জীবনের গল্প || সুযোগের যত অপব্যবহার

in আমার বাংলা ব্লগ15 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি। কারণ গতিশীল সময়ে সব কিছু পরিবর্তন হয়ে যায়, আপনি যাকে চিনেন-জানেন সেটাও ভুল হয়ে যায়। কারণ সময়ের গতিকে সেই চেনা-জানাকেও পাল্টে দেয়। সুতরাং আপনি যদি পরিবর্তন হতে না পারেন তাহলে হয়তো সময়ের সেই গতির সাথে নিজেকে ধরে রাখতে পারবেন না। আরো একটা বিষয় আছে এখানে, সময়ের গতিতে নানাভাবে নানা ধরণের সুযোগ তৈরী হয়।

সেই সুযোগগুলো গ্রহণ করার মানসিকতাও থাকতে হয়। পরিবর্তনের প্রভাবে তৈরী হওয়া সুযোগগুলো তখনই আপনি লুফে নিতে পারবেন যখন সেই পরিবর্তনের ঢেউ আপনাকেও পরিবর্তন করতে পারবে। এটা এখন সময়ের দাবী। বাস্তব একটা উদাহরণ দিচ্ছি, আমার বাংলা ব্লগ পরিবর্তণের ঢেউয়ের প্রভাবে অনেক কিছুই পরিবর্তন হয়েছে, কিন্তু তার সাথে সাথে অনেকের জন্য নতুন সুযোগও তৈরী করেছে। একটু খেয়াল করে দেখুন, অনেক ভালো ভালো ইউজার এখন এ্যাকটিভ না, তারা সৃজনশীলতা কিংবা প্রতিযোগিতা হতে অনেকটাই দূরে এখন।

cubes-2492010_1280.jpg

সুতরাং তারা এ্যাকটিভ থাকা অবস্থায় যেখানে আপনি প্রতিযোগিতায় টিকতে পারতেন না সেখানে এখন আপনি অপ্রতিরোধ্য, আপনাকে আটকানোর কেউ নেই, আপনার রাস্তা অনেক বেশী প্রসস্ত এখন, আর এই সুযোগটা মিস করার মানেই হলো নিজেকে বিজয়ী করার আগেই পরাজিত করে দেয়া। ঠিক সেই কাজটিই কিন্তু অনেকেই করছেন এখন। যেখানে আগে ১২জন ইউজারকে সুপার এ্যাকটিভ তালিকার জন্য বাছাই করাটা আমাদের জন্য চরম কঠিন হয়ে গিয়েছিলো সেখানে এখন চোখ বুজেও ১০ বাছাই করতে পারি না, কারণ প্রতিযোগিতায় অনেকেই নেই এখন।

এটাকে আমি মনে করছি অনেকের জন্য সুপার সুযোগ, যখন নিজেকে উপস্থাপন করতে পারেন নাই সেই সকল ভালো ইউজারদের সৃজনশীলতার জন্য, তাদের কোয়ালিটি সম্পন্ন কাজের জন্য নিজেকে যারা সামনে আনতে পারেন নাই, তারা কিন্তু সেই সুযোগটা এখন চমৎকারভাবে কাজে লাগাতে ব্যর্থ হচ্ছেন। ব্যর্থ হচ্ছেন এই সুযোগটির সঠিক ব্যবহার নিশ্চিত করতে। সত্যি বলতে লেগে থাকলে একটা সময় সুযোগ ঠিক চলে আসে কিন্তু সমস্যা হলো আমরা লেগে থাকতে চাই না বরং একটা সময় শেষ হতাশ হয়ে প্রতিযোগিতা হতে আড়ালে চলে যাই।

বিষয়টি শুধু কথার কথা নয় এখন খুবই বাস্তব আর আমার বাংলা ব্লগে সেটা আবারো পরীক্ষিত হলো। বিষয়টি দেখে আমি নিজেও বেশ অবাক হয়েছি। যারা এখন সুন্দর কিছু উপস্থাপন করার মাধ্যমে সামনে আসার সুযোগ পেয়েছিলো তারাই এখন অনেকটা নিজের অজান্তে পিছনে আড়াল হয়ে যাচ্ছে। সত্যি আমরা সুযোগের সঠিক ব্যবহার কখনোই করতে পারি না, তাই সময়ের সাথে সাথে আমাদের মানসিকতার পরিবর্তনও জরুরী হয়ে যাচ্ছে।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.