ম্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদ ||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আজ আমি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা যারা ফুটবল খেলা দেখি তারা জানি গতকাল ইউএফা চ্যাম্পিয়নস লিগের দুইটি খেলা ছিলো ২য় লেগের। খেলা দুটি একই সময়ে অর্থাৎ বাংলাদেশ সময় রাত একটায় শুরু হয়। এরমধ্যে সব থেকে হাইপ তোলা ম্যাচ ছিল ম্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদ। আজ আমি আপনাদের মাঝে ম্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচটির রিভিউ করবো। আশা করি আপনাদের ভাল লাগবে। তো চলুন বেশি দেরী না করে শুরু করা যাক।


Screenshot_2024-04-18-02-55-03-40_c2c9cd58bdcdc6af12ff96e9d3357e26.jpg
স্ক্রিনশট: Sportzfy.tv

খেলাটি শুরু হয় বাংলাদেশ সময় রাত একটায়। আমি আমার মোবাইলে খেলাটি দেখি। খেলা শুরু হওয়া থেকেই দুই দলই খুব চমৎকারভাবে খেলছিল। এটি ছিল ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের দ্বিতীয় লেগের খেলা। প্রথম লেগটি রিয়াল মাদ্রিদের হোম গ্রাউন্ডে হয়েছিল। এই ম্যাচটি তিন তিন গোলে ড্র হয়। গতকাল দ্বিতীয় লেগ অর্থাৎ এই ম্যাচটিতে যে জিতবে সে সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করবে এবং যেই দল হারবে সেই দল আউট হয়ে যাবে। এই খেলাটি ম্যানচেস্টার সিটির হোমগ্রাউন্ডে খেলা হয়।

খেলার শুরুতেই মাদ্রিদ এটাকে যায় এবং ম্যাচের মাত্র ১২ তম মিনিটে রিয়াল মাদ্রিদের হয়ে ম্যাচের প্রথম গোল করে রদ্রিগো। রদ্রিগোর গোলে রিয়াল মাদ্রিদ লিডে যায়। এরপর থেকে ম্যানচেস্টার সিটি একটির পরে একটি সুন্দর অ্যাটাক দিচ্ছিল কিন্তু শেষমেশ গোলের দেখা পাচ্ছিল না। ম্যানচেস্টার সিটি হয়ে কে ডি ব্রুইনে চমৎকার খেলছিলো। সিটির একটি এটাক গোলবারে লাগে ও বেশ কিছু এটাক রিয়াল মাদ্রিদের লুনিন গোলকিপার সেভ দেয়। এভাবেই প্রথম অর্ধের খেলা শেষ হয়ে যায়। প্রথম হাফে ফলাফল থাকে রিয়াল মাদ্রিদ ১ ও ম্যানচেস্টার সিটি ০।


Screenshot_2024-04-18-01-16-16-00_c2c9cd58bdcdc6af12ff96e9d3357e26.jpg

Screenshot_2024-04-18-01-50-12-54_c2c9cd58bdcdc6af12ff96e9d3357e26.jpg

এরপর শুরু হয় সেকেন্ড হাফের খেলা। সেকেন্ড হাফে ম্যানচেস্টার সিটি পুরোপুরি ভাবে রিয়াল মাদ্রিদ ডোমিনেট করছিল। রিয়াল মাদ্রিদ পুরোপুরি ডিফেন্সিভ ও ম্যানচেস্টার সিটি পুরোপুরি এটাকিং খেলছিল। রিয়াল মাদ্রিদের ১১ টি প্লেয়ারি ডিফেন্সিফ খেলছিল। তাই ম্যানচেস্টার সিটির প্রতিটি অ্যাটাক গোলের দেখা পাচ্ছিল না। ম্যানচেস্টার সিটি একটি পর একটি অ্যাটাক দিয়েই যাচ্ছিলো। সবশেষে ম্যাচের ৭৬ তম মিনিটে কে ডি ব্রুইনে একটি চমৎকার গোল করে নিজের দলকে সমতায় ফেরায়। এরপর সিটি আরো বেশি এটাকিং খেলে কিন্তু আর গোলের দেখা পায় না। ফুল টাইম শেষে স্কোর দাঁড়ায় সিটি ১ মাদ্রিদ ১।


Screenshot_2024-04-18-02-35-18-99_c2c9cd58bdcdc6af12ff96e9d3357e26.jpg

Screenshot_2024-04-18-02-55-03-40_c2c9cd58bdcdc6af12ff96e9d3357e26.jpg

এরপর শুরু হয় এক্সট্রা টাইম এর খেলা। এক্সট্রা টাইমেও সিটি মাদ্রিদ এর উপর ডোমিনেট করছিলো। মাদ্রিদকে এতো ডিফেন্সিভ খেলতে আগে কখনো দেখিনি। কালকে মাদ্রিদ পুরোপুরি ভাবে ডিফেন্সিফ খেলছিলো। এক্সট্রা টাইমেও সিটি বেশ কয়েকটি এটাক দেয় কিন্তু গোলের দেখা পায়না। এক্সট্রা টাইমের পরেও দুই দল কোনো গোলের দেখা পায় না। সিটি মাদ্রিদের উপর এতোটাই ডোমিনেট করেছিলো যে সিটির টোটাল শট ছিলো ৩৩ টা যেখানে মাদ্রিদের মাত্র ৮ টা, সিটির পায়ে ৬৮% বল ও মাদ্রিদের পায়ে ৩২%। সিটির টোটাল পাস ছিলো ৯২০ টা আর মাদ্রিদের টোটাল পাস মাত্র ৪৫৭ টা। সিটির পাস একুরেসি ৯১% ও মাদ্রিদের ৮১%, সিটির কর্ণার ১৮ টা এবং মাদ্রিদের মাত্র ১টা। এতোকিছুর পরেও ১-১ গোলে ম্যাচটি ড্র হয় এবং ম্যাচটি পেনাল্টিতে গড়ায়।


Screenshot_2024-04-18-03-38-32-50_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

পেনাল্টিতে ম্যানচেস্টার সিটির হয়ে প্রথমেই বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ফুটবলার আলভারেজ সিটির হয়ে প্রথম গোলটি করে। এরপর মাদ্রিদের হয়ে মদরিচ আসে পেনাল্টি মারতে এবং সেই পেনাল্টিতে মিস হয়ে যায়। এরপর ম্যানচেস্টার সিটির সিলভা মিস করে। পেনাল্টিতে মাদ্রিদের গোলকিপার ২ টা সেভ দেয় ও সিটির গোলকিপার মাত্র ১ টা সেভ দেয়। এর ফলে পেনাল্টিতে ৩-৪ গোলে ম্যানচেস্টার সিটি হেরে যায় ও রিয়াল মাদ্রিদ জয়লাভ করে। এই জয়লাভের মাধ্যমে রিয়াল মাদ্রিদ সেমিফাইনালে পৌঁছে যায় ও ম্যানচেস্টার সিটি ইউসিএল থেকে আউট হয়ে যায়।


Screenshot_2024-04-18-03-42-05-83_c2c9cd58bdcdc6af12ff96e9d3357e26.jpg

Screenshot_2024-04-18-03-43-49-37_c2c9cd58bdcdc6af12ff96e9d3357e26.jpg


IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ম্যানচেস্টার সিটির জন্য এটা খুবই দুঃখের একটা বিষয়। কারণ তারা নিজেদের ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়ে নিল। আমি এটা কোনভাবেই আশা করেছিলাম না যে তারা কালকের খেলাটা তে হেরে যাবে।

 last year 

ম‍্যানসিটির কোন খেলোয়ার কে আমার ভয় লাগে না। কিন্তু ভয় লাগে শুধুমাত্র কেভিন ডি ব্রুইনা রে। গতকাল ম‍্যাচে ও সেটাই করল যেটার ভয় পাচ্ছিলাম। ট্রাইব্রেকারে যাওয়ার পর তো একেবারে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। দারুণ একটা ম‍্যাচ হয়েছিল। এইজন্যই হয়তো বলা হয় রিয়াল মাদ্রিদ এবং চ‍্যাম্পিয়ন লীগ একে অপরের সমার্থক শব্দ।

 last year 

ম্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদের ফুটবল ম্যাচটি অত্যন্ত জমজমাট এবং উত্তেজনাকর একটি ফুটবল ম্যাচ ছিল। প্রথমে মনে হয়েছিল হয়তো রিয়াল মাদ্রিদ খেলায় জিতে যাবে কিন্তু শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটি দারুণভাবে খেলায় ফিরে আসে। কিন্তু পেনাল্টিতে ম্যানচেস্টার সিটি শেষ রক্ষা করতে পারেনি।