লাইফস্টাইল-পুকুর পাড়ে গিয়ে অনেক সুন্দর সময় কাটালাম||

in আমার বাংলা ব্লগyesterday

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। সুন্দর সময় কাটাতে যেমন ভালো লাগে তেমনি সেই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে। তাই আজকে আমি একটি সুন্দর পোস্ট আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে।


পুকুর পাড়ে গিয়ে অনেক সুন্দর সময় কাটালাম:

IMG_20250825_212902.jpg
Device-OPPO-A15
Location


মাঝে মাঝে ঘুরাঘুরি করতে অনেক ভালো লাগে। বিশেষ করে ভালো লাগার জায়গা গুলোতে বারবার যেতে ভালো লাগে। আমি কয়েকদিন আগে এই জায়গাগুলোতে অনেক গেলেও এখন যা হয় না। আগেও এই জায়গাগুলোতে অনেক গিয়েছি। কিন্তু সময়ের সাথে সাথে কেন জানি আর যাওয়া হয় না। মনে হয় অনেকদিন পর এই সুন্দর জায়গাটিতে গেলাম। আমার বাসা থেকে খুব কাছে পুকুরটি অবস্থিত।


IMG_20250825_213107.jpg
Device-OPPO-A15
Location


মাঝে মাঝে সময় পেলে কোথাও যেতে ইচ্ছা করে। আর কোথাও যেতেও অনেক বেশি ভালো লাগে। কিন্তু সেভাবে আর সময় এখন হয় না। অনেকদিন পর যখন সুযোগ পেয়েছি তাই ভাবলাম একটু ঘুরে যাই। যদিও অন্য একটি প্রয়োজনে সেখানে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর ভাবলাম একটু ঘোরাঘুরি করলে অনেক ভালো লাগবে। আর আবহাওয়াটাও অনেক বেশি দারুন ছিল। তাই তো ঘুরতে বেশি ভালো লেগেছিল।


IMG_20250825_212838.jpg
Device-OPPO-A15
Location


সুন্দর এই জায়গাটিতে বিশেষ আকর্ষণ হল মাঝখানের পুকুর। বিশাল বড় সাইজের এই পুকুরের চারপাশে সুন্দর করে ফুল গাছ লাগানো হয়েছে। সেই সাথে অনেক সুন্দর ভাবে বসার বিভিন্ন জায়গা তৈরি করা হয়েছে। সবাই তো সুন্দর সময় কাটানোর জন্য সেখানে ঘুরতে যায়। পুকুর পাড়ের সৌন্দর্যটা দেখতে অনেক বেশি ভালো লাগে। আমি যখন সময় পাই তখনই ঘুরতে যাই। তবে এবার অনেক দিন পর গিয়েছিলাম।


IMG_20250825_212800.jpg
Device-OPPO-A15
Location


সুন্দর জায়গা গুলোর প্রতি সবার অনেক বেশি আগ্রহ থাকে। আর আমিও মাঝে মাঝে সময় পেলে এরকম জায়গায় ঘুরতে যাই। খোলামেলা আবহাওয়া আর সুন্দর পরিবেশ সবকিছুই ভালো লাগে। আর এরকম জায়গা গুলোতে হেঁটে বেড়াতে অনেক বেশি ভালো লাগে। আমি অনেকটা সময় সেখানে কাটিয়েছিলাম।


IMG20250824124206.jpg
Device-OPPO-A15
Location


চারপাশের ফুলের গাছ আর সৌন্দর্য সবকিছু সবাইকে মুগ্ধ করে। তাই তো মানুষ সেখানে ঘুরতে চলে যায়। আমিও সেখানে ঘুরতে গিয়ে অনেক সুন্দর একটি সময় কাটিয়েছিলাম। আর এরকম জায়গাগুলোতে গেলে অন্য রকমের ভালো লাগা তৈরি হয়। সুন্দর এই জায়গার সৌন্দর্য যেমন ভালো লেগেছে তেমনি প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে অনেক ভালো লেগেছে। সব মিলিয়ে দারুন সময় কাটিয়েছিলাম।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 yesterday 

1756137660057.png

 2 hours ago 

বড় পুকুর পাড়ে ঘুরতে গেলে এমনিতে ভালো লাগে। আর আপনি বড় পুকুর পাড়ে ঘুরতে গেলেন। আর এই ধরনের পুকুর পাড় গুলোর উপরে বসার জায়গায় থাকলে ঘুরাঘুরি সৌন্দর্য তাহলে অনেক গুণ বেড়ে যায়। আর আপনার পোস্ট পড়ে বোঝা যাচ্ছে ভালোই সময় কাটিয়েছেন। ভালো লাগলো আপনার পোস্টটি দেখে।