ব্যস্তময় একটা দিন
হাই বন্ধুরা!
কেমন আছেন সবাই? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাই-বোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ব্যস্তময় একটা দিনের বিস্তারিত আলোচনা করার জন্য। এ পোষ্টের মাঝে ব্যস্ততম গত রবিবার দিনের বেশ কিছু কার্যক্রম জানতে পারবেন।
Infinix Hot 11s
বেশ কিছুদিন ধরে খুব অসুস্থ অনুভব করছি। দীর্ঘদিন আব্বু অসুস্থ। তার জন্য ঢাকা শহরে বিভিন্ন হসপিটালে ফার্মেসিতে ছোটাছুটি করতে হয়েছে। একপ্রকার ক্লান্ত হয়ে পড়েছিলাম। দ্বিতীয়বারের মতো আব্বুকে বাড়িতে আনতেই বাসের মধ্য থেকে মাজার আঘাত অনুভব করলাম। কারণ আব্বাকে বাসের মধ্য থেকে কোলে করে উঠানো নামানোর কাজ করতে হয়েছিল আমাকে। যার জন্য মাজায় প্রচন্ড ব্যথা। এটা মূলত গ্যাসের ব্যথা অনুভব। ২০১৩ সালে আম গাছ থেকে পড়ে গেছিলাম। মাজায় একটু আঘাত পেয়েছিলাম। তখন কোন অনুভব হয়নি। কিন্তু এখন অনুমান করা হয় সে আঘাত লাগাটা একটু চাপ জাতীয় কাজ করলে ওখানে গ্যাসের প্রবলেম করে। যাই হোক, কি আর করার। সময়তে সময়তে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে এটাই স্বাভাবিক। অনেক খরচের পরে আব্বু এখনো পরিপূর্ণ সুস্থ হতে পারেনি।
তাই ব্যাংকে আব্বুর একাউন্ট থেকে কিছু টাকা উঠাতেই উপস্থিত হতে হয়েছিল যোড়পুকুর বাজারে। এই মুহূর্তে বেশ মজার ব্যথা অনুভব করছিলাম। তাই নিচে একটু বসে থেকে ভাইকে উপরে পাঠিয়েছিলাম বাকি দায়িত্ব পালন করার জন্য। অনেকদিন পর ব্যাংকের পাশে অবস্থান করে অতীতের অনেক স্মৃতি মনে করতে পারলাম। একটা সময় বেশি চলাচল ছিল এই বাজারে। এখন মাঝে মধ্যে মাছের খাবারের জন্য আসতে হয় এছাড়া আসা হয় না। ব্যাংকের নিকটে তো আশায় হয় না বললে চলে। এর আগে যতদিন উপস্থিত হয়েছি সুস্থ অবস্থায়। আর এই দিন উপস্থিত হলাম মাজার ব্যথা, এমন একটা অবস্থায়। কি আর করা যাবে। ভাইয়ের সাথে আসতে হলো। সে এক্সিডেন্ট করেছে তাকে একা পথে ছাড়া যাবে না। এদিকে ব্যাংকে টাকা পয়সার বিষয়।
ইতোমধ্যে মনে হল দুপুর বেলায় আবার ইনসুলিন দিতে হবে। দেড়টার সময় ইনসুলিন দেওয়া হয়। ব্যাংকে মানুষের ভিড়ের জন্য দেরী হলো। ভাইকে জানালাম আব্বার ইনসুলিন দেওয়ার সময় হয়ে গেছে। কোনরকম মোটরসাইকেলটাই উঠে বাড়ির দিকে রওনা দিলাম। ভাই মোটরসাইকেল নিয়ে এক্সিডেন্ট করেছে তার মোটরসাইকেলের হাত ব্রেক সহ বেশ কিছু ভাঙ্গা রয়েছে। নতুন মোটরসাইকেল চালকদের জন্য মোটরসাইকেলটা চালানো কঠিন হবে। কিন্তু আমার কাছে কঠিন না হলে কঠিন হচ্ছিল মাজা ব্যাথার জন্য। কোন রকম বাড়িতে আসলাম। এরপর আব্বাকে ডায়াবেটিসের ইনসুলিন পুশ করলাম। আবারো তিনচার কিলো পথ অতিক্রম করে বাজারে চলে গেলাম। এরপর অপেক্ষা করতে থাকলাম। কিছুক্ষণ পর কাজ শেষ হলো। সেখান থেকে মোটরসাইকেল যোগী রওনা দিলাম বামুন্দী বাজারের দিকে।
বামুন্দি বাজারে এসেই আব্বুর জন্য ঔষধ নিতে হলো দুই হাজার টাকার। সাত দিনের একুশটা এন্টিবায়োটিক সহ ডায়াবেটিস ও অন্যান্য বিষয়ের ঔষধ। এছাড়াও বাড়িতে থাকা কারেন্টের লাইট গুলো প্রায় নষ্ট হয়ে যাওয়ার পথে। বেশ কিছু কারেন্টের বাল্ব ও ভেতরের সরঞ্জাম কিনলাম যেন নষ্ট লাইট গুলো ঠিক করতে পারি। আপনারা হয়তো অনেকেই জানেন আমি দীর্ঘদিন তাতাল ব্যবহার করি নিজেদের প্রয়োজনে। এভাবে প্রয়োজনে কয়েকটা জিনিস কেনাকাটার পর চলে আসলাম মোটরসাইকেলের মেকানিক্স এর দোকানে।
মোটরসাইকেল টারে যে সমস্ত জিনিসগুলো ক্ষতি হয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করলাম। কিভাবে কি হলো না হলো সেগুলো মেকানিক্স ভাইকে জানালাম। মেকার ভাইটা অনেক দিন ধরে আমাদের পরিচিত। আপনি বেশ কিছু পরামর্শ দিলেন। এছাড়া ক্ষতি হয়েছে সে জিনিসগুলো ম্যানেজ করতে বললেন। এভাবেই মোটরসাইকেলের দোকানে অনেকক্ষণ অবস্থান করতে হলে আমাদের। অতঃপর চলে আসলাম একটি ডায়াগনস্টিক সেন্টারে।
আব্বুর পায়ে অপারেশন করার পর বুড়ো আঙ্গুলটা তো কেটে ফেলা হয়েছে কিন্তু পায়ের কব্জা থেকে নিচের অংশটা লাইনের বাইরে চলে গেছে। পায়ের সমস্যা সমাধান এখনো হয়নি তার মধ্যে আবার নতুন বিপদ পায়ের নিচের অংশ লাইনের বাইরে চলে যাওয়াটা। তাই এখানে ভালো মানের অর্থোপেডিক্স ডক্টর আরজুল্লাহ। উনার কাছ থেকে ভালোভাবে প্লাস্টার করে নিতে হবে এবং পায়ের অবস্থা জানতে হবে। তাই যোগাযোগ নিতে উপস্থিত হলাম কাঙ্খিত ডায়াগনস্টিক সেন্টারে। সেখানে বেশ কিছু তথ্য নিলাম এবং ডাক্তার সম্পর্কে অবগত হলাম। এরপর সব কিছু সমাপ্ত করে, ভাইকে সাথে নিয়ে বাড়িতে চলে আসলাম।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
পোস্ট বিবরণ
ব্লগার | sumon09 |
---|---|
ডিভাইস | Infinix Hot 11s |
লোকেশন | মেহেরপুর |
ক্যামেরা | 50mp |
দেশ | বাংলাদেশ |
পুনরায় কথা হবে পরবর্তী কোন ভ্রমণ বিষয়ক পোস্টে, ততক্ষণ ভালো থাকবেন সবাই। সকলের জন্য শুভকামনা রইল,আল্লাহ হাফেজ। |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
12-03-25
X-promotion
এটা আমাদের Dao Proposal। অবশ্যই সকলে ভোট দিবেন, কমিউনিটির সকলের জন্য এটা বাধ্যতামূলক। এ সম্পর্কিত সহজ টিউটোরিয়াল দেখুন এখানে -https://steemit.com/hive129948/@rex-sumon/dao-reserve-fund
ধন্যবাদ ভাইয়া। নিয়মিত কাজ করতে না পারায় এই বিষয়টা জানা ছিল না। আমি ভোট প্রদান করলাম। আমার নিকটস্থ অ্যাক্টিভ ও ইন-অ্যাক্টিভ সবাইকে ভোট প্রদানের জন্য অবগত করব।
প্রথম কয়েকটা ছবি দেখে খুব চেনা চেনা লাগলো জায়গাটা পরে আপনার পোস্ট করে জানলাম এটা জোড় পুকুর। এরপরে আপনি আবার গিয়েছিলেন বামুন্দি বাজারে। আপনার পোস্ট পড়ে জানলাম সত্যি ভীষণ ব্যস্ত দিন পার করেছেন। মোটরসাইকেল ভেঙে গেলে আগের মত গড়ে তোলা মুশকিল। আপনার আব্বুর জন্য অনেক অনেক সুস্থতা কামনা করছি। ধন্যবাদ ব্যস্তময় একটা দিন আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হ্যাঁ, তোমার নানার দোকানের কাছে বসে ছিলাম