আমরা একা নাকি নিঃসঙ্গ....???|পর্ব -১)
হ্যালো বন্ধুরা
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সকল সদস্যগণ,কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি।
আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার।তারই ধারাবাহিকতা বজায় রেখে নতুন একটি পোস্ট শেয়ার করছি।আশাকরি আমার আজকের পোস্ট টি আপনাদের ভালো লাগবে।
আমরা একা নাকি নিঃসঙ্গ
একা এবং নিঃসঙ্গ এই দুটো কথার মাঝে একটা সুক্ষ্ম রেখা আছে,ব্যবধান আছে।একটা মানুষ একা থাকতে ভালোবাসে তারপরও সে কোনো না কোনো ভাবে কারো সাথে যুক্ত আছে তার বাড়িতে লোকজন আসে তার খোঁজখবর নেয় সেটা ঠিক আছে, কিন্তু একটা মানুষ নিঃসঙ্গ!!যে কারোর সাথে কথা বলে না কেউ তার খোঁজ নেয় না সে অন্য লোকের সাথে কোনোভাবে যুক্ত নয়!এটা হচ্ছে নিঃসঙ্গ।আপনি কোনটা?আপনি যে বা যাই হোন না কেনো মন থেকে নিজেকে প্রশ্ন করুন আপনি কি ঠিক আছেন?
রিসেন্ট একটি ঘটনা নিউজে দেখলাম ৪১ বছর বয়সী একজন পাকিস্তানি অভিনেত্রীর তাঁর ভাড়া করা ফ্ল্যাট থেকে দীর্ঘ নয় মাস পর পঁচা গলা দুর্গন্ধযুক্ত লাশ উদ্ধার করা হয়েছে।অথচ এই অভিনেত্রীর অসংখ্য ফ্যান ফলোয়ার্স রয়েছে।কিন্তু তাঁর পরিবারের সাথে সম্পর্ক ভালো ছিলো না।আজ থেকে নয় মাস আগে তিনি সোশ্যাল মিডিয়ায় একটিভ ছিলেন ৭ অক্টোবর ২০২৪ এ তিনি লাস্ট ১৪ জনের সাথে কথা বলেন,তারপর থেকে তাঁর মোবাইল আর একটিভ ছিলো না।নয় মাস পর তার ফ্ল্যাট থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এই দীর্ঘ সময়ে কেউ তার খোঁজ করলো না?
পুলিশ তদন্তে জানা যায় তার পরিবারের সাথে ভালো সম্পর্ক ছিলো না!বর্তমান সময়ে পরিবারের সাথে খারাপ সম্পর্ক এটা বেশিরভাগ মানুষের জীবনেই ঘটছে।কিন্তু তাইবলে কি পরিবারের একজন মানুষও তাঁর খোঁজ নেওয়ার মতো ছিলো না?পরিবার বাদই দিলাম!তার সহকর্মী তার বন্ধুবান্ধব কেউ তাঁকে ফোন করে একবারও খোঁজখবর নিলো না,যে সে কেমন আছে?তার বাসায় কি কোনো কাজের মানুষ ছিলো না??যে নয় মাস পর পুলিশ তাঁর পঁচা গলা দুর্গন্ধযুক্ত মৃতদেহ উদ্ধার করেছে!!
আমরা সবাই একা থাকতে ভালোবাসি এবং দিনশেষে আমরা সবাই এক!কিন্তু আমরা নিঃসঙ্গ কি-না সেটা ভাবতে হবে।আপনি আমি হয়তো যে যার জায়গা থেকে প্রচন্ড সাকসেস,সবদিক থেকে পরিপূর্ণ কিন্তু দিনশেষে খোঁজ নেওয়ার মতো কেউ নেই!বর্তমান সময়ে সবাই নিজেকে নিয়ে বেশি ব্যস্ততা দেখাই এবং অন্যের সাথে যোগাযোগ করার মতো সময় বা ইচ্ছে কোনোটাই আমাদের নেই।আপনি আমি কি এতোটাই ব্যস্ত যে দিনশেষে পরিবার আপনজনদের খোঁজখবর নেওয়ার মতো আমাদের হাতে সময় নেই?এভাবেই একদিন আমাদের আশেপাশের লোকজন কমতে শুরু করে আর তখন আমাদের খোঁজ নেওয়ার মতো লোকজন থাকে না।কিন্তু এই ঘটনা টি দেখে মনে হলো
অকারণে ফোন করে খোঁজ নেওয়ার মতো অযথা কথা বলা কেমন আছিস!কয়দিন ধরে খোঁজখবর পাচ্ছি না?বলার মতো লোকের জীবনে দরকার আছে।
আমার মনে হয় আপনজন হোক বা পরিচিত যে কারণে অকারণে খোঁজখবর নেয় তাদের রাখতে হবে নিজের জীবনে তাতে করে অন্তত চার পাঁচদিন একটিভ না দেখলে অন্তত খোঁজ নিবে যে ঠিক আছি কি-না কিছু হয়েছে কি-না এই কথা শোনার লোকজন জীবনে দরকার আছে।বর্তমান সময় আমরা মানুষের কথা শোনার চেয়ে কথা শোনাতেই বেশি স্বাচ্ছন্দ বোধ করি আর তাই অন্য রা কে কেমন আছে জানার প্রয়োজন বোধ করি না!কিন্তু আমাদের জীবনে কথা শোনানোর না...কথা শোনার লোকের দরকার।বেশকিছু দিন হলো একান্তই ব্যক্তিগত কিছু কারণে আমি খুবই মানসিক ভাবে বিপর্যয়ের মধ্যে ছিলাম বা এখনো আছ।আর তাই যারা অকারণে খোঁজখবর নেয় অযথা কথা বলার জন্য ফোন দেয় তাদের থেকে আমি বিরত থাকতে চেয়েছিলাম।কিন্তু এই ঘটনা টি দেখার পর আমার মনে হয় অকারণে অযথা কথা বলা লোক গুলো আমাদের জীবনে খু্ব দরকার আছে।
চলবে.......
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.