যার চলে যাওয়ার সে চলে যাবেই

আজ আমি আপনাদের সাথে কিছু ভাবনা শেয়ার করতে চাই। আমার মূল উদ্দেশ্য হলো,নিজের অনুভূতিগুলো আপনাদের সামনে তুলে ধরা। আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত দিয়ে লেখাটিকে আরও অর্থবহ করে তুলবেন। কোথাও ভুল থাকলে অবশ্যই জানাবেন।

Red and Black Retro Landscape YouTube Thumbnail background.png

আমাদের জীবনে অনেক সময় এমন কিছু মানুষ আসে, যাদের আমরা হারাতে চাই না। আমরা চাই তারা সবসময় আমাদের পাশে থাকুক। কিন্তু বাস্তবতা হলো,আমরা যাদের চাই, তারা সবসময় আমাদের চায় না। এটা মেনে নিতে আমাদের ভীষণ কষ্ট হয়।

বিশেষ করে যখন বয়স কম থাকে, তখন কারও চলে যাওয়া মানেই আমাদের কাছে এক ধরনের ভয়ানক ধাক্কা। আমরা তখন অনেক বাড়াবাড়ি করি, যেকোনো মূল্যে তাকে আটকে রাখার চেষ্টা করি। কিন্তু পরে বুঝি,এটা কেবলই এক ধরনের অস্থিরতা আর বোকামি ছিলো।

কারণ কেউ যদি চলে যেতে চায়, তবে সে ভেবেচিন্তেই সিদ্ধান্ত নেয়। আমরা যতই চেষ্টা করি না কেন, তাকে আটকে রাখা সম্ভব নয়। বরং এই সত্যটা মেনে নিলে আমরা অনেক দ্রুত শান্তি খুঁজে পাই।

অতিরিক্ত প্রত্যাশাই আমাদের অতিরিক্ত কষ্ট দেয়। তাই মনে রাখা দরকার,
যাওয়ার মানুষ যেতেই হবে।

image.png