ধারাবাহিকতা বজায় রেখে কাজ করলে সফলতা নিশ্চিত
আসসালামু আলাইকুম। শুভ দুপুর আমার বাংলা ব্লগ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই বেশ ভাল আছেন। আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভাল আছি। আমরা যেন সর্বদা ভালো থাকি সে কারণে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি।
আজ আপনাদের মাঝে সফলতা নিয়ে একটি পোস্ট লিখতে চাই। মূলত সফলতা পেতে হলে আমাদের ধারাবাহিকভাবে কাজ করতে হবে। চমৎকার এই ধারাবাহিকতা আমাদের জীবনকে পরিবর্তন করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
মূলত এই পৃথিবীতে আমরা সকলেই কাজের মাধ্যমে সফলতা অর্জন করতে চাই। আর আমাদের সেই কাঙ্ক্ষিত সফলতা এতটা সহজে ধরা দিতে চায়না। সফলতার শব্দটা অত্যন্ত সহজ হলেও এর সারমর্ম অনেক কঠিন। বিশেষ করে সফলতা আপনি যতই সহজে পেতে চান বিষয়টি আপনার কাছে তত বেশি কঠিন হয়ে যাবে। আর সেই কঠিন বিষয়কে আরও বেশি সহজ এবং সুন্দর করতে আপনাকে অবশ্যই ধারাবাহিকতা শব্দটির সাথে জড়িত হতে হবে।
বিশেষ করে সকল কাজ করার ক্ষেত্রে আপনাকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। অন্যান্য মানুষ কি করছে কিংবা না করছে সেই বিষয় দেখে আপনার কোন লাভ নাই। আপনি যে বিষয়ে প্রতি পারদর্শী সেই বিষয়ে প্রতি যদি আপনি ধারাবাহিকতা বজায় রাখেন এবং মনোযোগ দিয়ে কাজ করতে পারেন তবে আপনি আপনার কাঙ্খিত সফলতা অর্জন করতে পারেন। অন্যথায় সফলতার দ্বারপ্রান্তে আপনি কখনোই পৌঁছাতে পারবেন না।
বাংলায় একটি প্রবাদ রয়েছে, পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। তবে আপনি যদি সঠিক সময়ে কিংবা ধারাবাহিকভাবে পরিশ্রম না করেন তাহলে সেখান থেকে আপনি কখনোই সফলতা আশা করতে পারেন না। সফলতা পেতে চাইলে আপনাকে অবশ্যই যে কোন কাজকে ধারাবাহিকভাবে করতে হবে।
অন্যথায় আপনি যদি এলোমেলোভাবে কাজ করেন তাহলে সেখান থেকে সফলতা কামনা করা অত্যন্ত বোকামি হবে। কেননা, আপনি একদিন কঠোর পরিশ্রম করলেন এবং সেখান থেকে কিছু অর্থ ইনকাম করলেন। সেই ইনকাম কৃত অর্থের পরিমাণ বেশ ভালো ছিল। তবে আপনি একদিন পরিশ্রম করে যদি তিন দিন পরিশ্রম করা ছেড়ে দেন তাহলে আপনার সেই ইনকাম কৃত অর্থ শেষ হয়ে যাবে এবং আপনি আবারও পূর্বের অবস্থানে ফিরে যাবেন।
তার থেকে ভালো যে কোন কাজ আপনি ধারাবাহিকভাবে করুন। যদিও সেখানে বেতন কিংবা ইনকাম এর পরিমাণ কিছুটা কম তবে ধারাবাহিকভাবে করার ফলে সেখান থেকে আপনি কিছুটা অর্থ সঞ্চয় সুযোগ পাবেন।
সুতরাং
আজকের পোষ্টের মাধ্যমে আমি আপনাকে শুধুমাত্র একটি বিষয় অবগত করতে চাই। এলোমেলো কাজ করার থেকে ধারাবাহিকভাবে লেগে থাকুন এবং কাঙ্খিত সফলতা অর্জন করুন। কারণ ধারাবাহিকতা বজায় রাখার ভেতরে রয়েছে সফলতার মূল চাবিকাঠি।
অযথা এখানে সেখানে ঘোরাফেরা না করে কাঙ্খিত সফলতা পেতে আমাদের অবশ্যই একই স্থানে লেগে থাকা উচিত। লেগে থাকার পাশাপাশি যদি আমরা পরিশ্রমই হয়ে থাকি তাহলে আমাদের সফলতার চাবিকাঠি ঠেকানোর মতো কেউ নেই।
সুতরাং জীবনে সাকসেস হতে হলে অবশ্যই আমাদেরকে ধারাবাহিকভাবে কাজ করতে হবে। আমি মনে করি ধারাবাহিকতার মাঝে রয়েছে সফলতার মূল চাবিকাঠি।
VOTE @bangla.witness as witness

OR
|250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমি
আমি মোহাম্মদ আকাশ সরদার
। জাতীয়তা বাংলাদেশী। আমি ব্লগিং করতে অনেক বেশি ভালোবাসি। যদিও আর্ট আমার অনেক বেশি পছন্দ তবে আর্টওয়ার্ক কাজের জন্য আমার হাত একদম বাজে। ভ্রমণ এবং ফটোগ্রাফি আমার সব থেকে প্রিয় বিষয়। নতুন নতুন জায়গা ভ্রমণ এবং নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে বেশ ভালো লাগে। অসহায় মানুষদেরকে সাহায্য করতে পারলে মনের ভেতরে আনন্দ আসে। সততা এবং নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করতে চাই এবং সকলের প্রিয় ব্যক্তি হয়ে এই সমাজে বসবাস করতে চাই।
https://x.com/steemforfuture/status/1904807151044116984?t=tIfl0V2gEs0AdrzzPMRJ8Q&s=19
link
https://x.com/steemforfuture/status/1904807856945443327?t=YNmrTuwaG7tJRvlzndgiGQ&s=19
https://x.com/steemforfuture/status/1904809000270782928?t=1i7uDR87uR5niI3KHF9wWw&s=19
https://x.com/steemforfuture/status/1904809730943697259?t=tzb9p02rpu8BZWFUsKRA5Q&s=19