জীবনের গল্প || শৈশবের অনুভূতির স্মৃতি
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতা নিয়ে বেশ উৎফুল্লা। মাঝে মাঝে ছোট ছোট কিছু খবর কিংবা প্রাপ্তি হৃদয়কে দারুণভাবে উচ্ছ্বসিত করে। আবার এটাও সত্য যে মাঝে মাঝে অনেক বড় প্রাপ্তিতেও আমরা এতো বেশী খুশি হতে পারি না। কারণ চারপাশের বিষয়াবলী আমাদের দারুণভাবে প্রভাবিত করে। তবে সে যাইহোক না কেন, পরিবেশ কিংবা পরিস্থিতি দুটোই এখন আমার দৃষ্টিতে ভালো আছে এবং আমি সেটা দারুনভাবে উপভোগ করার চেষ্টা করছি।
আজকে অবশ্য শৈশব স্মৃতি নিয়ে কিছু অনুভূতি শেয়ার করবো, কারণ বর্তমান ব্যস্ততা কিংবা জীবনের গতি অতীতের সেই সকল স্মৃতিকে বার বার সামনে এনে দেয়, অনুভূতিগুলোকে বার বার ফিরিয়ে নেয়ার ইচ্ছা হয় কিন্তু সময় কিংবা সুযোগ কখনোই আগের অবস্থায় ফিরে আসে না, গতিশীল জীবনে এটাও এক নির্মম বাস্তবতা। আমাদের সময়টা সত্যি বেশ ব্যতিক্রম ছিলো, আমাদের শৈশবগুলো সত্যি অনেক বেশী আনন্দময় ছিলো, কোলাহলপূর্ণ ছিলো। বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে আমরা ছিলাম সীমাহীন চঞ্চল, পরিবেশ কিংবা পরিস্থিতি কোনটাই আমাদের থামাতে পারতো না।
একটু অবসর পেলেই আমরা যেমন মাঠে বসে যেতাম, মাটি খুঁড়ে খুঁড়ে এক টুকরা গর্ত তৈরী করতাম, তারপর দূর হতে পলি ভরে পানি এনে সেখানে ঢালতাম। একটা ছোট্ট পুকুর বানাতাম, তার চারপাশে ছোট ছোট মাটির ঘর বানাতাম। আবহমান বাংলার দারুণ একটা চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করতাম। সেই স্মৃতিগুলো মাঝে মাঝে এখনো হৃদয়ের স্পন্দন বাড়িয়ে দেয়, কতটা আনন্দময় ছিলো সেই মুহুর্তগুলো। একটু চিন্তা করে দেখুন, আমরা কতটা ছেলে মানুষি করেছি, কতটা সুন্দরভাবে সময়গুলো উপভোগ করেছি। একদম ঠিক মাটির সাথে মিশে যাওয়ার চেষ্টা।
দেখুন, মানুষ মাটির তৈরী, আর সেই মানুষই এখন মাটিকে ঘৃনা করছে। কি বিশ্বাস করলেন না? আপনার চারপাশে একটু তাকিয়ে দেখুন, আজকাল মানুষ ঘরের মাঝেও স্যান্ডেল পড়ে হাঁটে, মাটির সাথে সংযোগ হওয়ার কোন সম্ভাবনাই আর রাখছে না। আপনি ভেবে দেখুন তো, যে গাছের শিকড় মাটির মাঝে থাকে, সে গাছ যদি মাটি হতে বিচ্ছিন্ন করা হয় তাহলে সেটা কতটা সময় সতেজ ও সবুজ থাকতে পারবে? কতটা সম্ভাবনা থাকবে সে গাছ বেঁচে থাকার? এটা একটা চরম উদাহরণ শুধুমাত্র বিষয়টি বুঝানোর জন্য, কারণ আমরা আজকাল বুঝেও না বুঝার ভান করে থাকি।
আমাদের বর্তমান অবস্থা অনেকটাই তেমন, আমরা যেমন সারাদিন মাটির সাথে সংযুক্ত থাকতাম আর সন্ধ্যায় বাড়িতে ফিরে মা-বাবার বকা খেতাম। অনেক সময় সন্ধ্যায় মা জোর করে আবার গোসল করিয়ে দিতেন। কিন্তু এখন মাটির ধারে কাছেও নেই কেউ, মাটি দেখলে মনে হয় অনেকেই ভয় পান, আর কাঁদা মাটি দেখলে তো বাড়ি হতে বের হতেই চান না কেউ। বাস্তবতা সত্যি আমাদের বিপরীতমুখী করে দিয়েছে। আমাদের শৈশবের সাথে কতটা তফাত বর্তমান সময়ের, আফসোস মাটির সংযোগে থাকা সেই অনুভূতিগুলো যদি উপলব্ধি করতে পারতেন!
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Posted using SteemX

Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
@hafizullah, this is such a delightful post! Your nostalgic reflection on childhood and the connection to nature truly resonated with me. The way you describe digging in the earth, building miniature ponds, and the simple joys of connecting with the environment paints such a vivid picture.
It's a poignant observation about how modern life often disconnects us from the very earth we came from. Your call to remember and appreciate that connection is powerful and timely. Thank you for sharing these heartfelt memories and insights. This post is a beautiful reminder to slow down and appreciate the simple things.
I'm curious, what's one specific childhood memory related to nature that always brings a smile to your face? I am sure others will also be interested to share their experiences!