রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি।

in আমার বাংলা ব্লগ7 months ago

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ৪ সেপ্টেম্বর, বুধবার, ২০২৪ খ্রিঃ



কভার ফটো

FunPic_20240904_234404874.jpg

কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি বর্তমানে লেভেল চারে আছি, আমি এখন থেকে আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করবো। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আমার বাংলা ব্লগের সবাই নিজের সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটি প্রকাশ করে এটা দেখতে ভীষণ ভালো লাগে। আমার কাছে রঙিন কাগজ দিয়ে তৈরি ওয়ালমেট গুলো ভীষণ ভালো লাগে । কিছুদিন আগে বাড়িতে গিয়ে রঙিন কাগজ দিয়ে সুন্দর ওয়ালমেট তৈরি করেছিলাম। আমি আজকে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে শুরু করি।



উপকরণ সমূহ :

Gallery_1725469433368.jpg

▪️ রঙিন কাগজ
▪️ পেন্সিল
▪️ আঠা
▪️ কার্ডবোর্ড
▪️ কাঁচি



ধাপ-১

Gallery_1725469371637.jpg

প্রথমে নীল এবং কমলা রঙের কয়েকটি কাগজ কে বর্গাকৃতির করে কেটে নিয়েছি।



ধাপ-২

FunPic_20240904_234912920.jpg

কাগজ গুলোকে ভাঁজ করে তার ওপরে পেন্সিল দিয়ে সুন্দর করে ফুলের পাপড়ি আকৃতি করে এঁকে নিয়েছি।



ধাপ-৩

Gallery_1725469444232.jpg

তারপর প্রত্যেকটি কাগজ কেটে ফুল তৈরি করে নিয়েছি।



ধাপ-৪

Gallery_1725469484504.jpg

বর্গাকার করে কেটে রাখা কয়েকটি কাগজকে ভাঁজ করে মুড়িয়ে গোল করে দুই প্রান্তে আঠা লাগিয়ে নিয়েছি। বড় আকৃতির একটি ফুল তৈরি করার জন্য।



ধাপ-৫

Gallery_1725469360041.jpg

গোল গোল সেভ করে রাখা দুটি কাগজকে আঠার সাহায্যে একসাথে লাগিয়ে নিয়েছি।



ধাপ-৬

Gallery_1725469382149.jpg

তারপর সবগুলোকে একটি কার্ডবোর্ডের উপর আঠার সাহায্যে লাগিয়ে এক ধরনের ফুল তৈরি করে নিয়েছি।



ধাপ-৭

Gallery_1725469419493.jpg

তারপর একটি নীল পেপার এর একপাশ থেকে চিকন চিকন করে লম্বালম্বি তিন টুকরো কাগজ কেটে নিয়েছি। কাগজগুলোকে তৈরীর এক করে রাখা ফুলের সাথে আঠার সাহায্যে জুড়ে দিয়েছি। নিচে গোল সেভ আকৃতির ফুলগুলো লাগিয়ে নিয়েছি। তার উপরে ছোট ছোট করে তৈরি করে রাখা সুন্দর ফুল গুলো আঠার সাহায্যে লাগিয়ে নিয়েছি।



শেষধাপ

Gallery_1725469334748.jpg

এটাই ফাইনাল আউটপুট।



ছবির বিবরণ

ডিভাইস: ভিভো ওয়াই-২০
ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
তারিখ: ১০ ই জুলাই ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 7 months ago 

রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর ওয়ালমেট তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করা আসলেই অনেক কঠিন কাজ। রঙিন কাগজের জিনিস তৈরি করতে আসলেই অনেক বেশি সময় লাগে।

 7 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 7 months ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর দেখতে একটা ওয়ালমেট তৈরি করেছেন আপনি। আপনার তৈরি করা এই ওয়ালমেট দেখতেও আমার কাছে খুব ভালো লেগেছে। এরকমভাবে ওয়ালমেটগুলো তৈরি করে যদি ঘরের দেয়ালে লাগানো হয়, তাহলে ঘরের সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়। পুঁতি গুলো বসানোর কারণে আরো সুন্দর লাগছে এই ওয়ালমেট দেখতে। আপনি যদি এভাবে প্রতিনিয়ত চেষ্টা করেন, তাহলে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারবেন রঙিন কাগজ দিয়ে।

 7 months ago 

আমার তৈরি ওয়ালমেটটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপু।

 7 months ago 

আমার কাছে পুরোটাই খুব সুন্দর লেগেছে। আপনি সত্যি অনেক সুন্দর ওয়ালমেট তৈরি করতে পারেন। আসলে চেষ্টা করার ফলে সবকিছুই সম্ভব হয়। আর তেমনি আপনি প্রতিনিয়ত চেষ্টা করার কারণে সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করতে পারছেন। এভাবে যদি চেষ্টা করেন, তাহলে আরো অনেক সুন্দর ওয়ালমেট তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। ধন্যবাদ আপু সুন্দর একটা ওয়ালমেট তৈরি করে শেয়ার করার জন্য।

 7 months ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 7 months ago 

রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করা অনেক ধৈর্যের ব্যাপার। খুব ভালো লাগলো আপনার আজকের রঙিন কাগজের ওয়ালমেট টা দেখে। চমৎকারভাবে তৈরি করেছেন পুরো ওয়ালমেটটা। রঙিন কাগজের কালার কম্বিনেশনটাও বেশ ভালো লাগছে দেখতে। আপনাকে ধন্যবাদ তৈরি করে শেয়ার করার জন্য।

 7 months ago 

ঠিকই বলেছেন আপু রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু তৈরি করা অনেক ধৈর্যের ব্যাপার। আমার তৈরি করা ওয়ালমেটটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ধন্যবাদ আপু।

 7 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি রঙিন কাগজের ওয়ালমেট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে রঙিন কাগজ দিয়ে যেকোনো ধরনের ওয়ালমেট তৈরি করতে হলে বেশ ধৈর্যের প্রয়োজন হয়। এ ধরনের ওয়ালমেট গুলো ঘরের দেওয়ালে টাঙিয়ে রাখলে দেখতে বেশ ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 7 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 7 months ago 

বাহ আপনি তো রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনারও বানানো ওয়ালমেট অসাধারণ হয়েছে। এই ওয়ালমেট যদি ঘরের মধ্যে সাজিয়ে রাখেন দেখতে বেশ ভালো লাগবে। সত্যি বলতে আপনার ওয়ালমেট তৈরি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ওয়ালমেট বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 7 months ago 

আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে।

"🌟 Great job on creating such a wonderful content! 💫 Your dedication to improving the Steem ecosystem is truly inspiring! 🤩 To help us continue our mission, please consider voting for me, xpilar.witness, by going to https://steemitwallet.com/~witnesses. 🙏 With your support, we can keep working together to grow and succeed as a community! 💕 Let's do this! 🔥"

 7 months ago 

রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন আপনি। নীল রঙে রঙিন কাগজ দেখতে আরো বেশি সুন্দর লাগছে। নীল লাল রঙের কম্বিনেশনে তৈরি করা ওয়ালমেট অসাধারণ হয়েছে। এ ধরনের ওয়ালমেট গুলো ঘরে দেয়ালে সাজালে দেখতে অনেক বেশি সুন্দর লাগে।

 7 months ago 

হ্যাঁ আপু এ ধরনের ওয়ালমেট গুলো ঘরের দেওয়ালে সাজিয়ে রাখলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি এ ধরনের ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগে। আপনি রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু। যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ সুন্দর একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।