শহীদ মীর মুগ্ধ
আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন।
মুগ্ধের নাম হয়তো আপনারা সবাই শুনেছেন।তার সম্পুর্ণ নাম হলো মীর মাহফুজুর রহমান মুগ্ধ।খুলনা বিশ্ববিদ্যালয়ের গনিত ডিসিপ্লিনের ১৯ ব্যাচের ছাত্র।৪র্থ বর্ষে পড়াশোনা করতো।২০২৪ সালের কোটা আন্দোলনে শহীদ হয়।২০২৪ সালের জুলাই মাস থেকে শুরু হয় কোটার বিরুদ্ধে আন্দোলন।১৬ জুলাই শহীদ হয় রংপুর বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ।১৮ জুলাই ঢাকা,উত্তরা শত্রুপক্ষের গুলিতে নিহত হয় মীর মুগ্ধ ।গুলিটি তাহার মাথার বাম পাশভেদ করে বের হয়ে যায়।হসপিটাল নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।
মুগ্ধের একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে ওই দিন থেকেই সারা বাংলাদেশে নেট কানেকশন বন্ধ করে দেওয়া হয়।মূলত ৭ দিন ইন্টারনেট বন্ধ থাকার পর সেই ভিডিও ভাইরাল হয়।সেখানে দেখা যায় মুগ্ধ পানির বোতল নিয়ে বলতে থাকে পানি লাগবে পানি।সৈরাচারের হাতে মুগ্ধের প্রান যায়।
মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র।এবং আমি মুগ্ধের জুনিয়র। মুগ্ধ ভাই আমার ৩ ব্যাচ সিনিয়র।তিনি জনপ্রিয় ফ্রিল্যান্সিং সাইট ফাইবারে জব করতেন।এবং একজন নামকরা ফ্রিল্যান্সার ও ছিলেন।মুগ্ধ কে বাংলাী মানুষ ভুলতে পারিনি।ঠিক তেমনি খুলনা বিশ্ববিদ্যালয় ও ভুলতে পারিনি।
মুগ্ধের নামে খু্লনা বিশ্ববিদ্যালয়ে যত নামকরন করাহয়েছে।
১.মুগ্ধ তোরন
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নাম রাখা হয়েছে মীর মুগ্ধ তোরন।এটা বিশ্ববিদ্যালয় এর প্রধান গেট।দেখতে ভীষন সুন্দর।খুলনা - সাতক্ষীরা মহাসড়কে একটু পাশেই এটা অবস্থিত।
২.মুগ্ধ পানি কর্নার
একাডেমিক বিল্ডিং গুলোতে তার নামে বিশুদ্ধ পানির ফিল্টার বসানো হয়েছে।ছাত্ররা নিরাপদ পানি পান করছে।
৩.দেয়ালিকা
মীর মুগ্ধের জীবনী নিয়ে এজটি দেয়ালিকা বসানো হয়েছে।যেখানে মুগ্ধের জীবনের পুরো স্মৃতি সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।
৪.ফটোগ্রাফি
মুগ্ধের ছবি সম্বলিত একটি সুন্দর আকা হয়েছে।কালিগ্রাফি বললেও ভুল হবে না।রং তুলির এই ছবি যেন বাস্তবের একটা স্বাদ দেয়।
এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ে বিশেষ একটি দিন রাখা হয়েছে তার নাম অনুসারে।আসলে শহীদেরা কখনই মরে না বা মুছে যায় না।তারা বেচে থাকে আজীবন।
আমি-আরিফুল ইসলাম।স্টিমিট আইডি-@apulam. জাতীয়তা:বাংলাদেশী।বর্তমানে আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের গনিত ডিসিপ্লিন এ ২য় বর্ষে অধ্যায়নরত।২০২৫ সালের ফেব্রয়ারি মাসের ৪ তারিখে যুক্ত হয়েছি।ফটোগ্রাফি করার প্রবল ইচ্ছাশক্তি রয়েছে।পাশাপাশি ভ্রমন পছন্দ করি।স্বপ্ন দেখি বিশ্ব ভ্রমন করার। |