আমার গাছের গোলাপ ফুল

গোলাপ একটি সুন্দর ফুল এমন কেউ নেই ফুলকে ভালোবাসে না ..

গোলাপকে ফুলের রানী বলে আমাদের দেশে সমর্থন করা হয়। আর এই গোলাপি হচ্ছে ভালবাসার প্রতীক। পৃথিবীতে এমন কোন মানুষ নেই যারা গোলাপকে ভালোবাসে না। পৃথিবীর সকল মানুষ গোলাপকে ভালোবেসে
20180621_182405.jpg

লাল গোলাপ- প্রেমের কবিতা, গল্পে বার বার ঘুরে ফিরে এসেছে রক্ত গোলাপের কথা। সৌন্দর্য, ভালবাসার প্রতীক লাল গোলাপ। সময়ের সঙ্গে সঙ্গে প্রেমের ধরণ বদলে গেলেও প্রেম নিবেদনের ভাষা হিসেবে লাল গোলাপের আবেদন চিরন্তন।

Sort:  
 2 years ago 

আমার বাংলা ব্লগে পোস্ট করতে হলে সর্বপ্রথম একটি পরিচিতিমূলক পোস্ট করতে হবে। আর অবশ্যই সেই পোস্ট ২৫০ শব্দের হতে হবে। তবে আমার বাংলা ব্লগ আমার বাংলা ব্লগের ভেরিফাইড মেম্বারের রেফার ছাড়া অন্য কোন মেম্বার বা অন্য মেম্বারদের রেফার গ্রহণ করে না ।
আশাকরি বুঝতে পেরেছেন।
আমাদের আরও দুটি কমিউনিটি আছে আপনি চাইলে সেখানে পোস্ট করতে পারেন।
কমিউনিটি লিংক ঃ
https://steemit.com/trending/hive-144064
https://steemit.com/trending/hive-183397