আমি দাঁড়িয়ে কিনারায় "নীল আকাশের নিচে আমার এক টুকরো জীবন"
আমি দাঁড়িয়ে আছি ছাদের একদম কিনারায়। মাথার ওপর নীল আকাশ, সাদা মেঘের ভেলা ভেসে যাচ্ছে ধীরে ধীরে। চারপাশে গাছপালা, কিছু ফুলের গাছ, আর একটু দূরে শহরের কোলাহল। কিন্তু আমি একদম শান্ত, নিজের মাঝে ডুবে থাকা এক মানুষ। আজকের এই ছবিটা যেন আমার জীবনের গল্প বলে একটা সহজ, সাধারণ অথচ গভীর গল্প।
আমার জীবন খুব জাঁকজমকপূর্ণ নয়। ছোটবেলা কেটেছে শহরতলির এক মফস্বলে। সকালের স্কুল, বিকেলের খেলা, আর রাতে ছাদের কিনারায় বসে চাঁদ দেখা এই ছিল আমার ছোট জীবনের সবচেয়ে বড় আনন্দ। ছাদটা তখন থেকেই আমার প্রিয় জায়গা। এখানেই আমি ভাবতাম, স্বপ্ন দেখতাম, আকাশের দিকে তাকিয়ে নিজেকে খুঁজে পেতাম।বড় হতে হতে অনেক কিছু পাল্টে গেছে। শহর বদলেছে, মানুষ বদলেছে, আমিও বদলেছি। তবে ছাদ আর আকাশের ভালোবাসা ঠিক আগের মতোই রয়ে গেছে। এই কিনারায় দাঁড়িয়ে আমার জীবনের অনেক মুহূর্ত কেটেছে দুঃখের, আনন্দের, ভাবনার, ভালোবাসার। কখনো আকাশকে বলেছি মনের কথা, কখনো চুপচাপ বসে থেকেছি তার নীচে। এই ছাদটা যেন আমার ছোট একটা জগৎ, যেখানে আমি আমার মতো করে বাঁচতে পারি।
ছবিটাতে আমি এক হাতে লোহা ধরে আছি, আরেক হাত আকাশের দিকে বাড়ানো। এ যেন এক মুক্তির ডাক। আমি বলতে চাইছি, "আকাশ, আমি আসছি! আমার জীবনকে ছড়িয়ে দাও এই নীল দিগন্তে।" কারণ আমার বিশ্বাস, প্রত্যেকটা মানুষের জীবনে একটা "আকাশ" আছে যা তাকে স্বপ্ন দেখায়, ভালোবাসতে শেখায়, আর কষ্টের সময় আশ্রয় দেয়।আজ আমি এই কিনারায় দাঁড়িয়ে মনে করি, জীবনটা আসলে খুব কঠিন কিছু নয়। যদি মন ভালো থাকে, যদি একটা আকাশ থাকে তাকিয়ে থাকার মতো, আর যদি কিছু গাছফুল থাকে পাশে, তাহলে বেঁচে থাকাটাই হয়ে যায় সবচেয়ে সুন্দর কাজ।
আমি জানি, জীবনে অনেক প্রশ্ন থাকবে, অনেক ঘাত-প্রতিঘাত আসবে। কিন্তু এই ছাদের কিনারায় দাঁড়িয়ে আমি শিখেছি।যত কিছুই হোক, আমাদের মাথার ওপরে একটা আকাশ সবসময় থাকে। সে আকাশ কখনো রৌদ্রঝলমল, কখনো মেঘে ঢাকা, কখনো অঝোর বৃষ্টিতে ভেজা। কিন্তু সে আকাশ চিরকাল আমাদের সঙ্গেই থাকে, ঠিক যেমন ছাদটা আমার সাথে থেকেছে সবসময়।
এই আমি একজন সাধারণ মানুষ, সাধারণ গল্পের নায়ক। কিনারায় দাঁড়িয়ে শুধু এতটুকু বলতে চাই,
"জীবন কঠিন হতে পারে, কিন্তু যতদিন আকাশ আছে, আমি হার মানব না।"
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
X-Promotion
Upvoted! Thank you for supporting witness @jswit.
Daily Tasks
Commends Link:-
https://x.com/mohamad786FA/status/1950609214587683092?t=Tcl_MJkyNZ8JQzd1COgqcQ&s=19
ss
🎉 Congratulations!
Your post has been manually upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5