" ঢাকায় এসে বাবার বাড়ির সবাইকে ঈদের দাওয়াত করলাম "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।
ঢাকায় এসে বাবার বাড়ির সবাইকে ঈদের দাওয়াত করলামঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে।আজকের ব্লগটি লাইফ স্টাইল ব্লগ।আশাকরি আমার আজকের লাইফ স্টাইল ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে।আজকের ব্লগটির বিষয় হচ্ছে ঈদের পরবর্তী সময়ে বাবার বাড়ির সবাইকে ঈদের দাওয়াত করে খাওয়ানোর কিছু অনুভূতি। আপনারা অনেকেই হয়তো জানেন এবার ঈদুল ফিতরের ঈদ আমি আমার শ্বশুরবাড়িতে করেছিলাম।তাই ঢাকা এসে বাবার বাড়ির সবাইকে ঈদের দাওয়াত দিয়েছিলাম। আম্মু যেহেতু আমার এখানে ই আছেন।তাই ভাইয়া,ভাবি ও বোন ও ওদের ছেলেমেয়েদের নিয়ে আসতে বললাম।আর এও বললাম, তোমাদের ঈদের দাওয়াত,,সবাই এসো।বাবার বাড়ির সবাইকে দাওয়াত দিলে ও এবার কিন্তু বাবা নেই।এই প্রথম বাবাকে ছেড়ে ঈদ করলাম।মনটা খুব খারাপ ছিল ঈদের আগের দিন।এবার ঈদে আম্মু আমার সাথে ছিল বলে কষ্টটা চাপা হয়ে রইলো।বাবার জন্য কষ্ট পাচ্ছি জানলে আম্মু আরো বেশী ভেঙ্গে পরবে।তাই নিজেকে সংযত করেছিলাম ঈদের দিন।
সবাইকে সকালে আসতে বললেও সবাই ১১ টার পরই এসেছিল।আমি সকালের নাস্তা তৈরি করেছিলাম।নাস্তার জন্য পরোটা দোকান থেকে আনাবো কিন্তু ঈদের পর হোটেল সব বন্ধ ছিল।কি আর করার নিজের হাতেই রুটি গুলো তৈরি করেছিলাম আমি।এরপর আলুর দম,মুরগি ভুনা,সেমাই,হালুয়া,শরবত এসব কিছুই আমি সকালবেলাই তৈরি করে নিয়েছিলাম।সবাই এলে আগে শরবত দিয়েছিলাম।যে গরম পরেছে।তাতে শরবত পান করলে শরীর শীতল হয়।
আমি আগের দিন বেশকিছু রান্না রেডি করে রেখেছিলাম।তাই সবাই আসার পর সবার সাথে বসে একসাথে গল্প করেছিলাম।সবাই আমার কাছে জানতে চাইছিলো এবার ঈদ বাড়িতে কেমন কাটলো? সত্যি কথা বলতে ঈদ আনন্দ বয়ে আনে।তবে কাছের মানুষ গুলো থাকলে ঈদের আনন্দ একেবারেই জমে যায়।যেহেতু বাড়িতে এখন কেউ ই নেই এজন্য আত্মীয়-স্বজন ও পাড়া প্রতিবেশীদেরকে নিয়েই ঈদ উৎসব ভালো ই কেটেছিলো।
আমি দুপুরের খাবারের জন্য পোলাও,চিকেন রোস্ট, কাবাব,ঝাল গোশত,কাতল মাছ ভুনা রান্না করেছিলাম।আর আমার প্রিয় পছন্দের আম ডাল ও আমি রান্না করেছিলাম।সবাই খুব মজা করেই খেয়েছিল।বোন আসার পর সবার জন্য আইসক্রিম এনেছিল।আমরা সবাই দুপুরের খাবারের পর সবাই মিলে আইসক্রিম খেয়েছিলাম।বাচ্চারা ও খুব আনন্দ করেছিলো একসাথে হয়ে।ভাই,বোন মিলে সবাই একসাথে হতে পেরে সত্যি ই ভীষণ ভালো লেগেছিলো।ভাইয়া আমাকে দাওয়াত করেছিলো বাড়ি থেকে আসার আগেই ওর বাসায় যেতে।আমি না করেছি।কারন আমার ছেলের এক্সাম তাই।আমি তখন ই বলেছিলাম এবার আমার বাসায় এসে একসাথে সবাই মিলনমেলা হবে।আর হয়েছে ও তাই।সেদিনটা খুব সুন্দর কেটেছিল।সেই অনুভূতি গুলো আজ আপনাদের মাঝে শেয়ার করে নিলাম।আশাকরি আপনাদের কাছে ভালো লেগেছে।
আজ আর নয়।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার দেখা হবে অন্য কোন ব্লগে।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেনি | লাইফ স্টাইল |
---|---|
প্রয়োজনীয় ডিভাইস | Samsung A 20 |
ফটোগ্রাফার | @shimulakter |
স্থান | ঢাকা |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
X-promotion
মেহমান আসলে আগে থেকে কিছুটা প্রস্তুতি সেরে নিলে সুবিধা হয়। কারণ যে সময় মেহমান আসে তখন সময়ের অভাবে সবকিছু পারফেক্ট ভাবে করা যায় না। ঢাকায় এসে বাবার বাড়ির সবাইকে ঈদের দাওয়াত করে খাওয়ালেন শুনে খুশি হলাম। এর মাধ্যমে পারিবারিক বন্ধন মজবুত হয়। খাবার দাবার ভালোই ছিল। ধন্যবাদ।
https://x.com/shimulakter002/status/1910756727806447617?t=YsJHg5M7OrCLlLu7rRLkgw&s=19
https://x.com/shimulakter002/status/1910758714723705263?t=Om8VE-DgKp-xkJrFOuN9dA&s=19
https://x.com/shimulakter002/status/1910760445004439603?t=82kgGxr9KagjAoqwLqgvCw&s=19
https://x.com/shimulakter002/status/1910761967372935431?t=GlRW01NcKFzyvzEvE57A7w&s=19
https://x.com/shimulakter002/status/1910763057837465866?t=BnFww2WjLi97jmqbUh484A&s=19
https://x.com/shimulakter002/status/1910763818868744563?t=hD7d0Hfr3eG54ZTdzAuFew&s=19
https://x.com/shimulakter002/status/1910766430733091033?t=IJSCbp67mVDpDokl1-FiiQ&s=19
https://x.com/shimulakter002/status/1910767765620756666?t=-a6v-bac4UjEIP60cLV5-Q&s=19