বৃষ্টির কারণে প্রাণের এলাকা ভালো নেই ।

in আমার বাংলা ব্লগ14 days ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অথবা কোথাও ঘুরতে গেলে ওইসব বিষয় নিয়ে পোস্ট লিখতে অনেক ভালো লাগে। বেশিরভাগ সুন্দর মুহূর্ত গুলোর পোস্ট পড়তে এবং লিখতে অনেক ভালো লাগে। সব সময় চেষ্টা করি আমার সুন্দর মুহূর্তের অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ঘুরতে গেলে নিজে মনটাও ফ্রেশ থাকে। তাই সবসময় চেষ্টা করি কোথাও ঘুরতে যাওয়ার হাসিখুশির মুহূর্তটা আপনাদের মাঝেও শেয়ার করার জন্য। আশা করি আপনাদেরও পোস্টটি অনেক ভালো লাগবে।

IMG_20250708_144524.jpg

আজকে আমি শেয়ার করব বৃষ্টির কারণে প্রাণের এলাকা ভালো নেই। আজ দুই তিন দিন যাবত বৃষ্টির কারণে আমাদের এলাকায় পানি অনেক বেড়ে গেল। বৃষ্টি অতিরিক্তর কারণে পানি অনেক বেড়ে গেল। একদিকে বৃষ্টি অন্যদিকে নদীর পানি এই কারণে পানি অনেক বেশি। কিছুদিন যাবৎ আমাদের এলাকায় মানুষ চলাফেরা করতেও কষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে বৃদ্ধ মানুষ এবং ছোট বাচ্চাদের কে নিয়ে অনেক বিপদে আছে অনেকে। যদিও সকাল এবং সন্ধ্যা দুই সময় নদীতে জোয়ার আসে। জোয়ারের পানির কারণে একসময় পানি বেড়ে যায় আবার কিছুক্ষণ পর পানি নেমে যায়। আর জোয়ারের পানি যখন বাড়ে তখন রাস্তাগুলো পানির নিচে চলে যায়।

আর নদীর জোয়ারে পানি যখন কমে তখন রাস্তাগুলো আবার দেখা যায়। আপনি সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠলাম তখন অনেক বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে আমি মাদ্রাসায় গেলাম দেরিতে। আর মাদ্রাসা গিয়ে দেখি আমি ছাড়া আর কেউ নেই। তারপর আমি আবার বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর যখন আমি রাস্তার পাশে গেলাম তখন নদীর পানি অনেক। এই কারণে রাস্তার দুই পাস জমিগুলো পানিতে ভরপুর ছিল। তবে ওই সময় কিছু মানুষ জমিগুলোর মধ্যে মাছ ধরতেছে। কালকে আমাদের এইখানে একটি লোক মারা গেল। আর বৃষ্টির কারণে লোকটিকে মাটি দিতে অনেক কষ্ট হয়েছে। কারণ বৃষ্টির কারণে নির্দিষ্ট সময় কিছুই করতে ভালো না।

IMG_20250708_144540.jpg

IMG_20250708_144521.jpg

আজকের দুই-তিন দিন যাবত বৃষ্টির কারণে আমাদের এই এলাকার মানুষগুলো অনেক বড় বিপদে আছে। বিশেষ করে আমার মা বাবা বৃদ্ধ তাদেরকে নিয়ে কষ্ট হচ্ছে। আসলে ঘরে বৃদ্ধ মানুষ বা ছোট বাচ্চা থাকে তখন বৃষ্টির কারণে সমস্যা হয়। যদিও অতিরিক্ত বৃষ্টি হয় তাহলে পানি বেড়ে গেলে অনেক বিপদ হয়। আর বৃষ্টির সময় নদীর এলাকাগুলো এমনিতে সমস্যাতে থাকে। আর ওই সময় মানুষ ঠিকমতো বাজার করতে পারে না খাওয়া দাওয়া করতে পারে না। সত্যি বলতে আজকে সকাল বেলা যখন আমি দোকানে গেলাম তখন দোকানে কিছুই নেই কিনার। আর আমি অনেকক্ষণ ওইখানে অপেক্ষা করলাম কোন জিনিস আনলে কিনে নিয়ে আসবো।

কিছুক্ষণ পর কিছু ছোট মাছ আসলো মাছগুলোর অনেক দাম ছিল। যদিও মাছগুলো তাজা ছিল। তবে এভাবে যদি আর কয়েকদিন বৃষ্টি হয় আমাদের এদিকে বাড়িগুলোর মধ্যে পানি উঠে যাবে। তবে এই নিয়ে আমাদের এলাকার মানুষগুলো অনেক চিন্তিত। যেভাবে বৃষ্টি চালু হয়েছে আমার মনে হয় সহজে বন্ধ হবে না। গতবার বন্যার কারণে অনেক সমস্যা হল আমাদের এই এলাকার। কারণ বৃষ্টির সময় বন্যার পানি এমনিতে বেড়ে যায়। আর এ কারণে সবাই অনেক ভয় আছে। যদিও যাদের ঘর বিল্ডিং তারা একটু ভালো আছে। আর যাদের ঘর ট্রেনের আছে তাদের জন্য অনেক বিপদ। তবে মানুষ চাই একটু সুখে থাকার জন্য।

IMG_20250708_144442.jpg

IMG_20250708_144411.jpg

আমি নিজেও চাই একটু সুখে থাকার জন্য। আর প্রাকৃতিক এবং বন্যা অনেক সময় মানুষকে অনেক কষ্ট দেয়। আর এইবার যেভাবে বন্যার পানি দেখা যাচ্ছে মনে হয় আবারও আমাদের এলাকার মানুষগুলো কষ্ট করবে। সত্যি এই নিয়ে নিজে অনেক ভয়ে আছি। আর নিজেও পরিবার নিয়ে চিন্তিত আছি। তবে আশা করি সবাই দোয়া করবেন। যেন বন্যার পানি না উঠে। তবে এখনো পর্যন্ত আমাদের বাড়ি আশেপাশে কোন বন্যার পানি আসে নাই। যদিও নদীর পাশে বাড়ি গুলোর মধ্যে বন্যার পানি দেখা গেছে। তবে যেন বৃষ্টি বন্ধ হয় এই প্রার্থনা করি। আর সবাই দোয়া করবেন যেন বৃষ্টির পানি বন্যার পানি না বাড়ে।

IMG_20250708_144554.jpg

IMG_20250708_144548.jpg

IMG_20250708_144515.jpg

IMG_20250708_144500.jpg

IMG_20250708_144458.jpg

IMG_20250708_144455.jpg

IMG_20250708_144445.jpg

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

IMG-20240904-WA0000.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 14 days ago 

IMG_20250708_190920.jpg

 14 days ago 

বর্তমানে বৃষ্টির কারণে অনেক জায়গার অবস্থা এমনিতে ভালো না। আর আপনারা তো গ্রাম অঞ্চলের দিকে বসবাস করেন। আর এই বৃষ্টির কারণে এবং নদীর পানির কারণে নদীর আশেপাশে এলাকাগুলো এখন বিপদের মধ্যে আছে। তবে আশা করি আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে।

 13 days ago 

ধন্যবাদ আপনাকে আমার পোস্ট করে আপনার মন্তব্য শেয়ার করার জন্য।

 13 days ago 

বন্যা দুর্গত মানুষরা খুবই বিপদের মধ্যে সময় কাটায়। আর তাদের বিপদের কথা ভেবে ভালো লাগছে না। অনেক অনেক দোয়া রইলো তাদের জন্য ভাই।

 13 days ago 

দোয়া করবেন ভাই।