মহান বিজয় দিবস উদযাপন-পর্ব=০৩ //(বাস্কেটবল খেলা।)।
হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।
আজ বুধবার। ১৭ই জানুয়ারি, ২০২৩ ইং।
আসসালামু আলাইকুম।
সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।
সুপ্রিয় বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের দিনটি আমাদের বাঙালি জাতির জন্য সবচেয়ে আনন্দের দিন এবং গৌরবের দিন। এক সাগর রক্তের বিনিময়ে অর্জন করা বিজয় দিবসের এই দিনটি আমাদের সকলের নিকট অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। মহান বিজয় দিবসের দিনে আমাদের প্রথম পর্বের দোয়া, মোনাজাত এবং আনন্দ র্যালি শেষ করে আমাদের দ্বিতীয় পর্বের কার্যক্রম শুরু করেছিলাম। আমাদের দ্বিতীয় পর্বের কার্যক্রম গুলো ছিল বিভিন্ন ধরনের খেলাধুলা করানো আমাদের ছাত্রছাত্রীদের।
দ্বিতীয় পর্বের শেষ খেলাধুলা:-বাস্কেট বল খেলা।
সুপ্রিয় বন্ধুগণ, মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শেষ খেলাটি ছিল বাস্কেটবল খেলা। যেটাকে অনেকে মাইন্ড গেম বলে থাকে। যাহোক খেলাটি পরিচালনা করেছিল আমাদের বিদ্যালয়ের ক্রিয়া শিক্ষক এবং ধর্মীয় শিক্ষক। খেলা পরিচালনায় আমি তেমন কোন দায়িত্বে ছিলাম না, শুধুমাত্র ফটোগ্রাফি করার দায়িত্বে ছিলাম।
বাস্কেটবল খেলার সুযোগ পেয়েছিল আমাদের বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ও সপ্তম শ্রেণীর ছোট ছাত্রীরা। বাস্কেটবল খেলার নিয়ম হলো- একটি নির্দিষ্ট স্থানে দাগ কেটে দেওয়া হয়। তারপর দাগ কাটা স্থান থেকে বারো ফুট দূরত্বে একটি বালতি রাখা হয়। উক্ত খেলায় অংশগ্রহণকারীরা দাগের উপর বলটি ছুড়ে বালতির মধ্যে ফেলতে হয়। বাস্কেটবল খেলায় বিজয়ী হতে হলে অংশগ্রহণকারীদের তিনটি ধাপ অতিক্রম করতে হয়। উক্ত খেলায় অংশগ্রহণকারী ১২ জন খেলোয়াড়দের মধ্যে যারা প্রথমবার বালতির মধ্যে বলটি ফেলতে সক্ষম হয় তারা দ্বিতীয় রাউন্ডের জন্য মনোনীত হয়। তারপর দ্বিতীয় রাউন্ডে যারা বালতির মধ্যে বল ফেলতে সক্ষম হয় তারা চূড়ান্ত পর্বের জন্য মনোনীত হয়। আর চূড়ান্ত পর্বে এসে যারা বালতির মধ্যে বলটি ফেলতে সক্ষম হয় তখন তাদের মধ্য থেকে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী বের হয়ে আসে। আর যদি চূড়ান্ত পর্বে দুইয়ের অধিক খেলোয়াড় বালতির মধ্যে বল খেলতে সক্ষম হয় তাহলে খেলাটি আরো একবার অনুষ্ঠিত হয়।
যাহোক আমাদের বিদ্যালয়ে আয়োজিত বাস্কেটবল খেলা অর্থাৎ মাইন্ড গেমে অংশগ্রহণ করেছিল ১২ জন ছাত্রী খেলোয়াড়। তারা অত্যন্ত আনন্দের সাথে খেলায় অংশগ্রহণ করে খেলা করছিল। তাদের আনন্দ দেখে আমরাও অত্যন্ত আনন্দ পেয়েছিলাম এবং তাদের খেলা উপভোগ করেছিলাম। প্রথম রাউন্ড শেষে দ্বিতীয় রাউন্ডে গিয়েছিল মোট চারজন খেলোয়াড়। আসলে বল হাতে নিয়ে আমাদের ছাত্রীদের বেশ কঠিন হয়েছিল বালতির ভিতরে বলটা ফেলা। সকলেই বেশ ভাল রকমের চেষ্টা করেছিল কিন্তু সফল হয়েছিল প্রথম রাউন্ড থেকে দ্বিতীয় রাউন্ডে চারজন। তারপর দ্বিতীয় রাউন্ডে চারজন খেলোয়াড়ের মধ্য থেকে তিনজন খেলোয়াড় চূড়ান্ত রাউন্ডে উন্নীত হয়েছিল। তারপর দ্বিতীয় রাউন্ডে প্রথম খেলোয়াড় বালতির ভিতরে বল ফেলতে ব্যর্থ হয়। কিন্তু তার পরের দুইজন বালতির ভিতরে বল ফেলতে সক্ষম হয়। এভাবে নির্বাচিত করা হয় বাস্কেটবল খেলার প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারীদের।
আসলে এ ধরনের খেলায় আমাদের ছাত্র-ছাত্রীরা প্রচুর আনন্দ পেয়েছিল। আর তাদেরকে খেলায় উৎসাহ দেওয়ার জন্য অন্যান্য ছাত্র-ছাত্রীসহ আমাদের শিক্ষক মন্ডলীর সকলেই হাততালি দিয়েছিলাম। পূর্ব প্রস্তুতি ছাড়াই একদিনের জন্য আমাদের বিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ছোট ছাত্রীরা বাস্কেট বল খেলায় দারুন উত্তেজনা ছড়িয়েছে এবং আনন্দ দিয়েছে। তাই আমি মনে করি প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানেরই উচিত লেখাপড়া করানোর পাশাপাশি সকল ছাত্র-ছাত্রীদের খেলাধুলায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করা। যাতে তাদের মন সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে এবং শারীরিকভাবে ফিট থাকে। ধন্যবাদ সবাইকে।
মামা আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন মহান বিজয় দিবস উদযাপনের তৃতীয় পর্ব। আপনার এই পোস্ট দেখে সেই স্কুল জীবনের স্মৃতির কথা আবারও মনে পড়ে গেল। স্কুলে থাকার সময় আমি বাস্কেটবল খেলা ২৬ শে মার্চ অনুষ্ঠানে দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম। ধন্যবাদ মামা এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আজকের আপনার এই পোস্টটি দেখে খুব ভালো লাগলো। এই পোস্টটি দেখে আমাদের স্কুল জীবনের কথা মনে পড়ে গেল। সেই সময় খুব সুন্দর সুন্দর কিছু মুহূর্ত অতিবাহিত করেছিলাম। তবে আমাদের এদিকে তেমন একটা বাস্কেটবল খেলা হয় না৷ আজকে যেভাবে আপনি বাস্কেটবল খেলা শেয়ার করেছেন তা আমি আগে কখনো দেখিনি৷