ঈদ মোবারক || সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা

in আমার বাংলা ব্লগ7 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। সুস্থতা নিয়েই পুরো রমজান মাসের রোজাগুলো সম্পন্ন করার চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি আর কবুল করার মালিক আল্লাহ তায়ালা। যেহেতু আল্লাহ তায়ালা নিরাশ হতে না করেছেন সেহেতু আমি রোজাগুলো নিয়ে খুবই আশাবাদী। আসলে আমাদের প্রতিটি কাজেই আশাবাদী হওয়া উচিত কারণ যে কাজের ফলাফলে আমি নিজেই আশাবাদী হতে পারি না সেই কাজের ফলাফলে অন্য কেউ বা যার জন্য করা সে খুশি হবে কিভাবে?

আর ভুলত্রুটি তো মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য, সুতরাং এটা থাকবে না সেটা কখনোই বলা যাবে না। বরং ভুলত্রুটি নিয়েই আমাদের চেষ্টা করতে হবে এবং সব সময় আশাবাদী থাকতে হবে। যাইহোক, আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো না বরং আজ বিশেষ খুশির একটা দিন, সেই বিষয়েই কথা বলা বাঞ্ছনীয়। দেখুন ঈদ নিয়ে আমরা খুব বেশী হৈ চৈ করার চেষ্টা করি, নানা আয়োজনে ঈদ উৎসবে মেতে উঠি এবং পরিবারের সবাইকে নিয়ে বর্নিল আয়োজনে সেটাকে আরো বেশি আনন্দময় করে তুলি। কিন্তু ঈদের আনন্দ কিংবা প্রকৃত রূপ কি এটাই? নাকি আমাদের আরো কিছু করণীয় আছে।

EID Ul Fitr2.png

আমরা যেমন সকাল সকাল হঠে গোসল সেরে নেই, তারপর ঈদের জন্য কেনা নতুন জামা কাপড় পড়ে কিছু সুগন্ধি শরীরে মেখে ঈদগাহের দিকে রওয়ানা দেই। ঈদের নামাজ পড়ে বাড়িতে দ্রুত চলে আসি তারপর ছোটরা বড়দের নিকট হতে ঈদের সেলামী নিই আর বড়রা সেলামী দিয়ে প্রশান্তি লাভ করি। এই যে ভালোবাসার দারুণ একটা দৃশ্য, এটাকে আমরা চাইলে আরো বেশি বিস্তৃত করতে পারি। আনন্দময় মুহুর্তগুলোকে আরো বেশি রঙিন করে তুলতে পারি, তার জন্য শুধুমাত্র একটু পজিটিভ মানসিকতা দরকার। না না না খুব বেশি খরচের প্রয়োজন নেই এখানে।

কারণ আমাদের চারপাশে থাকা অবহেলিত মানুষগুলোর চাহিদা খুব বেশি না, কারণ তারা জানেন তারা হয়তো আমাদের মতো বিশাল খরচ করে ঈদ আয়োজন করতে পারবেন না। তাই তারা কল্পনায় না ভেসে বরং বাস্তবতায় থাকার চেষ্টা করেন। কমদামী হোক, এক টুকরা নতুন জামা কিংবা অল্প পরিমানে হোক একটু স্বাদের সেমাই দিয়ে হলেও আমরা কিন্তু খুব সহজেই ঈদের আনন্দটা ভাগ করে নিতে পারি। দেখুন ভোগের মাঝে কোন প্রশান্তি নেই বরং ত্যাগের মাঝেই রয়েছে প্রকৃত প্রশান্তি, এটাই চরম সত্য। আমরা হয়তো নানা কারণে এই সত্যটাকে লুকিয়ে রাখার চেষ্টা করি, চারপাশে থাকা অবহেলিত মানুষগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করি। কিন্তু এখান হতে বের হয়ে আসার প্রচেষ্টায় কখনো সামিল হতে চাই না।

আসুন না, এবারের ঈদটাকে একটু বেশি রঙিন করার চেষ্টা করি, আনন্দটাকে একটু ভালোভাবে ভাগ করে নেয়ার চেষ্টা করি। চারপাশের মানুষগুলোকে নিয়ে ঈদ আয়োজনটাকে সার্থক করে তুলি। আমি আমার অবস্থান হতে প্রচেষ্টার কোন ত্রুটি রাখি নাই কিন্তু আপনি? প্রশ্নটা আপনার দিকেই ছুড়লাম আমি, আশা করছি ভালো এবং সুন্দর ও প্রশান্তির একটা উত্তর পাবো। সবাইকে নিয়ে, সবাই মিলেই আমাদের এই সমাজ। সুতরাং কাউকে এড়িয়ে কিংবা বাদ রেখে আনন্দ উদযাপন কখনোই পূর্ণতা পাবে না। পরিবর্তন আসুক আমাদের মানসিকতায়।

ঈদ মোবারক।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.