অপেক্ষা
জীবন একটা যুদ্ধক্ষেত্র। আর সবথেকে বড় একটা বিষয় হচ্ছে, এই যুদ্ধক্ষেত্রে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম রূপ দেখা যায় ।এই যুদ্ধক্ষেত্রে কেউ টিকে থাকে, কেউবা সময়ের পরিক্রমায় হারিয়ে যায় এবং যে হারিয়ে যায় তাকে কেউ মনে রাখে না। এই যুদ্ধক্ষেত্রে সবাই শুধু বিজয়ীদেরকে মনে রাখে । দিনশেষে এটাই যেন প্রকৃতির নিয়ম।যাইহোক আমি গতকাল সন্ধ্যার একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে এখন চেষ্টা করবো, উপস্থাপন করার জন্য। আশা করি ভালো লাগবে।
জীবন নামক যুদ্ধক্ষেত্রের ময়দান জায়গাভেদে বিভিন্ন রকম হয়ে থাকে। এক একজনের ময়দান একরকম এবং এক একজনের চিন্তাভাবনা এক এক রকম। তবে দিনশেষে যে যাই বলুক সবাই ব্যস্ত নিজেকে এই যুদ্ধক্ষেত্রে টিকিয়ে রাখার জন্য।রাত্রি তখন সাড়ে আটটা বাজে। আমি মোটামুটি গ্রামের চেম্বারটা বন্ধ করে গাড়ির জন্য অপেক্ষা করছি এবং চিন্তা করছি যে বাড়ি ফিরে যাব। কারণ আজ আর ভালো লাগছে না, অনেক ক্লান্ত আমি ।
হুট করে আমার দৃষ্টি চলে গিয়েছে, সেই হোটেলের বার্বুচির দিকে। যাকে আমি অনেক আগে থেকেই চিনি । সে গরম গরম পরোটা ভেজে অপেক্ষা করছে। আসলে সেও চেষ্টা করছে তার জীবিকা যেন সচ্ছল ভাবে চলে সেজন্য। কারণ সময় এখন ভালো যাচ্ছে না। যাইহোক অপেক্ষা বড় কঠিন একটা জিনিস, এই সময় গুলো যেন কাটতেই চায় না।এই কঠিন সময়ে মানুষ কিভাবে যে,জীবন চালাচ্ছে তা একমাত্র তারাই জানে। যাইহোক সে এমন ভাবে অপেক্ষা করছে, যেন চাতক পাখির মতো। যাইহোক আমি একটু হলেও তার ব্যাথাটা বুঝতে পেরেছি কিন্তু আমার কিছু করার ছিল না । কারণ আপাতত অজানা আতঙ্কের কারণে, আমিও বাহিরের জিনিসের প্রতি আগ্রহ কমিয়ে দিয়েছি। হুট করে গাড়ি চলে এসেছে ,এখন আমাকে ফিরতে হবে ।



আপনার পোস্ট টা পড়ে খুব অনুপ্রাণিত হলাম। সত্যি ভাই এক একজনের জীবনে এক এক রকম সমস্যা। সবাই যে যার সমস্যা নিয়ে ব্যস্ত।
এখন জীবন যুদ্ধে সবাই ব্যস্ত।যদিও করোনার আগেও এই যুদ্ধ ছিল তবুও এখনের যুদ্ধটা খুবই ভয়াবহ আকারের।ধন্যবাদ আপনাকে দাদা।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
জীবন যুদ্ধে আমরা সবাই ব্যস্ত যার যার অবস্থান থেকে। সফলতা ব্যর্থতা পালাক্রমে দুটোই আসবে সবার জীবনে। এই নিয়েই আমাদের টিকে থাকতে হবে।
আমরা জীবন যুদ্ধে সবাই ব্যাস্ত। আপনার লেখাটি পড়ে অনুপ্রাণিত হলাম।
জীবনের কঠিন বাস্তব চিত্র তুলে ধরার জন্য ভাইকে অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।