লাইফ স্টাইল -- "পূজোর ছুটি পেয়ে বাড়ির পথে "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।
পূজোর ছুটি পেয়ে বাড়ির পথেঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি শেয়ার করে নেবো লাইফ স্টাইল পোস্ট।মনের অনুভূতি গুলো আপনাদের কাছে প্রকাশ করতে না পারলে একদম ই ভালো লাগে না।তাইতো আজ হাজির হয়ে গেছি নতুন একটি পোস্ট নিয়ে। আজ সকাল সকাল রওনা হয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে অর্থাৎ শ্বশুরবাড়ির উদ্দেশ্যে।যদিও বাড়িতে কেউ থাকে না।ছেলের স্কুল পূজোর ছুটি বেশ কিছুদিন পেয়েছি।তাই আর দেরী করিনি।ছেলের পড়ার নোট নিয়ে কিছু কাপড় গুছিয়ে রওনা দিয়ে দুপুরের আগেই পৌঁছে গেলাম বাড়িতে।আমার আম্মুকে সাথে করে নিয়ে এসেছি।একা একা বাড়িতে থাকতে ভালো লাগে না আমার।বড় বাড়ি কেউ নেই তাই আম্মুকে নিয়ে এসেছি।নিজের গাড়িতেই রওনা হলাম।
সবুজ প্রকৃতি আমার খুব পছন্দ।তাই সময় সুযোগ হলেই শহুরে জীবনকে ছুটি দিয়ে গ্রামীণ পরিবেশে সময় কাটাতে ভীষণ ভালো লাগে।প্রকৃতি প্রেমী মানুষ আমি।চারিদিকে পাখির কিচির মিচির মনকে শান্তি দেয়।নেই কোন গাড়ির হর্ণ।নেই কোন কোলাহল।এখানে আছে পাখির ডাক আর বাতাসের মিষ্টি গন্ধ।মনকে প্রশান্তি এনে দেয়।
আজ ছিল শুক্রবার।ছুটির দিন।জ্যাম খুব একটা পথে হবে না।কিন্তু পথে নেমে দেখি লোকে লোকারণ্য।ছুটি পেয়ে আমার মতো অনেকেই শহর ছেড়ে গ্রামে ছুটছে।তাই পথে বাস আর বাস।আর অনেক বেশী লোকজন খুব সকাল থেকেই দেখতে পেলাম রাজপথে।
সবুজ প্রকৃতি দেখতে দেখতে বাড়িতে দুপুরের মধ্যে পৌঁছে গেলাম আমরা।এরপর খাওয়া-দাওয়া করে কিছু সময় বিশ্রাম নেই।এরপর আমি বাড়ির সবার সাথে মোবাইলে যোগাযোগ করি।কারন হঠাৎ করে বাড়িতে আসাতে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদেরকে জানাতে পারিনি যে আমি আজ বাড়িতে আসবো।এরপর এখন পোস্ট লিখতে বসে গেলাম।কারন আপনাদেরকে ও তো জানাতে হবে আমি কোথায় আছি।মনের সুন্দর কিছু অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করে নিলাম।বাড়িতে থাকা এই সময়গুলো ভীষণ ভালো কাটবে আমার।
সময় গুলো কিভাবে কাটবে তা অবশ্যই জানাবো আপনাদেরকে।আর সুন্দর কিছু অনুভূতি আমার মন জুড়ে থাকবে,এই প্রকৃতির মাঝে আবার আসার আগ পর্যন্ত।
পোস্ট বিবরন
শ্রেণী | লাইফ স্টাইল |
---|---|
ক্যামেরা | Galaxy A16 |
পোস্ট তৈরি | @shimulakter |
লোকেশন | ঝালকাঠী,বাংলাদেশ |
আজ এখানেই শেষ করছি।আবার হয়ত হাজির হয়ে যাব অন্য কোন পোস্টে ভিন্ন কিছু অনুভূতি নিয়ে।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
বেশ ভালো করেছেন পুজোর ছুটিতে বাড়িতে গিয়ে। এই কোলাহলপূর্ণ শহর ছেড়ে কিছুটা সময়ের জন্য হলেও প্রকৃতির শান্ত পরিবেশে কাটানো যাবে। বেশ ভালো সময় কাটুক আপনার বাড়ি্তে এই দোয়া করি। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।