সস্তা ভাই ||@shy-fox 10% beneficiary
যদিও তার ডাকনাম আছে, তবে তার কাছে সস্তায় অনেক কিছু পাওয়া যায় বিধায় সবাই তাকে সস্তা ভাই বলে ডাকে। বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলের মানুষ তাকে এই নামেই ডাকতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে এবং সব থেকে মজার বিষয় হচ্ছে, গ্রামের এমন কোনো মানুষ নেই যে তাকে চেনে না। হোক সে ছোট কিংবা বড় সবার কাছে, পরিচিত সস্তা ভাই নামে।
গত কয়েকদিন থেকে নিম্নচাপের কারণে মোটামুটি আবহাওয়া খুব একটা ভালো ছিল না, থেমে থেমে প্রতিনিয়ত বৃষ্টি হয়েছে এবং এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং এই নিম্নচাপ একটা আলাদা সংকেত দিচ্ছে। মনে হচ্ছে যেন এরপরই শীত নেমে আসবে।বাড়ি থেকে একদম বের হওয়া বন্ধ করে দিয়েছি। কারণ বের হলেই যদি ঠান্ডা লেগে যায় এবং আমার ঠান্ডা লাগলে বাবুর ঠান্ডা লেগে যেতে পারে। এই ভয়ে মোটামুটি বাড়ির ভেতরেই থাকছি।


আসলে মূলত তার কাছ থেকে, আমি অনেক আগে থেকেই চানাচুর কিনি। কারন সে নিজে হাতে চানাচুর বানায়।আর হাতে বানানো চানাচুর গুলো খাওয়ার আলাদা একটা মজা থাকে। এই জন্যই তার কাছ থেকে মূলত চানাচুর কেনা হয়।
যেহেতু মাঝে সে দীর্ঘদিন আসেনি, তাই তার চানাচুর গুলো অনেক আগেই আমার শেষ হয়ে গিয়েছিল। তাই দীর্ঘদিন পরে তাকে হঠাৎ করে দেখলাম, তখন তাকে দেখে ভালই লাগল এবং নতুন করে চানাচুর কেনার আগ্রহ প্রকাশ করলাম। যাইহোক সকাল বেলাটা আমার এই ভাবেই শুরু হয়েছে।

সস্তা ভাই সবার কাছে এতটাই পরিচিত যে, আজকে যখন সে গ্রামে ঢুকেছে তখন গ্রামের রাস্তায় প্রচুর কাঁদা ছিল। যার কারণে গ্রামের মানুষজন তাকে সহযোগিতা করেছে। কারন সবার কাছে সে ভীষণ ভালোভাবে পরিচিত। আমি মনে করি একটা মানুষ যদি সকলের কাছে পরিচিত হয়, তাহলে সবাই তাকে ভালোভাবেই সহযোগিতা করার চেষ্টা করে। আসলে মানুষের ভালো আচরণ মানুষের কাছে,নিজেকে পরিচিত করতে সহযোগিতা করে। যার বাস্তব উদাহরণ সস্তা ভাই৷
আপনি ঠিক বলেছেন আপু মানুষের আচার-ব্যবহারই সব। তেমনই একজন সস্তা ভাই। তার আচরণে সবাই মুগ্ধ এজন্যই তাকে সবাই হেল্প করেন এবং তার কাছ থেকে প্রয়োজনীয় সামগ্রী গুলো কিনে থাকেন। গল্পটা সত্যি ভালো লেগেছে। আশা রাখছি এ রকম বাস্তবচিত্রের গল্প আমাদের মাঝে আরো পরিবেশন করেন। শুভেচ্ছা ও অভিনন্দন রইল আপু।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।
এমন মানুষগুলোর জন্য মন থেকে দোয়া এবং ভালোবাসা।
কারণ এরা তাদের জীবনটা দুর্নীতিহিন ভাবেই কাটিয়ে দিলো।এরা সারাজীবন মানুষের মুখে হাসি ফুটিয়ে যায়।
অনেক ভালো লাগলো আপু আপনার লেখাগুলো পড়ে।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।
সস্তা ভাইয়ের আস্তা কাহিনি, উপস্থাপনা সবার পছন্দের মত হয়েছে। সবমিলিয়ে সুন্দর লাগল।
ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর মন্তব্য করেছেন।
সস্তা ভাই - সুন্দর হেডিং ইউজ করেছেন। লোকটিকে নিয়ে অনেক সুন্দর উপস্থাপনা করেছেন।আপনাদের এলাকার রাস্তাগুলোর অবস্থাও বেশ খারাপ।ধন্যবাদ আপু।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।