আমাদের কাজ কর্মই আমাদের ভবিষ্যতের ফল নির্ধারণ করে।।
বাংলা ভাষার কমিউনিটি
Image Source-https://pixabay.com/photos/man-fall-action-falling-1838330/
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো।
“যেমন কর্ম তেমন ফল” এটি একটি চিরন্তন ও বাস্তব জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি প্রবাদ। মানুষের জীবনে কার্যত তার নিজের কর্মকাণ্ডের প্রতিফলন ঘটে। আমরা যা করি, তারই প্রতিক্রিয়া হিসেবে আমাদের জীবনে সুখ-দুঃখ, আনন্দ-বেদনা তৈরি হয়। ঠিক যেমন একটি বীজ থেকে গাছ, ফুল ফল ও ছায়া পাওয়া যায়। আমাদের কাজ কর্মও ঠিক তেমনি আমাদের ভবিষ্যতের ফল নির্ধারণ করে। জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তিগত, পারিবারিক বা সামাজিক এই নীতিরই প্রতিফলন দেখা যায়।
প্রায় প্রতিটি ধর্মেই কর্মফল বা কাজের প্রতিদান নিয়ে গুরুত্বপূর্ণ ধারণা রয়েছে । এই ধারণাগুলোর মূল কথা একটাই আমরা আমাদের নিজের কাজেরই দায়ভার বহন করি। কোন ধর্মই খারাপ বা মন্দকাজ সাপোর্ট করে না। সেটা যেই করুক না কেন। ভাল কাজের যেমন ফল পাওয়া যায়,ঠিক তেমনি মন্দ কাজের ফলই পাওয়া যায়। পাপের গড়া পূর্ণ হলে এমনি পাপীর জন্য পৃথিবী সংকীর্ণ হয়ে যায়।
বিশ্বের ইতিহাসে যারা মহান হয়ে উঠেছেন, তারা সবাই পরিশ্রম, সততা, এবং দায়িত্ববোধের মাধ্যমে সফল হয়েছেন। উদাহরণস্বরূপ, মহাত্মা গান্ধী অহিংস আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করে ভারতের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার শান্তিপূর্ণ কর্মপন্থা তাকে সারা বিশ্বের কাছে সম্মানিত করেছে। তেমনি নেলসন ম্যান্ডেলা, ২৭ বছর কারাবাস সহ্য করে দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াই করে একদিন দেশের প্রেসিডেন্ট হয়েছিলেন। আবার মানুষ হত্যা করেও তার কর্মফল ভোগ করে গেছে। অর্থাৎ যে যেমন করে যায়, পরবর্তী প্রজন্ম তাকে সেভাবেই স্বরন করে।
একজন কৃষক যদি মনোযোগ দিয়ে চাষ করে, সময়মতো সেচ ও যত্ন নেয়, তাহলে তার ফসল ভালো হয়। অন্যদিকে, যে কৃষক গাফিলতি করে, তার জমিতে ফসল হয় না বা নষ্ট হয়। এখানে কর্মের সোজা প্রতিফলন পাওয়া যায়। একজন ছাত্র যদি নিয়মিত পড়াশোনা করে, সময়কে মূল্য দেয়, তাহলে পরীক্ষায় ভালো ফল করে। আবার যে অবহেলা করে, তার ফলও সে ততটাই খারাপ পায়। কর্মের ফল পেতে বেশিদিন সময় লাগে না।
অনেক সময় আমরা দেখি কিছু মানুষ অসৎ পথে উপার্জন করে সাময়িকভাবে সুখে থাকে। কিন্তু শেষ পর্যন্ত তারা ধরা পড়ে, জেল খাটে বা সমাজে লাঞ্ছনার শিকার হয়। যেমন বহু দুর্নীতিবাজ নেতা বা ব্যবসায়ী শেষ জীবনে একাকী ও অপমানজনকভাবে জীবন শেষ করেন। কর্মের ফল থেকে কেউ রক্ষা পায় না। এমন উদাহরন অনেক রয়েছে। কিন্তু সে গুলো থেকে আমরা শিক্ষা নেয় না।
বিজ্ঞানের একটি নিয়ম আছে, “প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে”। এটি পদার্থবিজ্ঞানের হলেও, জীবনের ক্ষেত্রেও এটি কার্যকর। আমরা যেমন কাজ করবো, ঠিক তেমনই প্রতিক্রিয়া বা ফলাফল আসবে, তবে সময় অনুযায়ী। দুইদিন আগে আর পরে কর্মের ফল ভোগ করতেই হয়।
একজন সৎ ও পরিশ্রমী মানুষ সমাজে সম্মান পায়। তার কথা মানুষ বিশ্বাস করে। আবার একজন মিথ্যাবাদী বা ঠকবাজ হয়তো সাময়িক সুবিধা পেলেও দীর্ঘমেয়াদে সমাজ তাকে প্রত্যাখ্যান করে। এটি কর্মফলের সবচেয়ে বাস্তব উদাহরণ। আপনার আমার চারপাশেই এমন উদাহরণ রয়েছে।
পরিশেষে বলা যায়, “যেমন কর্ম তেমন ফল” কোনো কল্পকাহিনি নয়, বরং এটি জীবন চালনার একটি অপরিহার্য নীতি। আমাদের প্রতিটি কাজই ভবিষ্যতের ভিত্তি তৈরি করে। তাই উচিত, আমরা সবসময় ন্যায়নিষ্ঠ, সততা ও মানবতার পথে থাকি। কারণ আজকের ভালো কর্মই কালকের শান্তিময় জীবনের নিশ্চয়তা। আজকে যা করবো তার কর্মফলই আগামীকাল ভোগ করবো।
Image Source- https://pixabay.com/photos/assign-to-poke-finger-to-indicate-427537/
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
https://x.com/RamimHa74448648/status/1921624704315539903?t=SXbxfvRfDnlf68i06_Mscw&s=19
https://x.com/RamimHa74448648/status/1921624116039192927?t=8pBsNNtObRcy1B9py3dNzA&s=19