লাইফ স্টাইল :- বাজার করতে যাওয়ার মুহূর্ত।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অথবা কোথাও ঘুরতে গেলে ওইসব বিষয় নিয়ে পোস্ট লিখতে অনেক ভালো লাগে। বেশিরভাগ সুন্দর মুহূর্ত গুলোর পোস্ট পড়তে এবং লিখতে অনেক ভালো লাগে। সব সময় চেষ্টা করি আমার সুন্দর মুহূর্তের অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ঘুরতে গেলে নিজে মনটাও ফ্রেশ থাকে। তাই সবসময় চেষ্টা করি কোথাও ঘুরতে যাওয়ার হাসিখুশির মুহূর্তটা আপনাদের মাঝেও শেয়ার করার জন্য। আশা করি আপনাদেরও পোস্টটি অনেক ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিছুদিন আগে বাজার করতে যাওয়ার মুহূর্ত। কিছুদিন ধরে মোটামুটি ভালই বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির সময় আমাদের এদিকে সবসময় বিপদজনক অবস্থা থাকে। কারণ অতিরিক্ত বৃষ্টি হলে নদীতে পানি বৃদ্ধি হয়ে যায়। তবে বৃষ্টির সময় একদিন দুপুরবেলা যখন আমি বাড়িতে আসলাম। তখন আমার ওয়াইফ আমাকে টাকা দিয়ে বলতে লাগলো বাজারে যাওয়ার জন্য। কারণ বাজার থেকে কিছু মাছ ও মুরগি কিনে নিয়ে আসার জন্য। আর আমরা বাজারে যেতে হলে কিছু দরকার হলে যেতে হয়। কারণ বাজারটি আমাদের বাড়ি থেকে মোটামুটি পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে। প্রথমে আমি বৃষ্টির কারণে বাজারে যাওয়ার জন্য রাজি ছিলাম না।
এরপর আমার ওয়াইফ বলতে লাগলো কাল থেকে রান্না করার কিছু নেই। এরপর আমি ঠিক করলাম বাজার যাব। তারপর রেডি হয়ে বাজারে উদ্দেশ্যে রওনা দিলাম। আর বর্তমান সময়ে অটো রিক্সা গাড়ি গুলো বেশি থাকে রোডে। এরপর একটি গাড়ি নিয়ে সিদা বাজারে চলে গেলাম আমি। প্রথমে আমি চলে গেলাম মাছের বাজারে। তবে ঐদিন মাছ অনেক ছিল তবে মাছের দাম অনেক বেশি ছিল। তারপর আমি অনেকগুলো মাছ দেখতে লাগলাম তবে মাছগুলো তুলনামূলক দাম অনেক বেশি ছিল। আর যখন বাজারে আসলাম মাছের দাম বেশি হল মাছ কিনতে হবে। এই কারণে পছন্দের মাছ কিনার জন্য চেষ্টা করলাম।
আর ওই সময় আমি কিছু ফটোগ্রাফি করে নিলাম মাছের এবং মাছ বাজারে। তবে আমাদের পরিবারে অনেকে অনেক ধরনের মাছ খেতে চায় না। বিশেষ করে আমার মা অনেক মাছ খেতে চায় না। এই কারণে মাছগুলো কিনতে হলে খেয়াল করে কিনতে হয়। এরপর আমি রুই মাছ এবং তেলাপিয়া মাছ কিনেছিলাম। আর কিছু ছোট মাছ কিনেছিলাম। তবে রুই মাছের কিলো ছিল ২৫০ টাকা করে। আর তেলাপিয়া ২২০ টাকা করে ওই দিন কিলো ছিল। এরপর আমি কিছু ছোট মাছও কিনেছিলাম যদিও মাছগুলোর দাম কম ছিল। তারপর আমি অনেকক্ষণ মাছগুলো আরো দেখতে লাগলাম দাম কম হলে কিনে নেব ।
তবে দেখতেছি মাছের দাম কমছে না আরোরো কাস্টমার বাড়তে লাগলো। এরপর আমি মুরগি দোকানে গেলাম। আর মুরগি দোকানের লোকটি আমার খুব পরিচিত। এই দোকানে গেলে মুরগির দাম করতে হয় না। কারণ লোকটি এতই বিশ্বাস তো এবং ভালো মানুষ। যখন আমি লোকটিকে মুরগির দাম জিজ্ঞেস করলাম। তখন লোকটি বলল ১২৫ টাকা করে মুরগির কিলো। প্রথমে আমি বিশ্বাস করতে পারলাম না। তারপরও লোকে বলতে লাগলো মুরগির দাম খুব কম। এরপর আমি প্রায় চার কিলো উপরে মুরগি কিনে নিলাম। তবে মুরগির মাংস ভাজি করে রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। আবার মুরগির মাংস ছোট ছোট করে ঝাল রেসিপি করল খেতে মজা লাগে। তখন লোকটিকে জিজ্ঞেস করলাম কত টাকা আসলো মুরগির।
এরপর দেখতে লাগলাম প্রায় 600 টাকার মধ্যে হয়ে গেল। এরপর আমি আরো অন্যান্য বাজার করে নিলাম। বিশেষ করে মুদি দোকানে থেকে ছোট ছোট অনেকগুলো বাজার করলাম। আর বাজারে গেলে অনেক কিছু দরকার হয় যেগুলো পরিবারও লাগে। মাছ কিনতে গিয়ে যেমন আমি দাম শুনে অবাক হয়ে গেলাম ।তেমনি মোরগি কিনতে গিয়ে দাম শুনি বিশ্বাস করতে পারলাম না।। কারণ মুরগির দাম এতই কম ছিল এই কারণে। এরপর আমি পরিবারের জন্য হালকা নাস্তা এবং নিজে নাস্তা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর মাঝেমধ্যে একসাথে বাজার করার জন্য আমি প্রায় সময় বাজারে যাই। তবে আমরা পরিবারের সদস্য কম বিদায় একসাথে মাসের বাজার করেনি। আশা করে আমার পোস্টটি পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
https://x.com/Jamal7183151345/status/1935958637228556326?t=R9NyxLie7zWiwWXrPgxDiA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Jamal7183151345/status/1936048531984597098?t=ERqqt-7HR8qn_db1LM497A&s=19
বাজার করতে গেলে যেমন ভালো লাগে তেমনি বিরক্ত লাগে। আপনি পরিবারের জন্য বাজার করতে গেলেন। তবে বর্তমান সময় মাছের দাম অনেক জায়গাতে বেশি থাকে। আর বৃষ্টির কারণে মুরগির দাম এখন কমে আছে। আর ১২৫ টাকা মুরগির দাম শুনে আপনি অবাক হয়েছেন। আর বাজার থেকে একসাথে বাজার করলে সবদিক দিয়ে সুবিধা হয়। ধন্যবাদ বাজার করতে যাওয়ার মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হ্যাঁ বর্তমান সময় অনেক জায়গাতে মাথার দাম বেশি। সুন্দর মন্তব্য করায় জন্য ধন্যবাদ আপনাকে।