আমাদের জীবনে কষ্টটা আসলে কার কারণে আসে?
কেমন আছেন বন্ধুরা আপনারা সবাই। কেমন আছো সবাই অনেক ভালো আছেন আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করার জন্য ছোট্ট এই পোস্টটি শেয়ার করছি। আমি অনেক সময় রাতে ঘুমাতে গেলেই একটা প্রশ্ন ঘুরে ফিরে আসে মাথায়,এই জীবনে আমি কেন কষ্ট পাচ্ছি? কেন এত কিছু চেয়ে পাই না? কেন বারবার মন ভেঙে যায়, স্বপ্ন ভেঙে পড়ে?
আমরা তখন সহজেই একটা উত্তর খুঁজি, এটা আমার ভাগ্যের দোষ। কারণ দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দিলে নিজেকে কিছুটা হালকা লাগে। কিন্তু ভেবে দেখেছি কি, সত্যিই কি এই কষ্টটা একেবারে ভাগ্যের পাঠানো?
আমার মনে হয়, আমরা অনেক সময়ই নিজের ভুলে নিজের জন্য কষ্ট তৈরি করি। এমন কিছু সিদ্ধান্ত নিই, যেটা একটু ভাবলে বুঝতে পারতাম ঠিক না। এমন কিছু জায়গায় মন দিই, যেখানে মন না দিলেই ভালো থাকতাম। আবার এমন কিছু লোককে বিশ্বাস করি, যাদের বিশ্বাসের যোগ্য না হওয়াটাই ছিল সবচেয়ে বড় বাস্তবতা।
কিন্তু এই ভুলগুলো করার পর আমরা কি তা স্বীকার করি? খুব কম মানুষই করে। বেশিরভাগ সময় আমরা বলি ভাগ্যে ছিল না, ভাগ্যই খারাপ, সব কিছুই হয়ত আগে থেকে লেখা ছিল"। অথচ আমরা নিজেদের কাজ, নিজের বাছাই, নিজের আবেগ, এসবের দিকে তাকাই না।
ভাগ্য একটা জায়গায় আসে ঠিকই। কিন্তু তার আগেই আমরা অনেকটা পথ নিজের পায়ে হেঁটে আসি। ভুল রাস্তা বেছে নিই, ভুল মানুষকে জায়গা দিই, নিজের ইচ্ছের কথা শুনি না,এসবই কিন্তু কষ্টের পিছনে বড় কারণ।
তবে ভুলটা বোঝা মানেই শেষ নয়। সেটা তো একটা বড় উপলব্ধি। বুঝে নেওয়ার পর যদি নিজেকে বদলাতে পারি, তাহলে হয়ত ভবিষ্যতের কষ্টগুলো আমরা ঠেকাতে পারব। আর তখন আর ভাগ্যকে দোষ দেওয়ার দরকার হবে না।
আমি নিজে এই কথাটা অনেক ভাবনা করে বুঝেছি
কষ্টটা আমরা নিজেদের দোষেই পাই। আর দোষটা ভাগ্যের ওপর দিই।
এটা লিখতে গিয়েই আমার নিজের ভেতরের কিছু সত্য বেরিয়ে এলো। এখন থেকে আমি চেষ্টা করবো, নিজের ভুলটা আগে বুঝতে, ভাগ্যকে নয়, নিজেকেই প্রশ্ন করতে,এই জায়গায় আমি কী করেছিলাম? আপনারাও যদি এমনভাবে ভাবেন, তাহলে হয়ত জীবনের অনেক কষ্টের উত্তর নিজের মধ্যেই খুঁজে পাবেন।



My x link
https://x.com/md_mamun123456/status/1944437450648310072
Upvoted! Thank you for supporting witness @jswit.