লাইফস্টাইল-: ঈদের শপিংয়ের মুহূর্ত। পর্ব-১

in আমার বাংলা ব্লগ12 days ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

20250330_115632.jpg

আজকে আমি আপনাদের সাথে ঈদের শপিং করার মুহূর্তের কিছু অংশ শেয়ার করতে এসেছি। আসলে ঈদ শপিং করা মানে অনেক আনন্দের বিষয়। ঈদ আসছে আসছে কিন্তু ঈদের সময় কিভাবে পার হয়ে যাবে সেটা আমরা বুঝতে পারবো না। যেমনটা এই রমজান মাস আসবে আসবে বলে সবাই অনেক প্রতীক্ষায় ছিল। কিন্তু এবারের রমজান মাসটা যেন খুব দ্রুতই কেটে গেল। আসলে মনেই হচ্ছে না আজ ২৯ রমজান শেষ হয়ে যাচ্ছে। এই একটা মাসটা কিভাবে যে কেটে গেল কোন ভাবেই টের পেলাম না। খুব দ্রুতই আমাদের জীবন থেকে একটা বছরে, একটা রহমত বরকত আর নাযাতের মাস হারিয়ে গেল। হয়তো এটা কিয়ামতেরই আলামত। যাই হোক আল্লাহ তায়ালা যা করেন সকলের ভালোর জন্যই করেন। এই জন্যই সবকিছুকে মেনে নিতে হবে। এভাবেই আমাদের জীবনটাকে মানিয়ে নিতে হবে।

20250317_140655.jpg

আজকের পর্বে থাকছে প্রথম দিনে শপিংয়ে যাওয়ার মুহূর্তগুলো। আসলে সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে যায়। তাই ভাবলাম দুপুরবেলার দিকে আমরা শপিং করতে যাব। আর দুপুরের পর খুব বেশি একটা মানুষের সমাগম থাকে না শপিংমল গুলোতে। তাই সেই চিন্তাধারা থেকেই আমরা দুপুরের পর বের হয়েছি। আমি যেহেতু আমাদের বাড়িতে ছিলাম তাই আমি নিভৃত আর আমার ছোট বোন তিনজন বেরিয়ে গেলাম। সোজা চলে গেলাম আমাদের অফিসে। সেখানে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম। কারণ বাড়ি থেকে আসতে অনেকটাই গরম লাগছিল।

20250317_160210.jpg

20250317_160034.jpg

যাইহোক তারপর চলে গেলাম শপিং এর উদ্দেশ্যে। প্রথমেই আমার শাশুড়ির জন্য কাপড় কেনার প্ল্যান করেছিলাম। আর সেই অনুযায়ী আমরা একটা কাপড় দোকানে গেলাম। আসলে আমাদের এজেন্সি যে এই মার্কেটে সেই মার্কেটের উপরের তলায় মূলত জামা কাপড়ের অনেকগুলো শপ ছিল, তাই ভাবলাম দূরে কোথাও না গিয়ে এখান থেকে পছন্দমত কিছু শপিং করে নেব। যাইহোক প্রথমে কয়েকটা শাড়ি দেখলাম। আমার খুব বেশি একটা পছন্দ হয়নি। যদিও আমার শাশুড়ি বলেছিলে এবার ঈদে একদম সিম্পল কিছু নিতে। তবুও ঈদ উপলক্ষে আসলেই সুতার কাপড় গুলো একদমই মানানসই লাগেনা। তাই তার জন্য ভালো মানের একটা জামদানি টাইপের শাড়ি দেখলাম।

20250317_155340.jpg

20250317_151958.jpg

এই শাড়িটা অনেক সুন্দর ছিল। একদম নরম সুতি কাপড় এর মধ্যে। আর নতুন মডেলের কাপড় ছিল তাই এটাই নিয়ে নিয়েছিলাম। প্রথমে এটা ৩ হাজার টাকা দাম চেয়েছিল। তারপর আমরা অনেক বার্গেনিং করলাম। তবুও তারা ২৫০০ এর নিচে দিতে রাজি হচ্ছিল না। যেহেতু আমার হাজব্যান্ড এর এজেন্সি রয়েছে এই মার্কেটে তাই সেই খাতিরে ২ হাজার টাকা দিয়েই মূলত এই শাড়িটা নিয়েছিলাম। শাড়িটা বেশ নরম সুতা ছিল। একদম সফট টাইপের কাপড়।

20250317_151532.jpg

20250317_151430.jpg

তারপর পাশেই একজন কাস্টমার কিছু জামা দেখছিলো।নিচের জামাটা আমার কাছে ভালোই লেগেছিল।বিশেষ করে কালারটা দারুণ ছিল।কিন্তু প্রাইজ দেখলাম অনেক বেশি চাচ্ছে, ২০০০টাকা বলেছিল সেই কাস্টমার কিন্তু তারা দেয়নি।ভাবলাম জামাটা আমরা দেখবো,কিন্তু পরে দাম শুনে আর ইচ্ছে হয় নি।যাইহোক তারপর সেখান থেকে অন্য শপে গেলাম। সেখানে পাশেই একটা বেবিশপ ছিল। তাই ভাবলাম বেবিশপ থেকে কিছু জামাকাপড় কিনে নেব নিভৃতের জন্য।সেখানে গিয়ে কিছু পাতলা সুতির জামা দেখলাম।কিন্তু তেমন পছন্দ হচ্ছিলো না।যাইহোক পরবর্তীতে এই জামাটা পছন্দ হওয়ায় এটা নিয়ে নিলাম।

তারপর আরো কিছু শপিং করেছিলাম, সেই মুহূর্তগুলো না হয় আরেকদিন আপনাদের মাঝে শেয়ার করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 12 days ago 

🥰❤️🥰

 12 days ago 

Screenshot_20250330-212423_Chrome.jpg

 12 days ago 

Screenshot_20250330-224142_Chrome.jpg

 12 days ago 

Screenshot_20250330-225446_Chrome.jpg