জীবনে দু'জন ভালোবাসার মানুষ (পর্ব - ০৩) শেষ পর্ব

in আমার বাংলা ব্লগ2 months ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো।

balloons-1046658_1280.jpg

ইমেজ সোর্স

দ্বিতীয় পর্বের লিংক

আমার ঠাকুরদা অসুস্থ হয়ে কিছুদিনের মধ্যেই হঠাৎ করেই আমাদের সকলকে ছেড়ে চলে যান। কিন্তু ব্যাপারটা কেন জানি এখনো মেনে নিতে পারি না। আর পুরনো স্মৃতিগুলো যখন মনে পড়ে তখন বেশি করে মিস করি ঠাকুরদাকে। ইচ্ছে করে ঠাকুরদাকে জড়িয়ে ধরে বলি যে তাকে আমি কতটা ভালোবাসি।ঠাকুরদাকে হারানোর পর ভালবাসার মানুষকে হারানোর কষ্টটা যে কতটা সেটা বুঝতে পারি। এখন আমাদের মাঝে আরেকজন ভালোবাসার মানুষ আছে সেটি হলো আমার ঠাকুরমা। আমার ঠাকুমারও অনেক বয়স হয়ে গেছে। তাকে হারিয়ে ফেলার ভয়ও একটা কাজ করে মনের মাঝে।

এসব ভাবলে মনটা অনেক খারাপ লাগে আর পুরনো দিনের কথাগুলো বেশি করে মনে পড়ে যায়। ইচ্ছে করে সেই পুরনো দিনগুলোতে ফিরে যেতে। কিন্তু সেটা তো আর সম্ভব নয়। তাই বাস্তবতাকে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে চলতে হবে। আর আমি এটা সব সময় মনে করি আমার দুজন ভালোবাসার মানুষ আমার ঠাকুরদা ঠাকুরমা তারা যখন যেখানেই থাক না কেন তারা সব সময় আমার সাথে আছেন আর সেই ছোটবেলার মতোই আমাকে আগলে রাখছেন। এতোটুকুই ছিল আজকে তোমাদের সাথে শেয়ার করার। তোমাদের জীবনেও এরকম ভালোবাসার মানুষ রয়েছে, সেই সব গল্প শুনতেও বেশ ভালো লাগে আমার। তোমরা তোমাদের গল্পগুলো আমাদের জানাতে পারো।


◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾

শ্রেণীলাইফ স্টাইল
লোকেশনবারাসাত, নর্থ চব্বিশ পরগনা, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্টটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Add a little bit of body text_20240911_022744_0000.png

Sort:  
 2 months ago 

আপনার ঠাকুরদা ওপারে ভালো থাকুক এটাই আশা ব্যক্ত করছি। যদিও বা আপনার একজন ভালোবাসার মানুষ বা কাছের মানুষ আপনাকে ছেড়ে চিরতরে চলে গেছে তার পরেও আপনার কাছে আরো একজন আপন মানুষ রয়েছেন। তিনি হলেন আপনার ঠাকুরমা। অবশ্যই তার যথাযথ সেবা করবেন ভাই। যতদিন তিনি বেঁচে আছেন সর্বদা ওনার যত্ন করবেন।

 2 months ago 

আমাদের আপনজন যদি হঠাৎ করে এভাবে চলে যায়, তাহলে সত্যিই খুব খারাপ লাগে। আপনার ঠাকুরদা ওপারে খুব ভালো থাকুক, সেই কামনা করছি। আপনার পোস্ট পড়ে আমারও বেশ কিছু স্মৃতি মনে পড়ে গেলো। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।