আমাদের সময় লেভেল তিনের ক্লাস নিয়েছিলেন শ্রদ্ধেয় হাফিজুল্লাহ ভাইয়া। এখন দেখলাম সিয়াম ভাইয়া এই ক্লাস নিচ্ছেন। ক্লাসের শুরুতে সিয়াম ভাইয়ের সাবলীল নম্র ভদ্র ভাষায় ক্লাস শুরু করা, থেমে থেমে সুন্দরভাবে লেকচার শীট বুঝানোর ধরণটা যেন আমাকে মুগ্ধ করতে থাকলো। ক্লাসে চার জন নিউ মেম্বার ছিল। তার মধ্যে
@simransumon আমার পরিবার। এইজন্যই মূলত আমার এই ক্লাসে জয়েন্ট হওয়া। অনেকদিন যেহেতু ক্লাস করা নেই, তার প্রচেষ্টার পাশি আমারও পরিবারকে শিখাতে হবে। যেহেতু কয়টা দিন ধরে লেকচার শীট তাকে সুন্দর করে বুঝালাম। সে এরপর থেকে পড়তে থাকলো মাঝে মাঝে ভুল করছে আবার বোঝায়। কাঙ্খিত ক্লাসের দিন আসলো ক্লাসে সে জয়েন্ট হলো তাই আমিও জয়েন্ট হলাম। সিয়াম ভাইয়া শুরুতেই মার্ক ডাউন সম্পর্কে সুন্দর আলোচনা করতে থাকলেন। যেখানে কিভাবে বোল্ড ইটালিক, সাবস্ক্রাইব সুপার স্ক্রিপ্ট সেন্টার জাস্টিফাই ইত্যাদি কিভাবে করতে হয় ভিডিও ক্লাসের মাধ্যমে ধীরে ধীরে দেখাতে থাকলেন।
আমার মাঝে মাঝে ইচ্ছে করে লেভেলের ক্লাসে ঢুকে নিজেকে একটু ঝালাই করে নেই। অনেক মিস করি সেদিনগুলোকে যখন আমরা লেভেল থ্রিতে ছিলাম। স্কুলের মত আমরা নতুন করে পড়াশোনা শিখতে ছিলাম। লেভেল কে নিয়ে প্রফেসর বেশ সুন্দর করে সম্পূর্ণ ক্লাসটি আমাদেরকে বোঝানোর চেষ্টা করেন। ধন্যবাদ ভাইয়া পুরনো স্মৃতি মনে করে দেওয়ার জন্য।
বেশ ভালো লাগে পুরাতন দিনগুলো খুঁজে পাই এর মাঝে
আসলে আমার বাংলা ব্লগের যে চারটি লেভেল রয়েছে, সবগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো যদি কেউ যথাযথভাবে সম্পন্ন করে, তখন এ প্লাটফর্ম সম্পর্কে অনেকগুলো তথ্য তার জানা হয়ে যায়। আর অনেকদিন পর আপনি লেভেল তিনের ভিডিওর বিষয়বস্তু আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
যে চারটি লেভেল রয়েছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ লেভেল হচ্ছে লেভেল থ্রী। অনেকদিন পর এই লেভেলের ক্লাস করেছেন এটা জানতে পেরে খুবই ভালো লাগলো। তাহলে তো খুবই ভালো বিষয় দেখছি বউয়ের জন্য আপনি ক্লাস করতে পারলেন।
সেদিন ক্লাসে আমিও ছিলাম। আপনি দেখছি আজকে চমৎকার ভাবে লেভেল তিন এর ভিডিও ক্লাস দেখার অনুভূতি শেয়ার করেছেন। আপনার লেখা গুলো পড়ে ভীষণ ভালো লাগলো ভাইয়া। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
জি ভাই ক্লাসে আপনিও ছিলেন,ভেরিফাইড ইউজার আমরা দুজন উপস্থিত ছিলাম।