সুন্দর ভাবনা ও অল্প আত্ম সন্তুষ্টি পারে সুন্দর জীবন উপহার দিতেsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago

sunset-110305_1280.jpg
কপিরাইট ফটো সোর্স -পিক্সাবেয়

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন আজকে আমি আপনাদের সাথে জীবনের কিছু বাস্তবতা তুলে ধর। আচ্ছা কেন এত অর্থ আয় করছেন, কি হবে এত অর্থ দিয়ে? যদি নিজেকে সময় দেওয়ার মতো সময়ই না পান। অতিরিক্ত অর্থের পিছনে ছুটে নিজেকে ব্যস্ত রাখলে জীবনকে উপভোগ করতে পারবেন না।

নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালবাসলে এটা অপরাধ নয়। নিজের উপর বিশ্বাস ও আস্থা রাখুন। কেননা বিশ্বাস এবং আস্থা ছাড়া কখনোই সামনে এগিয়ে যেতে পারবেন না।

জীবনের কঠিন সময় ও চরম বাস্তবতার মধ্যেও ভালো থাকা যায়। যদি আপনি অল্পতে সন্তুষ্ট থাকেন। শুধু ভাবুন আমাদের সৃষ্টিকর্তা যাই দিয়েছেন অল্পতেই সন্তুষ্ট। জীবনের প্রতি ইতিবাচক চিন্তা করুন। ইতিবাচক চিন্তা আপনার জীবনের সফলতা বয়ে আনবে। কথায় আছে আপনার সুখটা আপনার ভাবনাতে।

yoga-2176668_1280.jpg
কপিরাইট ফটো সোর্স -পিক্সাবেয়

জীবনে ভালো খারাপ সময় থাকতেই পারে তাই বলে হেরে যাওয়ার ভয়ে পালিয়ে যাওয়ার অপশন নেই। পালিয়ে যাও বলতে হেরে যাওয়া বা হার মেনে নেওয়া। লেগে থাকা মানে সফল হওয়ার যোগ্য।

আমাদের সবাই চাই সুন্দর এবং সফল জীবন। কিন্তু তার জন্য চাই আপনার সুন্দর ভাবনা এবং আপনার যা আছে তাই নিয়ে সুখে থাকা। আপনার সুন্দর ভাবনা এবং অল্প আত্ম সন্তুষ্টি পারে আপনাকে সুখী জীবন উপহার দিতে। এই পৃথিবীর কোন কিছুই অসুন্দোর নয় শুধু অসুন্দর আমাদের অসুন্দর ভাবনা।

সবাই অনেক ভাল থাকবেন।

ধন্যবাদ