জীবনের অনিশ্চয়তা ও মানুষের দীর্ঘমেয়াদি পরিকল্পনা।।
বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।
মানুষের জীবন অতি ক্ষণস্থায়ী। কেউ জানে না তার আগামী এক সেকেন্ড কেমন হবে, আদৌ থাকবে কি না। অথচ আশ্চর্যের বিষয় হলো এই অনিশ্চিত জীবন নিয়েই মানুষ শতবর্ষের নিশ্চয়তা ধরে পরিকল্পনা করে। কেউ বাড়ি বানায় ১০০ বছরের গ্যারান্টি দিয়ে, কেউ ১০/২০ বছরের ডিপিএস বা এফডিআর করে, আবার কেউ দীর্ঘ মেয়াদী ব্যবসায়িক পরিকল্পনা সাজায়। বাস্তবতা হলো, জীবন যখন অনিশ্চিত, তখন এই দীর্ঘমেয়াদি প্রস্তুতির পেছনে মানুষের যুক্তি ও মানসিক প্রবণতা ভিন্ন ভিন্ন দিক থেকে ব্যাখ্যা করা যায়।
মানুষ যতই শক্তিশালী হোক না কেন, তার ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত হওয়ার ক্ষমতা নেই। একটি দুর্ঘটনা, হঠাৎ অসুখ, কিংবা প্রাকৃতিক দুর্যোগ মুহূর্তেই সবকিছু পাল্টে দিতে পারে। এমনকি এক সেকেন্ডের নিশ্চয়তা না থাকার কারণে মানুষ প্রতিদিন মৃত্যু ও অস্থিরতার আশঙ্কায় ঘিরে থাকে। তবুও জীবনের প্রতি একধরনের স্বাভাবিক আসক্তি মানুষকে বাঁচার আশা জোগায়।
এখন প্রশ্ন হলো—যখন আগামী মুহূর্তও অনিশ্চিত, তখন মানুষ কেন ১০ বা ২০ বছরের পরিকল্পনা করে? এর পেছনে রয়েছে কয়েকটি মনস্তাত্ত্বিক ও সামাজিক কারণ:
আশা ও স্বপ্ন
মানুষ স্বভাবতই আশাবাদী। আজকের কষ্টকর বাস্তবতার মাঝেও সে ভবিষ্যতের জন্য সুন্দর কল্পনা করে। বাড়ি বানানো, জমি কেনা বা ডিপিএস করা—সবকিছুই আসলে সেই আশার প্রতিফলন।
পরবর্তী প্রজন্মের চিন্তা
অনেকেই হয়তো জানেন না, তারা এই পৃথিবীতে আর কতদিন বেঁচে থাকবেন। তবুও সন্তান-সন্ততির জন্য একটি স্থায়ী নিরাপত্তা দিয়ে যেতে চান। এজন্য তারা দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেন, যেন নিজের অনুপস্থিতিতেও প্রিয়জনরা কষ্টে না থাকে।
সামাজিক মর্যাদা ও প্রতিযোগিতা
সমাজে টিকে থাকতে মানুষকে কিছু অর্জন দেখাতে হয়। একটি সুন্দর বাড়ি, জমি বা দীর্ঘমেয়াদি সঞ্চয় মানুষের সামাজিক অবস্থানকে শক্তিশালী করে। ফলে জীবন অনিশ্চিত জেনেও মানুষ এসব পরিকল্পনায় যুক্ত হয়।
অভ্যাস ও সংস্কৃতি
যুগ যুগ ধরে মানুষ শিখেছে—"আগামীর জন্য প্রস্তুতি নিতে হবে"। তাই এটি এখন একটি সামাজিক অভ্যাসে পরিণত হয়েছে। যেমন—বৃদ্ধ বয়সে আর্থিক নিরাপত্তার জন্য সঞ্চয় পরিকল্পনা করা বা সন্তানদের পড়াশোনার খরচ জোগাড়ের জন্য দীর্ঘ মেয়াদী প্ল্যান করা।
মানুষের জীবনে তাই এক অদ্ভুত বৈপরীত্য দেখা যায়। একদিকে জীবনের কোনো নিশ্চয়তা নেই, অন্যদিকে সেই অনিশ্চিত জীবন নিয়েই মানুষ শতবর্ষের স্বপ্ন দেখে। কখনও কখনও এই দ্বন্দ্ব মানুষকে বিভ্রান্ত করেআমি কি আজকের দিনটা উপভোগ করব, নাকি ভবিষ্যতের জন্য ত্যাগ করব?
এই বিষয়টি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। জীবন ক্ষণস্থায়ী—তাই ভবিষ্যতের পরিকল্পনা যেমন জরুরি, তেমনি বর্তমান মুহূর্তটিকে উপভোগ করাও সমান গুরুত্বপূর্ণ। কেবল দূরের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত থেকে বর্তমানকে অবহেলা করলে জীবন একঘেয়ে ও দমবন্ধ হয়ে যায়। আবার শুধু আজকের আনন্দে মেতে থেকে ভবিষ্যৎ অগোছালো করে ফেললেও সমস্যার শেষ থাকে না।
মানুষ জানে না তার জীবন কতটুকু দীর্ঘ হবে। কিন্তু সেই অজানার মাঝেই সে গড়ে তোলে শতবর্ষের স্বপ্ন। এটি মানবজাতির অদম্য আশার প্রতীক, ভবিষ্যতের প্রতি আস্থা ও সংগ্রামের চিত্র। তাই জীবন অনিশ্চিত হলেও পরিকল্পনা করতে হবে—তবে সেই সাথে বর্তমানকেও সুন্দরভাবে বাঁচতে হবে।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server