ব্যাস্ত সময় পার করছি
উৎসব কিন্তু শেষ হয়ে গিয়েছে দুদিন আগে, তবে আমার এখনো ব্যস্ত কমে নি। কারণ আমি অহেতুক ব্যস্ত থাকি ছোট ছোট কাজে। যাইহোক এসবের মাঝেই আবার আমি আনন্দ খুঁজে পাই। এইসব কাজ করতে ভালোই লাগে, কারণ দিন শেষে যখন আমি কোন কাজ করতে পারি কারো জন্য, তখন মনের ভিতর আলাদা একটা প্রশান্তি কাজ করে।
আপাতত আমার ঘোরাঘুরি সব বন্ধ ও বাহিরে যাওয়া মোটামুটি নিষেধ। কিন্তু আমার ছোট বোন ও পরিবারের লোকজন তারা কিন্তু থেমে নেই, তারা মোটামুটি আত্মীয়-স্বজনের বাড়িতে যাচ্ছে এবং তারা ঈদ আনন্দ উদযাপন করছে।গতকাল আমাদের পরিবারের সদস্যরা আমার নানু বাড়িতে বেড়াতে গিয়েছিল এবং আমার ছোট বোন খুব ব্যস্ত হয়ে গিয়েছে আমার কাছে। কারণ সে সাজুগুজু করতে পছন্দ করে। আর তাই তাকে সাজুগুজু করানোর জন্য আমি অনেকটা ব্যস্ত সময় পার করছিলাম।
একটা সময় আমার নিজেরই সাজুগুজু করার প্রতি ভীষণ আগ্রহ ছিল, কিন্তু সময়ের পরিক্রমায় সবকিছু কেন জানি ফ্যাকাসে হয়ে গিয়েছে। এখন আর নতুন করে সাজুগুজু করতে ভালো লাগে না, তবে মানুষকে সাজাতে আমার ভীষণ ভালো লাগে। যাইহোক গতকাল মনের মাধুরী মিশিয়ে আমি চেষ্টা করছিলাম আমার ছোট বোনকে সাজানোর জন্য এবং তাকে সাজানোর পরে সে মোটামুটি অনেকটা খুশি হয়েছে এবং অবশেষে তারা নানু বাড়ি বেড়াতে গিয়েছিল। আমার প্রতিদিনকার সময় গুলো ঠিক, এই ভাবেই কোনো না কোনো ছোটখাটো ব্যাস্ততার ভিতর দিয়ে কেটে যাচ্ছে। আর এভাবেই নিজেকে ব্যস্ত রাখছি আমি।





খুব সুন্দর পোস্ট