লাইফ স্টাইল - " রাজশাহীতে না গিয়ে ও রাজশাহীর আম পেলাম "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।
রাজশাহীতে না গিয়ে ও রাজশাহীর আম পেলামঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি লাইফ স্টাইল পোস্ট শেয়ার করে নিব।বন্ধুরা,এখন চলছে আম,কাঁঠালের মৌসুম।বাংলাদেশের সব জায়গাতেই এখন আম,কাঁঠালের ছড়াছড়ি।কাঁঠাল যেহেতু বাংলাদেশের জাতীয় ফল,তাই এই ফলটি সর্বসাধারনের নাগালের মধ্যে ই রয়েছে।আর আম ও বেশ ভালোই সস্তা।আর খেতে তো আরো বেশী সুস্বাদু।
এই আম আবার নানা রকমের ভিন্ন ভিন্ন টেস্টের হয়ে থাকে।নামের ভিন্নতার কারণে একেক রকমের আম একেক রকমের স্বাদের হয়।আম খেতে পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুব কমই আছে।যে মানুষ কোন ফল ই পছন্দ করেন না খেতে সেই মানুষটিও কিন্তু আম পছন্দ করেন।এই আম শহরের আনাচে কানাচে সর্বত্রই পাওয়া যায়। তবে আমরা এর আগেও একবার অনলাইন থেকে অর্ডার করে আম এনেছিলাম বাসায়।এবার আবার ও আম অর্ডার করে এনেছি।সত্যি বলতে অনলাইন থেকে অর্ডার করে নেয়া আমগুলো অনেক সুস্বাদু ছিল।তাই এবার ও অর্ডার করেছিলাম।
আমার শ্বশুরবাড়ির এক আত্মীয়ের পরিচিত একজন রাজশাহীতে আছেন।মূলত ওই লোকের মাধ্যমেই আমরা ঘরে বসে রাজশাহীর আম পেয়ে থাকি।এবার আমরা অর্ডার করেছিলাম রুপালী ও হাড়িভাঙা আম।লোকটি একটু কম পাকা আমই পাঠিয়েছিলেন।কারন আমরা ২৫ কেজি আম অর্ডার করি।এতো আম পাকা দিলে নষ্ট হয়ে যাবে।তাই তিনি কাঁচা পাকা মিলিয়ে আম পাঠিয়েছিলেন।আম গুলো খুবই সুস্বাদু লেগেছিল খেতে।ভেজালমুক্ত ফল খেতে যে খুব ই সুস্বাদু হয় তা না খেয়ে দেখলে কেউ বুঝতে পারবেন না।তাই আমাদের সবার উচিত ভেজালমুক্ত ফল খাওয়া ও সবাইকে খাওয়ানো।
আমাদের দেশে এবার প্রচুর আম হয়েছে।এরপরেও ব্যবসায়ীরা কেন যে আমের মধ্যে ফরমালিন মেশান আমি বুঝি না।দেশীয় ফল সব মানুষ তৃপ্তি নিয়ে খাবে তা না ভেজাল করতেই হয় এ দেশে।আর তাইতো পরিচিত মানুষ ছিল বলে দূর থেকে টাকা বেশী লাগলেও ভালো আম খেতে পেরেছি এজন্য আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে।দেশীয় ফল গুলো আমাদের সব সময় খাওয়া উচিত।সবাই ভেজালমুক্ত ফল খাবেন, সুস্থ থাকবেন।
আজ আর নয়।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।আবার হাজির হয়ে যাব নতুন কোন ব্লগ নিয়ে।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেনি | লাইফ স্টাইল |
---|---|
প্রয়োজনীয় ডিভাইস | Samsung A 20 |
ফটোগ্রাফার | @shimulakter |
স্থান | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
আম খেতে আমার কাছে বেশ ভালই লাগে আম আমার একটি পছন্দের ফল।রাজশাহীতে না গিয়েও আপনি রাজশাহীর ফরমালিনমুক্ত আম পেয়ে গিয়েছেন জেনে ভালো লাগলো। আসলে এখন যেভাবে ফরমালিনযুক্ত আম রয়েছে তা খাওয়ার থেকে না খাওয়াই আমি মনে করি উত্তম। আপনার পরিচিত লোক থাকায় খুব ভালো ও ফরমালিন মুক্ত আম পেয়েছেন ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আম খেতে খুবই ভালো লাগে। আর রাজশাহীর আমের টেস্ট অন্যরকমের। আপনার জন্য দারুন আম পাঠানো হয়েছে। আমগুলো খুবই লোভনীয় লাগছে।
রাজশাহীর আম খেতে আসলেই দারুণ লাগে। আমি প্রতি বছরই অর্ডার দিয়ে রাজশাহী থেকে আম এনে থাকি। এই বছরও রাজশাহী থেকে আম এনেছিলাম। বেশ ভালো লাগলো পোস্টটি দেখে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।