সিদ্ধান্তহীনতা!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
মাঝে মাঝে এমন কিছু মূহুর্ত আসে যখন আমরা কোন সিদ্ধান্ত নিতে পারি না। আমাদের ঠিক কী করা উচিত আমরা সেটা বুঝতে পারি না। আমাদের মন মস্তিষ্ক সম্পূর্ণ ভিন্ন পথ দেখাই। দুজন কখনোই এক হতে পারে না। তখন না যায় বিবেকের কথা শোনা না যায় মনের কথা শোনা। একটা সংকটময় পরিস্থিতির তৈরি হয়। একটা বছর কীভাবে যে কেটে গেল ঠিক বুঝে উঠতে পারলাম না। একটা বছরে এতোকিছু ঘটে গিয়েছে সেটা চিন্তা করলেও কেমন জানি অবাস্তব মনে হয়। ও চলে যাওয়ার পরে বেশ কয়েকমাস বিশ্বাস করতে পারতাম না। সবকিছুই স্বপ্ন বলে মনে হতো। কিন্তু যখন সেটা বাস্তব হিসেবে মেনে নিলাম। আবার সবকিছুই আবার স্বাভাবিকভাবে নিতে শুরু করলাম। ততদিনে ওর এই ব্যাপার টা আমি কয়েকজন কে বলেছি। না খুব বেশি না তিন চার জনকে। সবাই আমার পরিবারের মানুষ তারা।
ধীরে ধীরে ওকে যখন ভুলে যেতে বসেছি। ৮ মাস কেটে গিয়েছে। এরপর হঠাৎ একদিন আবার ফোন দেয় ও। তক্ষণাৎ আমার কী রিয়্যাক্ট করা উচিত ছিল আমার তো জানা নেই। তবে আমি স্বাভাবিক ভাবেই কথা বলার চেষ্টা করলাম। একে একে সে নিজেও অনেক কিছু বলল। তার ভাষ্য এটাই সে আমাকে ধোঁকা দেয়নি। পুরোটাই ছিল একটা ভুল বোঝাবোঝি। আর ও নিজেও ঐরকম করতে বাধ্য হয়েছিল। বিশ্বাস করব কীনা অথবা কতটুকু করব আমি তখন এই দ্বিধায় আছি। কিন্তু আমার দ্বিধা আমার বিবেক ততক্ষণে হার মেনে নিয়েছে অন্য জায়গাই। সেই দূর্বলতা। এতকিছু হয়ে যাওয়ার পরেও ওর প্রতি আমার ভালোবাসা টা আগের মতোই ছিল। যদিও অনেকের ভাষ্যমতে এটা আমার বোকামি ছাড়া আর কিছু না।
তারপর থেকে মোটামুটি যোগাযোগ আছে আমাদের। তবে ইদানিং নতুন এক সমস্যায় পড়েছি আমি। আমার কাছের দুই একজন মানুষ আমার পরিবারের সদস্য তারা চাই না আমি ওর সাথে যোগাযোগ রাখি। ওদের কথা যে মানুষ একবার ধোকা দিতে পারে সে আবারও ধোকা দিতে পারে। আমি যেন ওর সাথে যোগাযোগ না রাখি। এদিকে ও নিজেও রয়েছে অনেক সমস্যায়। এমন সমস্যা যেটা তৈরি হয়েছে ওর ভুলের জন্য। ও ওর পরিবারের কাছে সেটা না বললেও আমাকে বলেছে। এখন ঠিক আমার অথবা আমাদের কী করা উচিত কিছুই জানি না বা বুঝতে পারছি না। গতদিন কথা বলার সময় ও নিজে থেকেই বলল ইমন আমরা যোগাযোগ বন্ধ করে দেয়। ও নিজেও আর আমাকে এসবের মধ্যে জড়াতে চাইছে না।
যদি আমি নিজের ভালো টা চিন্তা করতাম অন্য ছেলেদের মতো। তাহলে হয়তো ওর সাথে যোগাযোগ বন্ধ করে দিতাম। ওর যা হয় হোক তাতে আমার কী। কিন্তু এমন মনোভাব আমি দেখাতে পারলাম না। এমন চিন্তা করতেও পারলাম না। কেন জানি আমার ইচ্ছা হলো না ওকে এভাবে এই খারাপ সময়ে ছেড়ে যেতে। সৃষ্টিকর্তা যেটা ভালো সেটাই করবে। আমার কী করা উচিত আমি সত্যি জানি না। তবে আমার মনে হচ্ছে ওকে ছেড়ে যাওয়া আমার উচিত হবে না। এতো কিছুর পরেও এখনও আমি ওর সাথে কথা বললে সেই প্রশান্তি টা পাই যেটার অনুসন্ধান মানুষ সারাজীবন ধরে করে। বড়জোর কী হবে পরিবার মেনে নেবে না। সমাজের মানুষ বাজে কথা বলবে। এর থেকে বেশি কিছু তো হবে না। কিন্তু আমার উচিত হবে না ওকে ছেড়ে দেওয়া।
কথাগুলো একটু বেশিই আবেগপ্রবণ মনে হতে পারে। কিন্তু সেগুলো সবই বাস্তব।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
https://x.com/Emon423/status/1949392808307245173?t=Bl5l2SNlDcpraT-20HmnKg&s=19
https://x.com/Emon423/status/1949393007670870473?t=PGhDylyx8GGiX1prxcTsrg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
"জীবনে এমন কিছু মানুষ আসে, যাদের চলে যাওয়াও কষ্ট দেয়, আবার ফিরে আসাটাও প্রশ্ন তৈরি করে। ভালোবাসা অনেক সময় ক্ষমা করতে শেখায়, কিন্তু বিশ্বাস হারিয়ে গেলে সম্পর্কের ভিতটা নড়বড়ে হয়ে যায়। তাই কখনও কখনও সঠিক সিদ্ধান্ত মানে হৃদয় ভেঙে হলেও বাস্তবের পথে হাঁটা। হয়তো কেউ আমাদের অনুভূতি বুঝবে না, তবে নিজের শান্তি আর ভবিষ্যতের স্থিতি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।