আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]

in আমার বাংলা ব্লগ3 months ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। প্রকৃতির উষ্ণ পরিবেশের সাথে ব্যস্ত জীবনের একটা দারুণ সমন্বয় করার চেষ্টা করে যাচ্ছি। সত্যি বলতে প্রকৃতি ও পরিবেশের এমন অবস্থা একদিনে তৈরী হয়নি বরং ধীরে ধীরে প্রকৃতিকে এমন যন্ত্রণাময় একটা অবস্থানে যেতে বাধ্য করা হয়েছে। আমরা সবই পারি যদি সেখানে নিজেদের স্বার্থ থাকে, আমরা সবই ভুলে যেতে পারি যদি সেখানে নিজেদের স্বার্থ না থাকে, এটাই হলো প্রকৃত বাস্তবতা। তাই সময়ে কিংবা অসময়ে আমরা পরিবেশ নিয়ে যতই প্রকৃতির উপর দোষ চাপানোর চেষ্টা করি না কেন? সেটা মোটেও গ্রহণযোগ্যতা পাবে না।

আমাদের সময়ে মানে আমি যখন ছোট ছিলাম তখনও বৈশাখ মাসে এমন গরম পরিবেশ থাকতো, প্রকৃতির নিদারুণ উষ্ণতায় ঘরে থাকা যেতো না। খাটিয়া নামক বাঁশ ও সূতোর একটা দারুণ আসন ছিলো যেখানে ঘুমানোও যেতো। এই খাটিয়া নিয়ে আমরা গাছ তলায় চলে যেতাম, তারপর উষ্ণময় দুপুরের পুরো সময়টা গাছ তলায়ই বসে বসে আড্ডা দিতাম। এটা ছিলো দারুণ মুহুর্ত। গরমের উষ্ণতা হতে যেমন কিছু বাঁচা গেলো ঠিক তেমনি সুন্দর পরিবেশে দারুণ কিছু মুহুর্তও উপভোগ করা যেতো। তখন অবশ্য প্রচুর গাছপালা ছিলো চারপাশে যার কারনে আমরা প্রকৃতির সজীবতা উপভোগ করার সুযোগ পেয়েছিলাম।

lake-8394189_1280.jpg

কিন্তু এখন পরিবেশ কিংবা পরিস্থিতি পুরোটাই পাল্টে গেছে, প্রকৃতি সজীবময় সেই জায়গাটা এখনো আছে কিন্তু সেই সবুজ গাছের সতেজতা, বরং ইট পাথরের অসংখ্য বিল্ডিং এ সেখানে অন্য রকম একটা পরিবেশ তৈরী হয়েছে। হয়তো উন্নয়নের মাপকাঠিয়ে সেই অঞ্চলটা দারুণভাবে এগিয়ে গিয়েছে, হয়তো সেখানকার মানুষের জীবন যাত্রায় কিছুটা আধুনিকতার ছোঁয়া এসেছে। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের প্রকৃতি ও পরিবেশের বারোটা বেজে গেছে, প্রকৃতির ‍সুন্দর পরিবেশ নষ্ট হয়ে গেছে, যার কুফল শুধু আমরা না বরং আগামী প্রজন্মও নিদারুণভাবে ভোগবে।

সুতরাং প্রকৃতিকে হয়তো আমরা দোষারূপ করে সাময়িকভাবে নিজেদের একটু শান্তনা দিতে পারবো কিন্তু পুরো পরিবেশ কিংবা পরিস্থিতি এমন হয়ে যাওয়ার পেছনে আমাদের মানসিকতা কিংবা উন্নত জীবনের স্বপ্নই দায়ী। আমি অনেকবার বলেছি প্রকৃতি সুন্দর পরিবেশ ছাড়া, সবুজ সজীবতা ছাড়া আমরা যেমন ভালো থাকতে পারবো না ঠিক তেমনি আমাদের আগামী প্রজন্মকেও নিরাপদ রাখতে পারবো না। তাহলে আমাদের এই উন্নয়নের দাম কি রইল? যেখানে আমাদের আগামী প্রজন্ম নিরাপদে থাকতে পারবে না?

সবুজের ছোঁয়া মানেই জীবনের মাঝে দারুণ চঞ্চলতা ফিরে আসার সুযোগ তৈরী হওয়া। গতকাল একটা আর্টিকেল পড়েছিলাম জাপানের মানুষদের জীবনের গল্প নিয়ে, জঙ্গগে গোসল করার নতুন একটা শব্দও শিখেছি, বেশ অবাক হয়েছি তাদের সুন্দর ও দারুণ মানসিকতার গল্প শুনে। সেখানেও রয়েছে প্রকৃতির দারুণ সজীবতার উপস্থিতি, সেটা অন্য কোন দিন বিষদভাবে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

Image Taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.