লাইফস্টাইল পোস্টঃ ঝটিকা সফরে রংপুর।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ২৬শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ। ৯ ই আপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করবো আপনাদের সাথে।
ঈদের পরের দিন এক ঝটিকা ট্যরে রংপুরে গিয়েছিলাম। পূর্ব পরিকল্পনা ছাড়া হঠাৎ যাওয়া।জরুরি একটি কাজে।সব মিলে ঘন্টা দু'য়েক অবস্থান ছিল রংপুরে। এই দু'ঘন্টা সময় কিভাবে কেটে গেছে বুঝতেই পারিনি।বাংলাদেশের উত্তরাঞ্চলে জেলা গুলোর মধ্যে অন্যতম প্রাচীনতম শহর রংপুর। এখন শুধু জেলা শহর নয় বিভাগীয় শহর।রংপুরের ইতিহাস সমৃদ্ধ ইতিহাস।বৃটিশ বিরোধী আন্দোলন, তেভাগা আন্দোলন, ভাষা আন্দোলন,মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন, সর্বশেষ বৈষম্য বিরোধী আন্দোলনেও রংপুর ছিল অগ্রভাগে। জরুরি কাজ সেরে আমার বরের বন্ধুদের সাথে আড্ডায় রংপুরের লড়াকু ইতিহাস জানতে পারি। একটি বিষয় এখানে উল্লেখ করার মত যে, মহান মুক্তিযুদ্ধের সময় প্রথম শহীদ হয় রংপুরে এবং সর্বশেষ হাসিনার পতন আন্দোলনেও প্রথম শহীদ ছিল রংপুরে। শহীদ আবু সাঈদ এর মৃত্যু বিশ্ববিবেক জাগ্রত করে এবং হাসিনার পতন ত্বরান্বিত করে।
এর আগেও বেশ কয়েকবার রংপুরে গিয়েছিলাম। রংপুর অনেক ব্যস্ততম শহর। সে তুলনায় রাস্তা গুলো আর একটু প্রসারিত হলে ভালো হত। বিশেষ করে মেইন রোড(ষ্টেশন রোড)! অবশ্য প্রথম যখন রংপুরে যাই তখন মেইন রোড আরো চিকন ছিল। তবে দিন দিন রংপুরের অট্টালিকা বাড়ছে ।অনেকটা পরিকল্পনার অভাবে এগিয়ে চলছে রংপুরের সম্প্রসারণ। অবশ্য পরিকল্পিত নগর আমাদের দেশে নেই বললেই চলে। রংপুরের আর দোষ কি!! আর একটি বিষয় খেয়াল করেছি রংপুর যেন অটো রিক্সার শহর। অবশ্য দেশের সব শহরের চিত্রই মনে হয় একই।
এবারের ঝটিকা সফরে ব্যস্ততার কারণে ছবি তুলতে পারিনি। ভাগ্যিস রংপুরের অন্যতম প্রাণকেন্দ্র শাপলাচত্বর ও রাস্তার ছবি তুলেছি তা না হলে তো পোস্টটি ছবি ছাড়াই দিতে হত! মাত্র দু'ঘন্টার জন্য হলেও বেশ জমজমাট কেটেছে প্রতিটি সেকেন্ড।যারা রংপুরে আসেননি তারা ঘুরাঘুরির প্লানে রংপুরকে রাখতে পারেন। তাজহাট জমিদার বাড়ী,ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ,চিকলির বিলসহ অন্যান্য দর্শনীয় স্থান গুলো আপনাদের ভালো লাগবে।সবচেয়ে ভালো লাগবে এখানকার মানুষের সরলতা। বন্ধুরা,আজ এই পর্যন্তই। শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
শ্রেনী | লাইফস্টাইল |
---|---|
পোস্ট তৈরি | @selina 75 |
তারিখ | ৯ই এপ্রিল, ২০২৫ ইং |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/selina_akh/status/1910023245409223119
রংপুরের দিকে তো কখনো যাওয়া হয়নি, আপনার ফটোগ্রাফি ও বর্ণনার মাধ্যমে কিছু তথ্য পেলাম। যদি ভবিষ্যতে কোন সময় রংপুর যাওয়া হয় তাহলে শাপলা চত্বর ঘুরে আসবো। ধন্যবাদ।
Link
https://x.com/selina_akh/status/1909975567879053672
https://x.com/selina_akh/status/1909975003082453403
https://x.com/selina_akh/status/1909973821651919357
Cmc
