লাইফস্টাইলঃ আনন্দের ঈদ যাত্রা।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ১৫ই চৈত্র , বসন্তকাল ১৪৩১ বঙ্গাব্দ। ২৯শে মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করবো আপনাদের সাথে।
ঈদ সমাগত। দুই । তিন দিন পর ঈদ। পবিত্র ঈদুল ফিতর। এক মাস সিয়াম সাধনার পর মুসলিম ধর্মাবলম্বীদের জন্য কাঙ্ক্ষিত দিন, আনন্দের দিন। এই আনন্দের দিন পরিবারের সবার সাথে কাটানোর মজাই আলাদা। এই মজার কোন মাত্রা হয়না!!কর্মব্যস্ত জীবনে আপনজনের সাথে কাটানো সময় গুলো আসলেই মধুর। তাইতো ঈদ এলেই মানুষ ছুটে চলে যায় শিকড়ের টানে। আমিও আপনজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আজ গ্রামে চলে এসেছি। আর এই ঈদ যাত্রা নিয়েই আমার আজকের লাইফস্টাইল পোস্ট।
ঈদে বাড়ীতে ফেরা মানেই নানা ঝক্কি-ঝামেলা। রাস্তায় জ্যাম,টিকেট সংকট ও পরিবহনের সিডিউল বিপর্যয়। আমাদের দীর্ঘ দিনের এই চিরচেনা রুপ এবার নেই। সড়ক,রেল ও নৌপথ এবার অবাক করেছে! আজ পর্যন্ত এবারের ঈদ যাত্রা হয়েছে, মানুষের ঈদ আনন্দ যাত্রা। বাকি ১/২ দিন ঈদ যাত্রা মানুষের নিরানন্দ হবে না। আমি আশাবাদী। যারা আমার ব্লগ ফলো করেন, তারা জানেন ট্রেন যাত্রায় আমি কমফোর্ট ফিল করি। সেই কমফোর্ট ফিলের ধারাবাহিকতায় এবারো ঈদ যাত্রা ছিল ট্রেনেই।
২৮ তারিখ বিকেলে ৫ টায় ছিল আমাদের ট্রেনের সিডিউল টাইম। ঢাকার কমলাপুর ষ্টেশন থেকে। সিডিউল টাইমের আগেই ষ্টেশনে চলে আসি। ষ্টেশনের নিরাপত্তা ব্যবস্থা খুব কড়াকড়ি। টিকেট প্রদর্শন ছাড়া কেই প্লাটফর্মে টুকতে পারছে না। প্লাটফর্মে ঢুকে মনেই হচ্ছে না ঈদ সমাগত! লোকজনের ভীড় নেই। ডিসপ্লেতে দেখে জানতে পারলাম আমাদের ট্রেন চিলাহাটি এক্সপ্রেস ৫ নং প্লাটফর্মে থেকে ছাড়বে। যথারীতি ট্রেনে উঠে নির্দিষ্ট বগির নির্দিষ্ট সিটে আসন গ্রহণ করি। লক্ষণীয় বিষয় ট্রেনের স্টাফদের আচরণও বেশ আন্তরিক মনে হলো। সবচেয়ে অবাক যথাসময়ে ঠিক ৫ টায় চিলাহাটি এক্সপ্রেস ছেড়ে দিল গন্তব্যের দিক।
ট্রেনের মধ্যেই ইফতার করতে হয়েছে। সাথে রাতের খাওয়া দাওয়া। কেবিন ছিল বলে কোন সমস্যা হয়নি। আমাদের কেবিনে মোট ৪ জন। বাকী দুই সহযাত্রীও ছিল আন্তরিক। আমাদের গন্তব্য উত্তরের জেলা দিনাজপুরের পার্বতীপুর। বাকী দুজনের একজন নীলফামারীর সৈয়দপুরে অন্যজন নীলফামারীর ডোমারে। গল্পে গল্পে বেশ কেটে গেছে সময়। সিডিউল সময় অনুযায়ী রাত ১২.৪০ মিনিটে পার্বতীপুরে নামার কথা থাকলেও ৩৫ মিনিট লেটে রাত ১.১৫ মিনিটে সহযাত্রীদের কাছ থেকে বিদায় নিয়ে পার্বতীপুরে নেমে যাই। বাসায় এসে পৌঁছাতে রাত দুটো বেজে যায়। বলা চলে জীবনে প্রথম ঝামেলা মুক্ত ভাবে ঈদ যাত্রায় ট্রেন ভ্রমণ করলাম! বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ। আশাকরি তাদের এই সেবা অব্যাহত থাকবে। আজ এই পর্যন্ত। আবার দেখা হবে অন্যকোন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকুন- আনন্দে থাকুন। শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
শ্রেনী | লাইফস্টাইল |
---|---|
পোস্ট তৈরি | @selina 75 |
তারিখ | ২৯শে মার্চ, ২০২৫ ইং |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/selina_akh/status/1906037418261696921
link
https://x.com/selina_akh/status/1906031558915682790
https://x.com/selina_akh/status/1906027772998524971
https://x.com/selina_akh/status/1906021826297487678
https://x.com/selina_akh/status/1906021243310227490
উৎসব মানেই বাড়ি ফেরার আনন্দ। আর সেই পবিত্র ঈদ উৎসব উপলক্ষে আপনি বাড়ি গেলেন। আপনার ব্লগ পড়তে পড়তে দেখছিলাম আপনাদের দেশে জায়গার নাম গুলো কি মিষ্টি। পার্বতীপুর কমলাপুর। ট্রেনের ভেতরটা কিন্তু বেশ পরিস্কার এবং ছিমছাম দেখতে লাগছে। আশা করবো ঈদ আপনার খুব ভালো কাটবে। ভালো থাকবেন আপু সবাইকে নিয়ে।
আপু আপনি খুব সুন্দর ভাবে এবার ঈদ যাত্রা করতে পেরেছেন জেনে ভালো লাগবে। পরিবারের সবাই মিলে খুব সুন্দর সময় কাটাবেন আশাকরি। অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।