অন্তিম সূর্য কন্যা

IMG_20210627_215851.jpg

    ~অন্তিম সূর্য কন্যা
            ~ আলমগীর কবির 
            
 উদ্দীপ্ত চন্দ্রের মাঝেখুঁজি গো তোমারে।
 কিন্তু না দেখিতে পাই তোমায় চন্দ্রশেখরে।
 মেঘলা আকাশ তো তাই সবকিছু এলোমেলো।
 তব একটুখানি ফাঁক পেলেই খুজি তোমারে।

 আজ আমার আকাশটা মেঘে আচ্ছন্ন।
 সে উদ্দীপ্ত চন্দ্র কেউ হার মানিয়েছে।
 মেঘাছন্নতার কারনে তারকা আজি নিভু নিভু।

  নাও মোরে তুলি হে প্রভু,
  না দিতে লঙ্কার মোর গায়ে।
  নইলে মুছিবো  কেমনে একলঙ্ক!
  সূর্য কন্যার অভিমানে।
Sort:  
 4 years ago 

ভালো লিখেছেন আপনার জন্য শুভকামনা রইল।

অনেক ভালো হয়েছে

ধন্যবাদ আপনাকে। আপনাকে ফলো দিলাম। আশা করি আপনিও পাসে থাকবেন।

অবশ্যই

দিয়ে ফেলেন খুশি হবো ভাই

 4 years ago 

ভালো হয়েছে, তবে আরো বড় করা লাগবে এবং শুরুতে কিছু কথা লিখতে পারেন কবিতাটি সম্পর্কে, আপনি চাইলে আমার প্রোফাইল চেক করতে পারেন এবং আমার কবিতা শেয়ার করার স্টাইল অনুসরন করতে পারেন। ধন্যবাদ