জীবনের গল্প || সত্য কখনো মিথ্যা হয় না

in আমার বাংলা ব্লগ2 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তবে অসুস্থতার একটা আতংক এখনো মনের মাঝে রয়েগেছে, যদিও মাঝে কিছু সময়ের জন্য সেই চিন্তাটা আরো বেড়ে গিয়েছিলো। অবশ্য এটারও একটা কারণ আছে, যাক সে বিষয়ে আজ আর কথা বলতে চাচ্ছি না। কারণ আজকাল অনেকের কাছে সত্যটা আর সত্য হিসেবে বিবেচিত হচ্ছে না বরং সেটাকে ভিন্নভাবে বিবেচনা করা হচ্ছে, অনুমান ভিত্তিক অনেক কিছুর সাথে সেটাকে তুলনাও করা হচ্ছে, এটাই হয়তো এই সময়ের সেরা বাস্তবতা।

দেখুন, বাস্তবতার বিষয়টি নিয়ে বোধহয় আমিও একটু বেশী হৈ চৈ করি, কেন জানি সেটা আমার কাছে একটু বেশী ভালো লাগে। সত্য কিন্তু সত্যই থাকে কিন্তু বাস্তবতা হলো সেটা সকলের দৃষ্টিতে একই রকম হয় না। এখানে মূল বিষয়টি হলো চিন্তার ফারাক বা পার্থক্য, আপনে আমি কিংবা তুমির মাঝে এই পার্থক্যটা আজকাল বেশ স্পষ্ট হয়ে উঠছে। এখন সত্যকে যদি আমি মিথ্যা বলে গ্রহণ করি তাহলে সত্যের ভূমিকা পাল্টে যাবে? না সেটা মোটেও পাল্টে যাবে না তবে হ্যা, হয়তো আমার জীবনের ক্ষেত্রে সেটার ভূমিকাটা একটু ভিন্নভাবে স্পষ্ট হয়ে উঠবে।

directory-5413030_1280.jpg

একটা উদহারণ দিয়েই বিষয়টি উপস্থাপন করি, যে কোন বিষাক্ত জিনিষকে আমি যদি বিষাক্ত মনে না করে বরং ভালো কিছু মনে করে যদি পান করি তাহলে সেটার বিষক্রিয়া কি আমার শরীরে কাজ করবে না? আমি মনে মনে সেটাকে ভালো বলার কারণে সেটার বিষক্রিয়া কি উধাও হয়ে যাবে? না সেটা মোটেও হবে না বরং খুব দ্রুত সময়ের মাঝে এর বিষক্রিয়া আমার শরীরে কাজ করতে শুরু করবে এবং একটা সময় পর আমি অসুস্থ হয়ে যাবো, যদিও দ্রুততার সাথে সেটার প্রতিষেধক গ্রহণ না করি তাহলে হয়তো অসুস্থতার মাত্রা দ্বিগুন হয়ে যাবে এবং শারীরিক অবস্থা আরো খারাপের দিকে যাবে।

এটাই হলো সবচেয়ে সহজ এবং বাস্তব উদাহরণ, আমাদের সমাজে এই রকম একটা প্রবণতা এখন খুব বেশী দেখা যাচ্ছে আর সেটা হলো সত্যকে আমরা মিথ্যা বলে গ্রহণ করার চেষ্টা করছি এবং মনে মনে ভেতরে একটা সুন্দর অনুভূতি তৈরী করার চেষ্টা করছি, আমার তো কোন সমস্যা হচ্ছে না বা হবে না। আদতে সাময়ীক সময়ের জন্য হয়তো আমরা এর প্রভাব বুঝতে পারছি না কিংবা উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছি কিন্তু নির্দিষ্ট একটা সময় শেষে আমরা ঠিক সেটার প্রভাব বুঝতে পারছি কিন্তু ততোক্ষণে সে বিষয়ে কিছু করার আর সুযোগ থাকছে না।

সুতরাং সত্য যেটা সেটা সত্যই থেকে যায়, চাই আমি সেটাকে স্বীকার করি কিংবা না করি। সত্যের যে প্রভাব সেটা ঠিকই প্রকাশ পায় হয়তো সাময়ীক সময়ের জন্য আমরা সেটা বুঝতে পারি না কিন্তু একটা নির্দিষ্ট সময় শেষে আমরা যখন সেটা বুঝতে পারি তখন আর কিছু করার সুযোগ থাকে না। তাই সত্যকে মিথ্যা ভেবে নিলেই সব ঠিক হয়ে যায় না, সত্য আমার কাছে তেতো হলেও সেটা সত্য, আমি না চাইলেও সেটা সত্য হিসেবে প্রতিষ্ঠিত থাকবে। মিথ্য সেটা চিরকালই মিথ্যা হিসেবেই প্রতিষ্ঠিত থাকবে, আমি সুন্দরভাবে সাজিয়ে উপস্থাপন করলে হয়তো কিছু সময়ের জন্য মানুষ ধোঁকা খাবে কিন্তু একটা সময় পর ঠিক সেটা স্পষ্ট হয়ে যাবে।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 2 days ago 

অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন ভাইয়া।সত্য তো সত্য-ই হয় তা কখনোই বদলানো যায় না ।কিন্তু কিছু মিথ্যা মিথ্যা হয় না।কিন্তু বর্তমানে সত্য ও আবার মানুষের কাছে মিথ্যা বলে মনে হচ্ছে, তাই অঙ্কটা বেশ জটিল হয়ে উঠেছে।ভালো লাগলো আপনার লেখা পড়ে, ধন্যবাদ আপনাকে।