লাইফ স্টাইল।। প্রাইভেট শেষে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার কিছু মুহূর্ত।।
হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ (১৬/০৪/২০২৪) রোজ: মঙ্গলবার
সবাইকে জানাই নববর্ষের প্রাণঢালা শুভেচ্ছা ।
💞 শুভ বিকেল 🌸
গতকালকে আমাদের ইংলিশ প্রাইভেট শুরু হয়েছে। ঈদের কারণে প্রায় ৭ দিন বন্ধ ছিল। গত কালকে প্রাইভেট ছিল তাই সবাই প্রাইভেটে গিয়েছিলাম। অনেকদিন পরে বন্ধুদের সাথে আবার দেখা হয়ে গেল প্রাইভেটের মাধ্যমে। বেশ ভালো লেগেছিল। আমি বাসা থেকে আটটার সময় বের হয়ে প্রাইভেটে নয়টার সময় পৌঁছে গেলাম একদম ঠিক সময়। প্রাইভেটে পৌঁছে গিয়ে দেখি প্রাইভেট শুরু হয়ে গেছে। এরপরে প্রাইভেট পড়লাম। প্রাইভেট শেষ করে দেখলাম বন্ধু কিবরিয়া দোকানের দিকে যাচ্ছে। সাথে আমিও গেলাম গিয়ে দেখতে পেলাম বন্ধু বলল আজকে কি খাবে বলো। আমি বললাম আমরা বেশ কয়েকজন আছি তাই বড় একটা মোজো নিলে ভালো হবে। এরপর বন্ধু ওইখান থেকে হাফ লিটারের একটা ড্রিংক ক্রয় করলো। হাফ লিটারের ঐ ড্রিংটির দাম নিয়েছিল ৫৫ টাকা। গতকালকের সকালের দিকে বেশ গরম ছিল তাই ভাবলাম যেহেতু গরম তাই ঠান্ডা কিছু খাওয়া যাক। তাই ঠান্ডা ওই ড্রিংকটি বন্ধু কিনেছিল।
এরপরে সাথে দেখলাম বন্ধু আরও একটা জিনিস কিনলো। উপরে আপনারা দেখতে পাচ্ছেন একপ্যাক কেক। আসলে কোন তরল যাতে জিনিস মুখে দেওয়ার আগে শুকনো কিছু খাওয়া হলে ভালো হয়। তাই বন্ধু কিবরিয়া এক প্যাক। কেক ও সাথে নিয়ে নিলো। মূল্য নিয়েছিল ৩৫ টাকা। এই কেকগুলো খেতে আমার খুবই ভালো লাগে। এই কেক গুলো খুবই স্বাদ এবং আমরা বাইরে কে গো দেখতে পেয়েছিলাম কিন্তু যেগুলো খোলামেলা ভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয় ওগুলো খুব একটা ভালো না। তবে কোম্পানি যাতে প্যাকেটজাতকরণ এগুলো অনেকদিন ভালো থাকে এবং এগুলো খেতে অনেক স্বাদ এবং ভালো বলা যায়। তাই আমার বন্ধু কিবরিয়া এগুলো ক্রয় করেছিল তখন আমি আমার ফোনে উপরের এই ফটোগ্রাফিটি ধারণ করি।
আমরা সংখ্যায় ছিলাম চারজন। বন্ধু কিবরিয়া প্রথম বোতলের মুখটা ভেঙ্গে খাওয়া শুরু করল। এমন সময় ঝটপট আমি পকেট থেকে ফোনটা বের করে একটা সেলফি ছবি তুলে নি। যেটা আপনারা ওপরের ছবিটিকে দেখতে পাচ্ছেন। বন্ধুদের সাথে যে কোন সময় কাটাতে পেরে আমার কাছে খুবই ভালো লাগে। আমি মনে করি বন্ধুরা সবাই একসাথে থাকলে বেশি ভালো লাগে। উপরে আপনারা যে চারজন দেখতে পাচ্ছেন আমি সহ আমরা হচ্ছি সেই হাই স্কুল লাইফের বন্ধু। আজও আমরা একই সাথে প্রাইভেট পরি এবং আড্ডা দিয়ে থাকি। আমার জীবনের সবচেয়ে ভালো বন্ধু আমি পেয়েছি হাই স্কুল লাইফে। তার মধ্যে উপরে ক্যামেরা বন্দি এই বন্ধুগলো ছিল আমার কাছের। কিবরিয়া হচ্ছে আমাদের কমিউনিটির একজন ভেরিফাইড মেম্বার। হাই স্কুল লাইফে আমরা দুইজন বন্ধু। কিবরিয়ার নানি বাড়ি আমাদের গ্রামে। এই সুত্রে সে আমাদের গ্রামে থেকেই লেখাপড়া করেছে। আর সেই সাথে তার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। আজ আমরা দুই বন্ধু একই কলেজেই পড়ালেখা করছি। দুই বন্ধু সবসময় একসাথে থাকতে পেরে এবং সময় কাটাতে পেরে একই কলেজে পড়তে পেরে বেশ ভালো লাগছে। আর মাঝে মাঝে আমাদের এমন আড্ডা জমে থাকে হঠাৎ করেই বেশ কয়েকজন বন্ধু একসাথে হলে একটা আড্ডার আসর জমে যায়। বন্ধুত্বের এই মিলন মেলা এবং ভালোবাসা বেঁচে থাকুক সারা জীবন।
আজকের মতো এখানেই শেষ করছি
আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সকলের মতামত অবশ্যই নিচে কমেন্ট এর মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে রইলো প্রাণঢালা শুভেচ্ছা।
ওয়াও ভাই আপনি আর আমাদের মাঝে অনেক সুন্দর অনুভূতি মূলক পোস্ট শেয়ার করেছেন,প্রাইভেট শেষে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার কিছু মুহূর্ত, আসলে এই দিনটি আমিও পার করে এসেছি, এই দিনগুলোর কথা মনে হলেই আবার স্কুল লাইফ এবং কলেজ লাইফে চলে যেতে ইচ্ছে করে। বন্ধুদের সাথে হাসি-ঠাট্টা একটু ঝগড়া কত কিনা করেছে। ধন্যবাদ স্কুল লাইফের কথা মনে করিয়ে দেওয়ার জন্য শুভকামনা রইল আপনার জন্য।
আপনাকেও ধন্যবাদ ভাই।
সব বন্ধুরা মিলে একসাথে আড্ডা দেবার আনন্দটা যেন অনেক বেশি। আমরাও হাই স্কুল লাইফে সব বান্ধবীরা মিলে এরকম আড্ডা দিতাম। তবে এখন কলেজে এসে সবার সাথে আর তেমন একটা দেখা হয় না। কেননা এক একজন এক এক কলেজে ভর্তি হয়েছে। আপনার পোস্ট দেখে এখন পুরনো সেই স্মৃতির কথা মনে পড়ে গেল। আপনারা সব বন্ধুরা যেন সারাটা জীবন এরকম মিল থাকে। শুভকামনা রইল ভাইয়া।
জি আপু দোয়া করবেন ধন্যবাদ।
বাহ বেশ ভালোই হলো এক সাথে প্রাইভেট শেষ আবার আবার সব বন্ধুরা মিলে আড্ডা দিলেন। এই ধরনের আড্ডা দিতে ভীষণ ভালো লাগে মনটা অনেক বেশি ফ্রেশ হয়ে যায়। প্রাইভেটে শেষ করলেন আবার সেখান থেকে এসে সব বন্ধুদের সাথে আড্ডা দিলেন। সেই সাথে খাওয়া-দাওয়া করলেন অনেক সুন্দর একটি মুহূর্ত ছিল।
বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার মজাই আলাদা। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আসলে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার মাঝে আলাদা ভালোলাগা কাজ করে৷ বন্ধুদের সাথে একসাথে সময় অতিবাহিত করলে সেই সময়ের কথা সারা জীবন মনে থেকে যায়৷ এরকম সময় অতিবাহিত করার মধ্যে একটি আলাদা ভালো লাগার কাজ করতে থাকে৷ আজকে আপনি আপনার বন্ধুদের সাথে খুব সুন্দর সময় অতিবাহিত করেছেন এবং তা আমাদের মাঝে শেয়ার করেছেন করেছেন দেখে খুবই ভালো লাগছে৷
ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ।