আশাকরি আজকের ভিন্ন ভাবে করা সাদা কালো ম্যান্ডালা আর্টটি আপনাদের ভালো লেগেছে।আমি সব সময় চেষ্টা করি নতুন নতুন ধরনের ম্যান্ডালা শেয়ার করতে।আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।
পোস্ট বিবরণ
শ্রেনী | ম্যান্ডালা |
---|---|
ক্যামেরা | Samsung A-10 |
পোস্ট তৈরি | @selina 75 |
তারিখ | ৩রা সেপ্টেম্বর, ২০২৪ |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
অনেক বেশি সুন্দর দেখতে একটা ম্যান্ডেলা আর্ট আপনি অঙ্কন করেছেন। বৃত্তের এই ম্যান্ডেলা আর্ট দেখতে আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। অনেক নিখুঁত নিখুঁত ডিজাইন আপনি অংকন করেছেন। আর্টটি দেখেই বোঝা যাচ্ছে কতটা সময় লেগেছিল এটা করতে। সময় নিয়ে এবং ধৈর্য ধরে যদি সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট গুলো অঙ্কন করা হয়, তাহলে দেখতেও দারুন লাগে। আপনার আজকের এই ম্যান্ডেলা আর্ট সত্যি একেবারে চোখ ধাঁধানো হয়েছে।
জি আপু সময় কিছুটা লেগেছে। ছোট ছোট ডিজাইন করেছি তো। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
Upvoted! Thank you for supporting witness @jswit.
এরকম ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে আমার অনেক ভালো লাগে। বৃত্তের মাঝে খুব সুন্দর ভাবে একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। এত সুন্দর একটি ম্যান্ডেল আর্ট করে আমাদের মাঝে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
ম্যান্ডেলা আর্ট সবসময়ই ব্যতিক্রমী আর্ট এবং খুবই কষ্টসাধ্য। আপনার আর্ট দেখে ভাবি ট্রাই করব। কিন্তু সময়ই করতে পারিনা।
খুবই সুন্দর হয়েছে আপু।
সময় বের করে একদিন আঁকে। এরপর সময় এমনিতেই হয়ে যাবে। মতামতের জন্য ধন্যবাদ ভাইয়া।
দেখি চেষ্টা করে।
বৃত্তে সাদা কালো ম্যান্ডালা অংকন অনেক সুন্দর হয়েছে, দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আপনি খুবই দক্ষতার সাথে এই চিত্রটি অংকন করেছেন দেখে ভালো লাগলো।
আমি চেস্টা করেছি সুন্দর করে আকঁতে। মন্তব্যের জন্য ধন্যবাদ।
বৃত্তে সাদা কালো ম্যান্ডালা অংকন অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আপনি খুবই দক্ষতার সাথে এই মেন্ডেলা চিত্র অঙ্কন করেছেন। চিত্রটি দেখতে অনেক ভালো লাগছে।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।
আপু আপনি বৃত্তের ভিতরে খুব সুন্দর একটি সাদা কালো ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের আর্ট করতে যথেষ্ট সময় ও ধৈর্যের প্রয়োজন। অনেক দিন হয়েছে আমার এই ধরনের আর্ট শেয়ার করা হয় না। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
জি আপু কিছুটা সময় লাগলেও আঁকার পর বেশ ভালো লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
বৃত্তের মাঝে অনেক সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার তৈরি করা এই ম্যান্ডেলা আর্ট আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ম্যান্ডেলা আর্টে অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকে তাই এটা দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে।
ঠিক তাই যত সুন্দর ডিজাইন করা যায় ম্যান্ডালা আর্ট দেখতে তত সুন্দর হয়। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।
খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার চমৎকার এই ম্যান্ডেলা আর্ট দেখে আমি মুগ্ধ হয়েছি। দারুন ভাবে উপস্থাপন করেছেন আপনার মেন্ডেলা। এজাতীয় সার্কেল মেন্ডেলাগুলো খুবই ভালো লাগার।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
বৃত্তের মধ্যে দারুন ম্যান্ডেলা আর্ট করেছেন আপু। এ ধরনের আর্ট গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে এই আর্ট গুলো তৈরি করতে অনেক সময় প্রয়োজন হয়। আপনি খুবই ধৈর্য সহকারে নিখুঁতভাবে আর্ট সম্পন্ন করেছেন। শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।
সময় যদিও বেশি লাগে তবে আঁকার পর বেশ ভালো লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।